সবার জন্য ডিজিটাল ইলেকট্রনিক্স, একটি ডিজিটাল পৃথিবীর সন্ধানে। (পর্ব: ১)

ইলেকট্রনিক্সের দুটি সাখার একটি হচ্ছে এনালগ ইলেকট্রনিক্স আর অন্যটি ডিজিটাল ইলেটট্রনিক্স। আমাদের দেশীয় প্রযুক্তিতে এনালগ ইলেকট্রনিক্সের প্রভাব কিছুটা লক্ষ করা গেলেও ডিজিটাল  ইলেকট্রনিক্স এর প্রভাব তেমনভাবে লক্ষনীয় নয়। অথচ আমরা দৈনন্দিন জীবনে ডিজিটাল প্রযুক্তিকেই বেশি ব্যবহার করছি। যা আমাদের নিজস্য নয় ফলে আমরা প্রতি নিয়তই একদিকে যেমন প্রযুক্তিতে পিছিয়ে পরছি অন্যদিকে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। এমন সময় আমরা স্বপ্ন দেখছি ডিজিটাল বাংলাদেশ গড়ার ।

আমরা কি শুধু স্বপ্নই দেখব ?

যেখানে ইলেকট্রনিক্স  ভারত,  চিন, জাপানের মত দেশের জন্য আয়ের অন্যতম খাত সেখানে আমাদের দেশে তা ব্যয়ের খাত হিসেবে বিবেচিত।যদি আমাদের ডিজিটাল বাংলাদেশ স্বপ্নাটিকে বাস্তবে রূপ দিতে হয় তবে দ্রুত ডিজিটাল ইলেকট্রনিক্সের ধারনাকে ছড়িয়ে দিতে হবে সকলের মাঝে।যা কোন ব্যক্তি বিশেষের একার পক্ষে সম্ভব নয়। আমি তাই সকল প্রযুক্তিপ্রেমীদেরকে অমন্ত্রণ জানাচ্ছি, আমরা যে যতটুকু জানি তা সকলের বিনিময় করি, আমাদের জ্ঞনের সীমানাকে বিস্তৃত করি।হয়তবা আমাদের সকলের ছোট ছোট ধারনা গুলিই বড় কিছুর সৃষ্টি করবে। আমি শুরু করলাম, আমার বিশ্বাস আমরা সবাই মিলে অনেক দূর এগিয়ে নিতে পারব।

                  ডিজিটাল কাউন্টার একটি আকর্ষনীয় এবং বহুল ব্যবহৃর ডিভাইস।

ডিজিটাল ডিভাইস সমূহের মধ্যে একটি হচ্ছে কাউন্টার। আমাদের বিভিন্ন ক্ষেত্রে যেমন ইন্ডস্ট্রিতে বিভিন্ন উপাদানের সংখা গননা, তেল পাম্পে কি পরিমান তেল উঠানো হল তা গননার ক্ষেত্রে, লিফট কত তলায় আছে তা প্রদর্শনে , এ ছাড়া ডিজিটাল ঘড়ি ,  ডিজিটাল মিটার , ফ্রিকোয়েন্সি কাউন্টার, ক্যালকুলেটর ইত্যাদিতে কাউন্টার ব্যবহৃত হয় । মাইক্রোপ্রসেসর, মাইক্রোকন্ট্রোলার ইত্যাদিতেও অভ্যন্তরীন অংশ হিসেবে কাউন্টার থাকে।
                                         7490

বাজারে Ic আকারে বিভিন্ন ধরনের কাউনাটার পাওয়া যায়। যাদের মধ্যে অতি পরিচিত হচ্ছে
7490 (M0d 10), 7493(Mod 16), 7412(Mod 12), 74190 (Mod 10,Up/ down),  74196, 74290 , 74160, 74191 (Mod 10,Up/Down) ইত্যাদি।

এখানে Mod 10 কথার অর্থ হচ্ছে কাউন্টারটি 0-9 পর্যন্ত গননা করতে পারে। Mod10 Up/Down কথাটির অর্থ হচ্ছে কাউন্টারটি 0-9 বা 9-0 উভয় দিকেই গননা করতে পারে।

আমার কাছে 7490(Mod 10 )  কাউন্টার টিকে একটু বিশেষ ধরনের মনে হয়েছে। তাই এর মাধ্যমেই শুরু করলাম। এই কাউন্টারটি মূলত একটি (Mod 2)ও একটি (Mod 5) কাউন্টারের সমন্বয়ে গঠিত। যা ব্যবহার করে  (Mod 3),(M0d 4),(Mod6),(M0d 7),(Mod 8), (Mod 9) কাউন্টারও তৈরি করা যায়।

