আরডুইনো টিউটোরিয়াল [পর্ব-১৮] :: এলসিডি ডিসপ্লে ব্যবহার করে আরডুইনোতে ডিজিটাল থার্মোমিটার প্রজেক্ট

আরডুইনো টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমরা আরডুইনো বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়ালের ১৮তম পর্ব নিয়ে আলোচনা করবো। এ পর্বে আমরা শিখবো কিভাবে আরডুইনো ডিজিটাল থার্মোমিটারের প্রজেক্টটি এলসিডি ডিসপ্লে ব্যবহার করে করা যায়।

আমরা ১৬ তম পর্বে শিখেছিলাম কিভাবে আরডুইনোতে ডিজিটাল থার্মোমিটার তৈরী করতে হয়। ওই পর্বে আমরা তাপমাত্রা প্রদর্শন করার জন্য সেভেন সিগমেন্ট ডিসপ্লে ব্যবহার করেছিলাম। সেক্ষেত্রে আমরা শুধু তাপমাত্রার মানটাকেই প্রদর্শন করতে পেরেছি। কিন্তু যদি এমন হতো যে আমাদের তাপমাত্রার মেশিনে সুন্দর করে দেখাবে Temperature is = 30C। তাহলে প্রজেক্টটি আরো সুন্দর হতো। কিন্তু আমরা জানি সেভেন সিগমেন্ট ডিসপ্লেতে শুধু মাত্র সংখ্যা প্রদর্শন করা যায়। তাই আমাদেরকে এক্ষেত্রে এলসিডি ডিসপ্লে ব্যবহার করতে হবে। এলসিডি ডিসপ্লে কি বা কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে গত পর্বে বিষদ ভাবে আলোচনা করা হয়েছে। আজকের পর্বে আমরা দেখবো কিভাবে আগের থার্মোমিটারের প্রজেক্টটাকেই কিভাবে এলসিডিতি দেখাতে হয়।  যেহেতু থার্মোমিটার কিভাবে তৈরী করতে হয় এবং এলসিডি ডিসপ্লে ব্যবহার করতে হয় দুটিই আমরা গতপর্ব গুলোতে শিখেছি। তাই আজকের পর্বটি আমাদের জন্য খুবই সহজ হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটি দেখে ফেলি।

আশা করছি আজকের পর্বটি আপনারা ভালো করে বুজতে পেরেছেন। তারপরও যদি কারো কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।

আমাদের ফেসবুক পেজ: নাবা টেক ওয়ার্ল্ড

আমাদের ইউটিউব চ্যানেল: Naba Tech World

আমাদের এই টিউটোরিয়াল সম্পর্কে আপনাদের যে কোন মতামত বা জিজ্ঞাসা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে এবং আপনার সামান্যতম উপকারও হয়ে থাকলে অামাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি নাদিমুল হক জুলাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রিলে অন হলে আরডুইনো হেং করে কেন? দয়া করে জানাবেন..