পিসিবি তৈরীতে ফেরিক ক্লোরাইড সমস্যার সমাধান

আসসালামু আলাইকুম

আমি টেকটিউনে নতুন।এটা আমার প্রথম টিউন।আশা করি ভূল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমরা যারা ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ছাত্র এবং হবিষ্ট আছি তাদের প্রায় সবারই একটা কমন সমস্যা হল ফেরিক ক্লোরাইড। বাংলাদেশে এই জিনিসটা পাওয়া যায়না বললেই চলে।ঢাকায় পাওয়া যায় তাও বেশ কষ্টকর। আমি পুরা স্টেডিয়াম মার্কেট ঘুরেও পাই নাই।

পিসিবি তৈরি করার কতগুলো সিস্টেম হল,

   PCB etchant কিন্তু আমাদের এই ডিজিটাল বাংলাদেশে উপরের একটা জিনিসও সহজে পাওয় যায় না।

গত কয়েকদিন ঘাটাঘাটি করে আমি একটা সহজ পদ্ধতি আবিষ্কার করেছি,ঠিক আবিষ্কার কিনা জানিনা, আমি কোথাও এই ব্যাপারে কিছু পাইনাই।

সেটা হল লেবু, লবন আর হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে

কিভাবে কি করতে হবে সে বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি। ভিডিওটি দেখতে  এখানে ক্লিক করুন

আমি অনেকপ্রকার অনুপাত নিয়ে টেস্ট করেছি।তার মধ্যে বেস্ট হল সমান অনুপাত হাইড্রোজেন পারক্সাইড ও লেবুর রস আর অর্ধেক অনুপাত লবন।

এই অনুপাতে লেবু ভেদে ১৫ থেকে ৩০ মিনিটে কাজ হবে।লবন ছাড়াও কাজ হবে তবে  ৩/৪ ঘণ্টা সময় লাগবে।

প্রথমে বিক্রিয়া শুরু হতে একটু সময় নেয়।মিশ্রণ গরম হয়ে গেলে তাড়াতাড়ি হবে।

simple and easiest way to etch pcb (no special chemical need)

এই পদ্ধতির সুবিধা

  • হাইড্রোজেন পারঅএক্সাইড একটা সহজলভ্য রাসায়নিক।এটা বাংলাদেশের সব যায়গায়ই পাওয়া যায়, যেকোন ফার্মেসিতে পাবেন,দাম ২২টাকা।
  • এই পদ্ধতি বিপদজনক না।খালি হাতে কাজ করা যাবে। তবে হাতে হালকা জালাপোড়া করতে পারে।

 

আমি নতুন তাই ভুল হলে ক্ষমাকরবেন

টিউনটি ভালো লাগলে  টিউমেন্টে জানাবেন।

Level New

আমি তানভীর হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারণ আবিষ্কার , কিন্তু ফেরিক ক্লোরাইড এর দামও কম এবং এইটা পাটুয়াতুলি আথবা হাটখোলা পাওয়া যায় ।

পোস্ট প্রিয়তে