সহজ ইলেকট্রনিক্স সার্কিট [পর্ব-০১] :: ওয়াটার লেভেল ইন্ডিকেটর (সবাই পারবেন, এর চেয়ে সহজ হয় না)

আসসালামু-আলাইকুম। আমি মোঃ তাজউদ্দিন চৌধুরী। ইলেকট্রনিক্স এর একজন ছাত্র। হয়ে যান সার্কিট মাস্টার। যাদের ইলেকট্রনিক্স সম্পর্কে আগ্রহ রয়েছে তাদের জন্য আমি একেবারে শুরু থেকে সহজ ভাষায় চেইন টিউন করছি। এবার নতুনরাও পারবেন ইলেকট্রনিক্স সার্কিট তৈরি করতে।

টেকটিউনসে অনেক জ্ঞানী টিউনার রয়েছেন। আমি শুধুমাত্র একজন ছাত্র। আমি জানি আমি নতুন কিছু করছি না, পুরাতন একটা জিনিসকেই আরো সহজ ভাবে উপস্থাপন করছি। অনেকে টিটি তে জটিল জটিল সার্কিট দেখে শুধু আফসোস করেন (আমিও করতাম আগে)। অনেকেই শুধু সার্কিট গুলো দেখেই মজা পেতেন কিন্তু তৈরি করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন। আমি তাদের জন্য সবচেয়ে সহজে সার্কিট তৈরি করার উপায় দেখাতেই টিউন করছি। সকলেই পারবেন, ইলেকট্রনিক্স সম্পর্কে নূন্যতম একটু ধারনা থাকলেই সম্ভব।

আজ আমি আপনাদের দেখাব কিভাবে খুব সহজে ওয়াটার লেভেল ইন্ডিকেটর বানানো যায়। নতুনরাও পারবেন। এটা আসলে নতুন কোনো কিছু নয়। এক ভাইয়ের অনুরোধে সহজ আকারে আমি বিষয়টি উপস্থাপন করছি। এই সার্কিটটি অনেক উপায়ে তৈরি করা যায়। আমার কাছে যেটা সহজ লেগেছে আমি সেটাই দেখাচ্ছি আপনাদের। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি।গুগলে সার্চ দিলে আপনারা অনেক সার্কিট খুজে পাবেন। আমি সহজ একটা পদ্ধতি উপস্থাপন করছি।

যে সার্কিট দিয়ে তৈরি করুন না কেন মূলতত্ত্ব প্রায় একই। মূলতত্ত্ব নিম্নে দেখুনঃ

অর্থাৎ এল.ই.ডি বা নির্দেশক বাতি দেখে আমরা ট্যাংকের পানির অবস্থান বুঝতে পারব। এল.ই.ডি এর স্থানে আমরা Buzzer লাগিয়ে দিলে আমরা এলার্ম শুনতে পাব। সার্কিট থেকে একটা পরিবাহী তার বা ধাতব পদার্থ পানির ট্যাংকির নির্দিষ্ট স্থানে লাগাতে হবে। ঐ পরিবহী বা তারে পানির স্পর্শ পেলেই নিদের্শক বাতি বা এলার্ম চালু হবে। আবার পানির স্পর্শ থেকে সরে গেলে বাতি বা এলার্ম বন্ধ হয়ে যাবে। তো চলুন দেখে আসি সার্কিটটি তৈরি করতে আমাদের কি কি লাগবেঃ

এই যন্ত্র গুলো খুবই সহজলভ্য আপনার নিকটস্থ ইলেকট্রনিক্স দোকানে পাবেন। দাম 30-40 টাকা। 5 ভোল্টের মোবাইল চার্জার দিয়েই সার্কিটটিতে পাওয়ার দেয়া যাবে। তো চলুন শুরু করি। তবে শুরু করার আগে আইসি, ক্যাপাসিটর ও ট্রানজিস্টর এর পিনগুলোর কনফিগারেশন জেনে নেই।

1. IC 555

2. Transistor BC 547 Pin Configuration:

3. Electrolitic Capacitor:

এবার যন্ত্রপাতি নিয়ে বসে পড়ুন। আমরা ধাপে ধাপে সার্কিটটি তৈরি করব। নিচের চিত্রগুলো সিরিয়াল অনুযায়ী দেখুন আর চিত্র অনুযায়ী কম্পোনেন্ট গুলো সংযোগ দিন।

Step1:

Step2:

Step3:

Step4:

Step5:

Step6:

Step7:

Step8:

কাজ শেষ। এবার ব্যাটারী বা 5 ভোল্টের চার্জার সংযোগ দিতে হবে। উল্লেখ্য যে, চার্জারের লাল তারটি প্লাস(+) এবং কালো তারটি গ্রাউন্ড বা (-)

ট্রানজিস্টরের বেজ থেকে একটি তার জোড়া দিয়ে পানির ট্যাংকির নির্দিষ্ট স্থানে সেট করে দিতে হবে। পানি দ্বারা তারের ভেতরের তামা স্পর্শ হলেই এল.ই.ডি জ্বলে উঠবে।
এভাবে আমরা কয়েকটি সার্কিট থেকে প্রাপ্ত তার ট্যাংকের বিভিন্ন স্থানে রাখব। তাহলে পানি কোন উচ্চতায় আছে তা আমরা বাল্বের আলো দেখে বুঝতে পারব।

আমি আবারো বলছি যে এর থেকে সহজ উপায় অনেকের জানা আছে। আমি শুধু তাদের জন্যই টিউন করছি যাদের আইডিয়া খুবই কম আমার মত। আশা করি এবার সার্কিট তৈরিতে কেউ ব্যর্থ হবেন না।

ধন্যবাদ সবাইকে। আজ আর নয়। কোনো প্রশ্ন থাকলে টিউমেন্ট বক্সে জানান। আর আমার আরেকটি চেইন টিউন রয়েছে “বেসিক ইলেকট্রনিক্স” নামে সময় পেলে একটু দেখে আসতে পারেন।

https://www.techtunes.io/chain-tunes/basic-electronics

সবাই ভালো থাকবেন। আল্লাহ্‌ হাফেজ।

Level 2

আমি মোঃ তাজউদ্দিন চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ৫ -৬ তলা থেকে তার টেনে ব্যবহার করাটা ঝামেলা। ওয়্যালেস কিছু থাকলে শেয়ার করেন।

    ধন্যবাদ আবু সাঈদ ভাই কমেন্টের জন্য। ওয়্যারলেস বলতে ব্লুটুথ কিংবা ওয়াইফাই আমরা ব্যবহার করতে পারি। তবে সেটা বেশ ব্যয়বহুল হতে পারে। আপনার আইডিয়াটা আমার ভালো লেগেছে। আমি বিষয়টা শিখে টিউনের মাধ্যমে পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করব।ভালো থাকবেন। আসসালামু-আলাইকুম।

ধন্যবাদ। ৩ টা LED ও ১টা buzzer কিভাবে সেট করব? এখানে ১টা LED দেখানো হয়েছে।

    আপনি মোট 4 টা সার্কিট তৈরি করবেন। প্রথম তিনটা তে এল.ই.ডি ও একটাতে Buzzer দিবেন। শুধুমাত্র led এর স্থানে Buzzer এর দুই পিন লাগিয়ে দিলেই হবে।

      Diagram dile easily bujte partam………………..:)

        ৮ নম্বর ধাপটাতে যে ছবি টা আছে সেটাই সার্কিট ডায়াগ্রাম। আপনি গুগলে সার্চ দিলেও এই একই সার্কিট ডায়াগ্রাম পেতে পারেন। আমি সহজ করে আমার মত করে ডায়াগ্রাম দিয়েছি যাতে সকলের বুঝতে সুবিধা হয়।

আমার কাছে সবচেয়ে সুন্দর টিউন মনে হয়েছে । ধন্যবাদ

তারের দূরুত্ব বেশি হলে signal পাবে?