পরবর্তীতে এ প্রক্রিয়াটিও উপস্থাপন করব বলে আশা রাখি। যা হোক 7490 এর ব্লক ডায়াগ্রাম থেকে দেখা যায় যে এতে দুইটি ইনপুট পিন InputA (Pin No 1)   এবং   InputB (Pin No 14) রয়েছে। যা ক্লক পালস গ্রহণ করে এবং প্রতিটি পালসের জন্য কাউন্টারের আউটপুটের মান এক এক করে বৃদ্ধি করে। 7490 তে মোট ৪টি আউটপুট  যথাক্রমে QA (Pin No 12), QB (Pin No 9), QC (Pin No 8), এবং QD (Pin No 11)  রয়েছে। এ আউটপুট পিন গুলো Binary সংখ্যায় (0000-1010) অর্থাৎ Decimal (0-9) প্রদর্শন করে। এর ৫ নং পিন Vcc মানে এই পিনে +5V DC সাপ্লাই দিতে হয় এবং  এর ১০ নং পিন Gnd এতে  0 V সাপ্লাই দেওয়া হয়। এর সামান্য কম বেশি হলেও কাজ করবে।

এটি আমার দ্বিতীয় টিউন।   আমার প্রথম টিউন "জটিল হল অতি সহজের সুসজ্জিত মহা সমাবেশ"।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই এত বড় বড় ফন্ট যা দেখে আমার মাথা ব্যাথা শুরু হয়েছে । টিউন গুলো সবার জন্যই করা উচিত

ভাল কথা। প্রথম থেকে শুরু করলে (লজিক গেট থেকে) সবাই বুঝতো।
——————————————————————————-
অপ্রাসঙ্গিক…….
——————————————————————————-
পাবলিকের কাছে ডিজিটাল কথাটা যেন নতুন এক ডায়ালগ। আমাকে এক লোক বলল, ভাই আপনাদের অফিসে ঘড়ির সময় কি ডিজিটাল ? আমি মনে মনে হাসলাম। এ সরকার যা করছে সবই মানুষের কাছে কি ডিজিটাল?

ক্ষুধা, দারিদ্র, নিরক্ষর আর প্রাকৃতিক দুর্যোগপ্রবন মানুষের কাছে ডিজিটালের কী মূল্য। এখনো অনেক শিশু পথে বড় হচ্ছে। স্কুলে যায় না অর্ধেকের বেশি শিশু।
আমরা এখন রোবট দিয়ে ঘরের কাজ করানোর জন্য ব্যস্ত, রোবটে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স যোগ করার কাজে আমাদের ঘুম হারাম। ক্ষুধা আর দারিদ্রে অনেক আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স সম্পন্ন শিশুর মেধা তেসপাতা হচ্ছে। তবু থেমে নেই কিছু….সবই চলবে একসাথে…..

Level 0

আসুন সবাই মিলে চেষ্টা করি

Level 2

টিউটো ভাই পরামর্সের জন্য ধন্যবাদ। অপেক্ষাই থাকেন সবই হবে।
এটা আমারও মাথায় আছে যে সুধুমাত্র লজিক গেট নয় , নাম্বার সিস্সটেম সম্পর্কেও টিউন হওয়া দরকার।
সবকিছু মাথায় রেখেই আমার এখান থেকে শুরু করা।

সবাইকে বলছি যে সকল টার্ম বুঝতে অসুবিধা হবে মন্তব্যে উল্লেখ করবেন। আর আমি তো বলেছি আসুন আমরা সবাই একে অপরকে সাহায্য করি।
আমাদের যার যত টুকু সাধ্য আছে ততটুকুই বিনিময় করি। ইলেকট্রনিক্সকে একটু একটু করে সমৃদ্ধ করি।

প্রথম টিউনটির পর আপনার দ্বীতিয় টিউনটিও চমৎকার। আসলে এসব বিষয় জানলেও মানুষ আগ্রহী নয় বলে কখনো লেখা হয় না তাছাড়া একই কারনে বিশ্ববিদ্যালয়ের কোর্সের পর আমি নিজেই আর এটা নিয়ে ঘাটাঘাটি করি নাই। তবে আজ আপনার টিউনটি পরে ওই বিষয়ের অনেক কিছু মনে পড়ে গেল ভালই লাগল। ধন্যবাদ আপনার টিউনের জন্য।

thanks Ashim vai..

আমি প্রাথমিক ধারনা দিয়া লিখছি দরকার হলে দেখতে পারেন………………………………………………………