আপনার হাতের মোবাইল দিয়ে সব কিছু নিয়ন্ত্রন করুন মাত্র ৭০ টাকায়

আসসালামু আলাইকুম,সবাইকে বাংলা নববর্ষ এর শুভেসুভে।আমি টেকটিউন
এ সব সময় ভিজিট করেছি কিন্তু কখনও টিউন করেনি। বিভিন্ন টিউন দেখে আমারও টিউন করতে ইচ্ছা করে।কিন্তু কি টিউন করব ভেবে পাচ্ছিলাম না। তাই অনেক ভেবে এই মজার প্রজেক্টটি টিউন করলাম। এটাই আমার প্রথম টিউন। প্রজেক্টটি যদি আপনাদের কাজে লাগে তবেই আমর কষ্ট সার্থক হবে।

এবার কাজের কথয় আসি। হ্যা বন্ধুরা GSM/CDMA Remote Control System সত্যিই একটা মজার এবং প্রয়োজনীয় প্রজেক্ট। আমরা অনেকই শুনেছি মোবাইল দ্বারা বিভিন্ন যন্ত্র যেমনঃ লাইট,ফ্যান,মোটর,টিভি ইত্যাদি দূর থেকে নিয়ন্ত্রন করা হয়।ঠিক তেমনি একটা প্রজেক্ট নিয়ে আমি এখানে আলোচনা করেছি। Circuit তৈরী করলে বুঝতে পারবেন প্রজেক্টটি কত মজার।

মনে করুন আপনি আজ বাড়ি যেতে পারবেন না।কিন্তু সন্ধ্যাবেলায় বাড়ির লাইটগুলো জ্বালানো দরকার। এক্ষেত্রে চিন্তার কোন কারন নাই। এ অবস্থায় আপনার হাতের মোবাইল দ্বারা একটা Missed Cal এর মাধ্যমে জ্বালিয়ে দিতে পারবেন আপনার বাড়ির লাইটগুলো। আরও মজার বিষয় হলো এটি বিশ্বের যেকোন প্রান্ত হতে নিয়ন্ত্রন সম্ভব।

Circuit ডায়াগ্রামটি হলো এই:

Component List:
R1=3.9k

R2=1M

R3=150k

R4=5.6k

R5=1k

R6=50

R7=10k

R8=1k

C1=1 microF/50V

C2=220 microF/16V

C3=0.01 microF/50V

D1,D2=1N4007

Q1=BC148

Q2=BC547

IC-1=NE555

IC-2=CD4017

Relay=10A/10V

Circuit টিতে Audio input এর জায়গায় একটি মোবাইলফোন এবং এর Audio output বসাবেন।মোবাইল এর নমবর যেন ব্যবহারকারী ছাড়া অন্য কেউ না জানে।

আজ এ পর্যন্ত থাক।ভূলত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন।আগামীতে আরও মজার মজার টিউন নিয়ে ফিরে আসব।টিউনটি কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।।।।।।।।।।।।

Level 0

আমি মিথুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের টিউন..আরো বিস্তারিত লিখলে ভাল হতো..চালিয়ে যান………………….

    ভাই প্রথম তো তাই । চেষ্টা করব।

mobile r audio input kivabe hobe 1tu clearly bolben or dekhaben plz.

    khob e sohoje mobile er audio output peteparen mobile er earphone lagiye, kanelaganor je chotto speaker ta ache ta kete 2 ti wire paben oi 2 wire audio input a lagiyedin hoyejabe.

    thanks vai khob e sohoj akta circuit kinto khob sondor kajer jonno valolaglo.

িবস্তািরত ভােব TUNE চা্

Level 0

ভাই detail বলেন

ভাল টিউন , কিন্তু বিস্তারিত লেখা দরকার
<a href="http://www.sweetim.com/s.asp?im=gen&lpver=3&ref=11&quot; target="_blank"><img src="http://content.sweetim.com/sim/cpie/emoticons/000203FC.gif&quot; border="0" title="Click to get more." ></a><a href="http://www.sweetim.com/s.asp?im=gen&lpver=3&ref=11&quot; target="_blank"><img src="http://content.sweetim.com/sim/cpie/emoticons/000203FC.gif&quot; border="0" title="Click to get more." ></a><a href="http://www.sweetim.com/s.asp?im=gen&lpver=3&ref=11&quot; target="_blank"><img src="http://content.sweetim.com/sim/cpie/emoticons/000203FC.gif&quot; border="0" title="Click to get more." ></a>

সম্পুর্ণ টিউনটি একসাথে হলে দারুন হত। পরবর্তী পর্বের আশায় রইলাম। ধন্যবাদ টিউনটির জন্য।

ধন্যবাদ, মোবাইল এর অডিও হেডফোন prot এ audio জ্যাক লগিয়ে জ্যাক এর output উক্ত Circuit এর Audio input এ কানেক্ট দিবেন। যাতে Call অথবা miss call এলে Circuit এর Q1 Transisterটির Base পিন এ সিগনাল আাসে।এভাবেই Q1 সিগনাল পেলে CIRCUIT টি Active mode এ যাবে।এখানে বলা ভাল Relay এর সাথে আপনি যে যন্ত্র বা ডিভাইস নিয়ন্ত্রন করবেন সেটি যুক্ত করবেন।PLEASE ক্ষমার চোখে দেখবেন প্রথম টিউন তো তাই অনেক কিছু লিখতে পারিনাই। কিছু না বুঝলে জানাবেন।THANKS Every all.

