পিসির আর্থিং সমস্যার খুটিনাটি

পিসি তে আর্থিং এর সমস্যা অনেকেই ফেস করে থাকেন। পিসিতে ঘন ঘন ক্যালকুলেটর, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার বা গ্রুভ মিউজিক ওপেন হয়ে যাওয়া, পিসির বডিতে শক লাগা এবং টেস্টার দিয়ে পিছনে ধরলে লাইট জ্বলা ইত্যাদি সমস্যায় ভুগে থাকেন।

আর্থিং বা পাওয়ার সাপ্লাই এর সমস্যার কিছু উদাহরণঃ

  1. ঘন ঘন পিসি স্লিপ মোডে চলে যাওয়া বা রিস্টার্ট নেওয়া
  2. কারণ ছাড়াই ক্যালকুলেটর আ্যপ ওপেন হয়ে যাওয়া
  3. হঠাৎ হঠাৎ উইন্ডোজ মিডিয়া প্লেয়ার বা গ্রুভ মিউজিক আ্যপ ওপেন হয়ে যাওয়া
  4. কারণ ছাড়াই শাটডাউন হয়ে যাওয়া

প্রথমত জানতে হবে আর্থিং কি। আর্থিং হচ্ছে লাইন থেকে পাস হওয়া অতিরিক্ত বিদ্যুৎ অন্য একটি তারের মাধ্যমে সাপ্লাই হওয়া। কিন্তু আর্থিং খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় নয়।

 

পিসিতে আর্থিং এর সমস্যা থেকে বাচতে হলে ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করা দরকার। বাজারে চায়না যেসব পাওয়ার সাপ্লাই পাওয়া যায় ২৫০ টাকায় ৫০০ ওয়াট, সেগুলো ভুলেও নিবেন না। একটা ব্র‍্যান্ডের ৩৫০ ওয়াট পাওয়ার সাপ্লাই এর দাম হয় ২০০০+

এলাকার দোকানদার অনেক সময় আপনাকে আপনার লাইনের সমস্যা বলে তাদের দেয়া পাওয়ার সাপ্লাই এর ভুল ঢাকতে চাইবে। তাই কখনো লোকাল দোকানের পাওয়ার সাপ্লাই ভুলেও ব্যবহার করবেন না। একটু টাকা বাচাতে গিয়ে আপনার পিসির সব কম্পনেন্ট বিপদে ফেলতে পারেন

ব্র‌্যান্ডের পাওয়ার সাপ্লাই গুলো ব্যবহারের সুবিধা হচ্ছে আপনার পিসি অনেক দিন টিকবে। মাদারবোর্ড সহ কিবোর্ড, মাউস এগুলো অনেকদিন লাস্ট করবে। পাওয়ারসাপ্লাই এর ভালো কিছু ব্র‍্যান্ড আছে। যেমন Corsair, Thermaltake, Antec

এছাড়াও আছে

  • SeaSonic.
  • Cooler Master.

তবে আমি সাজেস্ট করবো আপনারা আপনাদের থার্ড পিনে আর্থিং কানেকশন করিয়ে নিন বিল্ডিং কনস্ট্রাকশনে ইলেকট্রিক লাইনের কাজ করানোর সময়। তবে হ্যা 3 পিন এর মাল্টিপ্লাগ ইউজ করা লাগবে যদি আপনার তৃতীয় পিনে আর্থিং কানেকশন থাকে। আর বাইরে থেকে তৃতীয় পিনে আর্থিং এর কানেকশন দিতে চাইলে আপনাকে তৃতীয় পিনে তার সংযুক্ত করে মাটিতে গেড়ে দিতে হবে। অবশ্যই এই কাজটি ইলেক্ট্রিসিটি সম্পর্কে জ্ঞান না থাকলে করতে যাবেন না এবং মেইন সুইচবোর্ড অবশ্যই অফ করে নিবেন। নিজে না পারলে ইলেকট্রিশিয়ান দিয়ে করিয়ে নিবেন।

ছবিতে একটি তিন পিনের মাল্টিপ্লাগ এবং সুইচ বোর্ডের ভিতর থেকে থার্ড পিন এর কানেকশন নেয়া হয়েছে

 

 

ছবিতে E লেখা পিন টাই আর্থিং এর পিন।

 

আর্থিং ঠিক থাকলে সফল হলে এভাবেও চার্জ হবে।

 

আর্থিং এর সবুজ তারটির আরেক মাথা মাটিতে রড দিয়ে ঢুকিয়ে দিতে হবে

 

আমাদের প্রিপেইড মিটারে কানেকশন মুলত দুই পিনের। বামের টা নিউট্রাল এবং ডানেরটা ফেজ। আগে ইলেকট্রিশিয়ান রা তার, খরচ এবং শ্রম বাচানোর জন্য নিউট্রালের সাথে আর্থিং এর কানেকশন দিয়ে দিতো। যাতে আর্থিং এর কাজ সামান্য হতো, কিন্তু এই কাজ টা করা বিপদজনক। অবশ্য এখন নিউট্রাল এর সাথে আর্থিং কানেকশন দিলে বিদ্যুৎ বিল বেশি আশাকরিয়ে নিবেন তাতে যতো খরচই হোক না কেন। বাইরের দেশে সাধারণত ইলেক্ট্রিসিটি মাটির নিচ দিয়ে যায় তাই তাদের দুই পিনেই কাজ হয়ে যায়। তাই বাড়ির ইলেকট্রিক লাইনের কাজ করানোর আগে আর্থিং কানেকশন দিয়ে রাখলে ভালো।

 

এবার আসি পাওয়ার সাপ্লাই চুজিং এর ব্যাপারে। নরমাল পিসি কোন গ্রাফিক্স কার্ড বা ৮ জিবির বেশি র‍্যাম না থাকলে অথবা ভালো প্রসেসর না হলে ৩৫০ ওয়াটের বেশি প্রয়োজন নেই। তবে ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড নেয়ার ইচ্ছে থাকলে বা গেমিং এর ইচ্ছে থাকলে ৫৫০ ওয়াটের ৮০+ গোল্ড গ্রেডের পাওয়ার সাপ্লাই নিবেন। এবং ৫৫০ ওয়াটের পাওয়ার সাপ্লাই এর জন্য ১২০০ VA এর ইউপিএস রাখাটা ভালো। যদি ইউপিএস ব্যবহার করে থাকেন।

Level 1

আমি মানসিব ইয়ামান আজম। Consultant, CNB বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির প্রতি আমার ভালোবাসা সর্বদাই ছিল এবং আছে। মানুষকে শিখাতে ও নিজে শিখতে ভালোবাসি। Facebook: fb.com/mansibyaman


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস