আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-৩৭] :: এবার অল্প খরচে নন কানেক্ট AC কারেন্ট টেস্টার বানিয়ে নিন আর রিস্ক ছাড়াই কারেন্ট ও তারের ফল্ট চেক করুন।

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট!

সবাই কেমন ? আজ আমি যেই টিউন উপহার দিব, আশা করি সকলের ভাল লাগবে। তবে যারা নতুন তাদের অনেক ভাল লাগবে। আজ আমি দেখাবো কিভাবে কারেন্টের সাথে না লাগিয়ে ২-৩ ইঞ্চি দুর থেকে কারেন্ট টেস্ট করা যায় এবং কিভাবে তারের ফল্ট বের করে তার মেরামত করা যায়। এটির মাধ্যমে আপনি তারের কাভারের উপর দিয়েও কারেন্ট চেক করতে পারবেন।

যাইহোক, যদি কেউ এই সার্কিটটি তৈরি করতে চান, তাহলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন:

  • ic1= CD4017 একটি।
  • 330 ওহমের রেজিস্ট্যান্স একটি।
  • যেকোন কালারের led একটি।
  • Antena হিসেবে ৩-৫ ইঞ্চি তার ব্যবহার করবেন।
  • সার্কিটটির পাওয়ার সাপ্লাই হিসেবে 9 ভোল্টের Alkaline ব্যাটারি।

এবার নিচের ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ দিন।

TTC Tunesভেরোবোডে আমার সংযোগ করা সার্কিটটি দেখুন:

TTC Tunes

এখন Antena তারকে AC কারেন্টের কাছে নিয়ে গেলে LED জ্বলা নেভা করবে। যদি না করে তাহলে বুঝতে হবে লাইনে কারেন্ট নেই। এই একই পদ্ধতি কাজে লাগিয়ে আপনি যেকোন তারের ফল্ট বেড় করতে পারবেন। এজন্য আপনাকে তারের এক প্রান্তে কারেন্ট প্রবেশ করিয়ে ওই তারের উপর দিয়ে Antena এর তার নিয়ে যেতে হবে। যতদুর পর্যন্ত LED জ্বলানেভা করবে ততদুর পর্যন্ত তার ঠিক আছে। যেখানে LED অফ হয়ে যাবে বুঝবেন সেখানেই ফল্ট আছে। এবার কারেন্ট থেকে তার খুলে ওই অংশের মাঝখানে কেটে দুই দিক থেকে ৫-৮ ইঞ্চি তার বাদ দিয়ে জোরা দিন। এবার দেখুন তারের ফল্ট সেরে গেছে।

সর্তকতাঃ

  • Antena তারকে কখনো করেন্টের সাথে ঠেকাবেন না বা সংযুক্ত করবেন না।

যদি বুঝতে সমস্যা হয় তাহলে ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !

বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন, সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847।
আর যদিকেউ কোন প্রজেক্ট কিনতে চান তাহলেও যোগাযোগ করতে পারবেন।

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Need 4 led level indicator circuit for home water tank with buzzer. Thanks

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।

    আমি চেষ্টা করবো। তবে হিসেব অনুযায়ী এখন পর্যন্ত আমি ৪০ টি চেইন টিউন করেছি, কিন্তু ৩৭ টি চেইন টিউনের তালিকাভুক্ত হয়েছে। বাকি ৩ টি টিউনকেও যেন তালিকাভুক্ত করা হয়। ধন্যবাদ

Level 0

ধন্যবাদ, সুন্দর টিউন।

apnar sob gulo post khub sundor vai

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।