আসালামু আলাইকুম
আমার টেকটিউনস এর সব বন্ধুদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা। সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি ভালই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আজ আপনাদের জন্য একটি FM ট্রান্সমিটার সার্কিট ডায়াগ্রাম উপহার দিব ক্রিস্টাল FM ট্রান্সমিটারের কথা হয়তো অনেকেই শুনেছেন আজ ক্রিস্টাল FM ট্রান্সমিটার সার্কিট ডায়াগ্রাম দিলাম সার্কিটটি 500 মিলি ওয়াট এক কিলোমিটার রেঞ্জ সার্কিটটি যদি সঠিক ভাবে তৈয়ার করতে পারেন অনায়াসে কথা বলতে পারবেন আইসি দিয়ে তৈয়ার করা। শুধুমাত্র সম্পূর্ণ সার্কিটটিতে একটি কয়েল ব্যবহার করা হয়েছে যে কারণে তৈয়ার করা খুব সহজ তবে আসুন আর দেরি না করে আজই সার্কিট তৈয়ার করে ফেলি।
লংরেঞ্জFM ট্রান্সমিটার
500 মিলি ওয়াট FM ট্রান্সমিটার সার্কিট লে আউট
সার্কিটের সম্পূর্ণ পার্টস এর লিস্ট দেওয়া হল,সার্কিট 38khz একটি ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে
আজ আপনাদের জন্য একটি FM 500 মিলি ওয়াট ট্রান্সমিটার সার্কিট ডায়াগ্রাম লে আউট সহ দিলাম FM ক্রিস্টাল ট্রান্সমিটার 500 মিলি ওয়াট এক কিলোমিটার রেঞ্জ আর দেরি না করে আজই সার্কিট তৈয়ার করুন। খুব শীঘ্রই আপনাদের জন্য FM লং রেঞ্জ এন্টেনা কিভাবে নিজের হাতে তৈয়ার করবেন একটি টিউনস করবো। সার্কিট টি সহজে তৈয়ার করতে হলে ভিডিওটি দেখতে পারেন
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মত এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ
আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, কেমন খরচ হবে,