ফেয়ার


ইভেন্ট ভেন্যু : Bangladesh Computer Council

ইভেন্ট ঠিকানা : E-14/X, BCC Bhaban, Dhaka 1207, Bangladesh

ইভেন্ট শুরু : 23 March, 2019 - 9:30 am

ইভেন্ট সমাপ্ত : 23 March, 2019 - 5:00 pm


কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে দক্ষতাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক "তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন " প্রকল্পের সহযোগিতায় একটি চাকরির মেলা আয়োজন করা হয়েছে। এ মেলায় অংশগ্রহণে আগ্রহী চাকুরী দাতা প্রতিষ্ঠান এবং চাকুরী প্রার্থী প্রতিবন্ধী ব্যক্তিদগণকে নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ জানানো যাচ্ছে।

বিস্তারিত তথ্য ও বায়োডাটা প্রেরণের জন্য নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন :

১) মো: গোলাম রাব্বানী
এনালিস্ট (আইটিইএস), বিসিসি
ফোন : ৫৫০০৬৮৮৭
ইমেইল : [email protected]

২) মো: আক্তার হোসেন, প্রশিক্ষক (এনডিডি কাম প্লেসমেন্ট অফিসার), এনডিডি প্রকল্প, বিসিসি
ইমেইল : [email protected]
মোবাইল : ০১৭১৪৯৬৮৩০২
এছাড়াও https://epwdict.com/ লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।


দেখা
7,411
টিউমেন্ট
টিউমেন্ট করুন
5 বছর 7 মাস আগে