আসসালামু আলাইকুম সালাম আমার সব বন্ধুদের প্রতি সালাম ও আন্তরিক ভালোবাসা রইল হঠাৎ করে যদি আপনার মোবাইল ফোন বন্ধ হয়ে যায় তখন কি ভাবে রিপেয়ার করবেন
প্রথম চেক করে দেখব মোবাইল ফোনের সমস্যা না ব্যাটারির সমস্যা পাওয়ার সাপ্লাই অথবা অন্য একটি ব্যাটারি দিয়ে মোবাইলটি চেক করব যদি ব্যাটারি সমস্যা হয় তাহলে কিভাবে ব্যাটারি রিপেয়ারিং করব আসুন দেখে নেই প্রথমে আমরা এভোমিটার ডিসি 10v সিলেক্টর নব রেখে ব্যাটারি ভোল্ট চেক করব অনেক ব্যাটারি অনেক রকম ভোল্ট দেখাতে পারে যেমন 3v এর কম অথবা 3v এর বেশী, যদি 3v ভোল্ট এর নিচে ভোল্ট নেমে আসে তখন আমরা চেষ্টা করব অটো চার্জার দিয়ে চার্জ করার, চার্জ দেওয়ার পর যদি মোবাইল অন হয় তাহলে আর ব্যটারি খুলার প্রয়োজন নাই। চার্জ দেওয়ার পর যদি মোবাইল অন না হয়তখন ব্যাটারি কি ভাবে রিপেয়ারিং করব
হাজার হাজার ব্যাটারি একটু সমস্যার জন্য ফেলে দিতে হয়
আপনার মোবাইলে অরজিনিয়াল ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় দেখে নিন কি ভাবে রিপেয়ারিং করবেন আসুন একট ভিডিও দেখি
আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।