ইউএসবি এএসপি এভিআর প্রোগ্রামার ইনস্টলেশন – How to Install USBasp AVR Programmer in Windows 10

একজন ইইই (Electrical and Electronic Engineering) এর শিক্ষার্থী হিসেবে রোবটিক্স, ইলেকট্রনিক্স, হোম অটোমেশন কিংবা এমবেডেড সিস্টেম ভিত্তিক দক্ষতা থাকা জরুরি। ইলেকট্রিক্যাল প্রোজেক্ট তৈরিতে মাইক্রোকন্ট্রোলারের ব্যবহার করা হয়, যাতে নির্ভুল ভাবে প্রোজেক্টটি পরিচালনা করা যায়। অনেক সময় কম্পিউটারের মাধ্যমে মাইক্রোকন্ট্রোলারে (ATMega 32) প্রোগ্রাম আপলোড করার ক্ষেত্রে সমস্যা হয়। তাই ইউএসবি এএসপি এভিআর প্রোগ্রামার কম্পিউটারে সঠিক ভাবে ইন্সটল করা প্রয়োজন যা অনেক শিক্ষার্থী অবগত নয়। এজন্য এই ভিডিওটিতে আমরা আলোচনা করেছি কিভাবে Windows 10 এ USBasp AVR Programmer টি ইন্সটল করতে হয় এবং কোন সমস্যা ছাড়া কিভাবে ATMega 32 তে প্রোগ্রাম আপলোড করতে হয়। ভিডিও লিংক এখানেঃ https://youtu.be/QSg3dlSQwas

Level 0

আমি টেকশপবিডি ডটকম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইলেকট্রনিক্সে আগ্রহী ? বিভিন্ন কম্পোনেন্ট ব্যাবহার করে রোবটিক্স, আই.ও.টি, অটোমেশন বা মাইক্রোকন্ট্রোলার ভিত্তিক ডি.আই.ওয়াই প্রোজেক্ট তৈরি করে চাও? যুক্ত হও টেকশপবিডি'র সাথে, এখানে ইলেকট্রনিক্স টিউটোরিয়াল পোস্ট করা হয় নিয়মিত। আমরা বিশ্বাস করি “সফল ভাবে কোন কিছু শেষ করতে চাইলে, তা শুরু করা প্রয়োজন” তাই শুরু করো টেকশপবিডি'র সাথে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস