
সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম, আশা করি সবাই ভালই আছেন।আমি আবরার অন্তর। দুঃখিত আমার পরীক্ষা চলার কারনে আমি কোন টিউন করতে পারিনি। আজ আমি কিছু লিখব না। 😛 লাস্ট টিউন এ আমি বলেছিলাম অনলাইনে কোর্সের কথা। যাদের আগ্রহ ছিল তারা অনেকে কোর্সে যোগ দিয়েছেন। আজ সেই কোর্সেরই একটা ক্লাস এর রেকর্ড করা ভিডিও দিচ্ছি।
[Video source: Skype Online Course. Class No. 10]
লজিক গেট বিশেষ ধরণের ইলেকট্রনিক সার্কিট যার এক বা একাধিক ইনপুট থাকে ও কেলমাত্র একটি আউটপুট থাকে এবং ইনপুটসমূহের লজিক অবস্থার উপর ভিত্তি করে আউটপুট প্রদান করে। লজিক গেটসমূহ লজিক হাই ‘1’ এবং লজিক লো ‘0’ এই দুটি বাইনারী লজিক নিয়ে কাজ করে।

উপরের গেট গুলোর বিভিন্ন প্রকারের IC পাওয়া যায়। কিন্তু আমি আজ সিখাব কিভাবে উক্ত গেট গুলো মাইক্রোকন্ট্রোলার দিয়ে বানানো যায় তার সিম্পল সার্কিট এবং কোডিং। ডিজিটাল ইলেক্ট্রনিক্সে লজিক গেট এর ভুমিকা অপরিসীম।
ভিডিওটিতে বাংলায় দেখানো হয়েছে AND gate, OR gate, NOT gate.
আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাও যদি কেও কোন কথা না বুঝে থাকেন তাহলে নিচে টিউমেন্ট করতে পারেন।
আপনাদের যদি আমার লেখা ভাল লাগে অবশ্যই টিউমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার টিউনস প্রিয় টিউনস এ যুক্ত করবেন।
আমি আবরার অন্তর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।