Arduino-র জন্য IR receiver sensor বানিয়ে ফেলুন [পর্ব-০১] :: Arduino শিক্ষক (A-Z projects)

সবাইকে সালাম জানিয়ে আমি আজকের টিউন শুরু করছি।

IR receiver sensor কি ?

IR (Infrared/অবলোহিত)  light হল অদৃশ্য আলোক শক্তি। Ir sensor হল এমন একটি সেন্সর যার মধ্যে এই Ir রশ্মি পরলে এটি তা detect করতে পারে এবং তার signal গুলো বুঝতে পারে। Ir light     Tv, AC, music player ইত্যাদির remote-এ থাকে  এবং IR sensor tv,ac ইত্যাদি-তে সরাসরি যুক্ত থাকে।

এই টিউন-এ  Tv remote কাজে লাগিয়ে কিভাবে কোন device কনট্রোল করা যায় তা শিখাব।

 

এই কাজে আমাদের যা যা লাগবেঃ

১. অবশ্যই Arduino board লাগবে,

২. Ir receiver sensor...

৩. Tv অথবা অন্য কোন যন্ত্রের remote যার মধ্যে ir light আছে।

4. LED lights

5. jumper wire

7. arduino IDE software এবং IR sensor এর arduino library.

 

 

এবার কাজ শুরু করা যাক,

প্রথমে আমার Tutorial ভিডিও টা দেখে নিন,

 

এবার step by step follow করুন,

১. arduino board টি computer এর সাথে সংযুক্ত করুন,

২. এই লিংক থেকে ir remote master library টি download করুন এবং extract করে arduino IDE folder-এ past করুণ,

৩.  জিপ ফাইলটি-তে right button click করে extract here select করুণ  ।

৪. এইবার  arduino IDE open করে file>examples>IR_remote_Sensor_walidmafuj code টি open করে  upload করুণ।

৫. serial monitor open করুন, এইবার remote এর যেকোনো একটি button press করুণ, serial monitor এ একটি code দেখতে পাবেন, ঐ code টি  ২০নং লাইন এর   ==এর পর যে code টি আছে তার সাথে replace করে দিন।

 

২০ নং লাইন এর       if(results.value==3772803223)  under line করা স্থানে আপনার code টি বসাবেন। এর পর code টি আবার upload করবেন।

৫. IR sensor (pin - 11, 5v, grnd), led light(pin- 2, grnd) arduino-র সাথে সংযুক্ত করুণ।

৬. এবার remote এর ঐ button টি press করলেই led on/off হবে।

এইবার test করুণ আর আপনার অন্য সব remote control, project এ ir sensor use করুণ।

 

 

 

 

YT Channel: http://www.youtube.com/walidmafuj

http://www.Facebook.com/walid.mafuj

http://www.Techtunes.com.bd/tuner/walidmafuj

http://www.plus.google.com/+WalidMafuj

http://www.Instructables.com/member/WalidM/

 

 

 

 

Level 2

আমি ওয়ালিদ মাহফুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস