প্রিন্টার রিসেট/ ফ্লাশ পড়া সংক্রান্ত সমস্যার সমাধান

এপসন প্রিন্টার ব্যবহারকারীদের জন্য

এপসন প্রিন্টার ব্যবহারকারীরা প্রায়ই একটা সমস্যার সম্মুখীন হন (আমি নিজে অনেক কয়েকবার হয়েছি) সেটা হল প্রিন্টার অন করার পর প্রিন্টর কোন ভাবেই Response করে না। সার্ভিসিং-এ নিয়ে গেলে বলে ফ্লাশ পড়ে গেছে। ২০০ টাকা লাগবে। তারপর ২ মিনিট সার্ভিসিং শেষে বলে হয়ে গেছে। এই ২ মিনিটে যে কে কত ২০০ টাকা দিয়েছেন তার ঠিক নেই, তবে আমি দিয়েছি বেশ কয়েকবার !!
আর যারা এখনও দেন আশা করি আর তাদের দিতে হবে না, ইনশাআল্লাহ্।

এই ২ মিনিটে তারা একটা সফটওয়্যার দিয়ে শুধু প্রিন্টারটা রিসেট করে দেয়। সফটওয়্যারটা নামিয়ে নিন এখান থেকে।

এই সফটওয়্যারটি দিয়ে আপনারা Epson stylus T13 এবং Epson ME 32 এই দুইটি মডেলের প্রিন্টার রিসেট করতে পারবেন।

এবার চিত্রের মত Adjust করে নিন।

            

১ম চিত্রের ২য় অংশে আপনার প্রিন্টারের মডেল, ভাষা, পোর্ট ইত্যাদি অংশগুলো ঠিক করে নিন। পোর্টটা Auto Selection রাখবেন।

২য় চিত্রের ৩য় অংশে Particular Adjust Mode এ waste ink pad counter সিলেক্ট করে নিবেন। আর ৩য় চিত্রে Main Pad Counter এবং FL Box Counter এ টিক দিয়ে নিবেন।

 

আশা করি এতে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।

টিউনের বিষয়বস্তু অনুযায়ী আর লেখার কিছু নেই কিন্তু কি করব? টিটির নিয়ম অনুযায়ী ২০০ শব্দ তো হতে হবে। যাই হোক আর বেশি lecture দিচ্ছি না। সবাইকে আবার ও ধন্যবাদ।

Level 0

আমি আবু রায়হান জিহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Make love to all. Share life, give blood.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Canon 2772 প্রিন্টার এর ফ্লাশ করার উপায় থাকলে জানাতে পারেন।

Level 0

ট্রাই করে দেখতে পারেন…………..
আশা করি কাজ হবে।
http://driverssupports.com/2014/06/how-to-reset-canon-ip2770-with-service-tool-v3400.html

ধন্যবাদ ভাই

    Level 0

    স্বাগতম রাজিব ভাই।