    মিথুন ভাই আপনি যে প্রোজেক্টটা করেছেন সেটি আমরা কইএকজন মিলে প্রোজেক্টটা অ্যাপ্লাই করেছি কিন্তুএটা তে সমস্যা হছহে এইরকম; এইখানে relay সঙ্গে একটা led যোগ দিয়েছি কিন্তু তাতে মোবাইল এ মিস কল দিলে ও ল
    led জ্বলে না,আপনি যদি kindly apner সেল নাম্বার দিতেন তাহলে একটু উপকার হত।

ধন্যবাদ, উপদেশ গুলো মাথায় থাকবে।

বিস্তারিত লেখা উচিৎ ছিল।

Level 0

ভাল tune বিস্তারিত হোলে ভালো হোত , মনে হয় একটা switch control এর জন্য একটা mobile ও circuit দরকার wrong number থেকে phone আসলে ও switch on হবে off হবে কি? mobile দিয়ে কি জানা যাবে switch on না off আছে ?

    হা হা হা! ৭০ টাকায় এতকিছু চাইলে হবে? এই সার্কিট-টা মাত্র একটি Device Control করতে পারবে। বাসার সব কিছু না এবং এই সার্কিট দ্বারা লাইট এখন জলছে কি না, তা জানা যাবে না।

    ধন্যবাদ। আমি আগেই বলেছি নাম্বার টি আনি ছাড়া কেউ যেন না জানে ।

Level 0

এ ক্ষেত্রে তো খরচ আরো বেশী লাগবে। কারন একটা মোবাইল ও দরকার পড়বে কাজটা করার জন্য ।

    শুধু সার্কিট খরচ টা হল ৭০ টাকা।

tnxx

সার্কিটটি ভাল হয়েছে । তবে অনেক খরচ পড়বে …….. সার্কিটটির সঙ্গে একটি মোবাইলও ফেলে রাখতে হবে !! আর বাইরে থেকে লাইট জ্বালানোর কি দরকার ….. !! যাই হোক পোষ্টটি ভাল হয়েছে ……. ।

    ধন্যবাদ আপনাকে । ভাই এখানে শুধু সার্কিট এর খরচে কথা বলা হয়েছে । লাইটটা জ্বালানো বড় কথা নয় ,সইুচিং নিয়ন্ত্রন টাই উদ্দেশ্য ।তবে আপনার উপদেশটি ঠিক আছে ।

Level 0

একটু কস্ট করে আরো বিস্তারিত লিখুন…।আমার বিশশাস যে আপনার টিউন টি সেরা টিউন নির্বাচিত হইয়ে সবার উপর এ স্থান পাবে।

ধন্যবাদ

    ধন্যবাদ ।আসলে আমার পরীক্ষা ছিল তাই টিউন টি সম্পূন্য করতে পারি নাই ।তাই দুঃখিত। আমি এই টিউনটি আবার পরিপূন্য লিখব।

Bistariro likhe tune ta update koren plzzzzzzzz

Level 0

ভাই কম খরচের Timer circuit দেন যা দিয়ে প্রয়জনীয় switch সময় মত on off করা যাবে নিশ্চিত ভাবে। আপনার circuit টি দিয়ে একটি device শূধূ on করা যাবে off করা যাবে কি ? বিস্তারিত জানালে ভাল হত ।

    ভাই সার্কিট ড্রই সময় সাপেক্ষে তাই চেষ্টা করব।তবে আমার কাছে টাইমার সার্কিট আছে ।উপদেশ টি মাথায় থাকল ।এখন আমি ভোল্টেজ প্রট্কেটর ডিজাইন করছি। খুব তারাতারি পোষ্ট করব। দোয়া করবেন ।

Janina Amar Dharona Thik Kina.Ekhane Ki Microphone Or Mobile er Mouth Piece Lagale Transistor Er base ki Signal Pabe?Thik Clamp Circuit Er Moto?R Vhai Eta Diye Ghor Er Shobkichu Controll kora Jabe Ta Thik noy.Eta Totall Watt Er Upor Depend Korbe and Relay Er Watt o Dekhte Hobe.Dhonnobad.

ভাইয়া R, C এভাবে না লিখে বিস্তারিতভাবে লিখলে ভালো হত |আমি আবার এই লাইনে একেবারেই নতুন তো , বুঝতে কষ্ট হয় |
🙂

vai ar ektu easy kore bolle valo hoto . . . electronics a notun too ty. . . tobe ata kaje lagar moto. . . thx

Level 0

ভাল পোস্ট

Level 0

vhai amon akta circuit dakhaita parben jaikhana ami light jalaita parbo abong nivhaita parbo,r apnar attachment kaj kora na,vhalo post

Level 0

tonoy24 vai ami apnake help korte parbo.tobe kisu shorto ase……..jogajog korun 01557607339

Level 0

mithun vai eta old idea.new idea ta amar kase ase.apnar circuit a je kono number mane wrong number theke call ashle circuit ta on hobe.tate kono privecy thakbe na……but ei problem er somadhan ase amar kase.ami name diyesi Multi Security System With GSM/CDMA Mpbile Phone….jate apni sara onno keu device ON/OFF korte parbe na…..ata amar account na.ata amar soto vai-er account.amar sathe jogajog korte chaile jogajog korte paren.amar blog a aktu ghure ashle baparta clear hobe———problem a porle jogajog korte paren.obosshoi name ta likhben.email——[email protected] othoba amar blog aghure ashte paren.akhane agami koyek diner moddhe programmer somporke details jante parben.amar blog address——http://electronicscircuitsworld.blogspot.com

Level 0

Just west of muney…….. 🙁

Level 0

ভাই ৬ নম্বর রেজিস্টর টা কি হবে?
R6- 50 ohm/ 50k/ 50M
দয়া করে জানাবেন ।