555 Timer IC: প্রোজেক্ট:: ২ :: টিউন করা যায় এমন অ্যালার্ম

আসসালামু আলাইকুম,

কেমন আছো সবাই অথবা আছেন আপনারা? আমি এক ছাত্র, সকল বিষয়ের ছাত্র, বলার মতো আমার কিছুই নাই।

নতুনদের জন্য এই টিউনে নতুনদের স্বাগতম ও সালাম, পুরাতনদের তো অবশ্যই। লেখালেখিটা সবার জন্যই করতে চেষ্টা করি।

ভুল ত্রটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।

ইলেকট্রনিক্স নিয়ে আমার সাত বছর বয়স থেকে আগ্রহ, সেই থেকে বিভিন্ন সার্কিট ও সিস্টেম বানানোর চেস্টা করে যাচ্ছি।

 


এখন আমার মজার সার্কিটটি তোমাদের দেবো।

এটা ৭ রকমের সাইরেন দিতে পারে।

কেবল পটটি ঘুরিয়ে ইচ্ছে মত ফাইন টিউন করেতে হবে। 

(ঘোরাতে স্ক্রু ড্রাইভার ইউজ করো)

পট



পটের পিছের দুই পিন একসাথে অথবা কেবল একটি সংযোগ দিতে হবে। সামনের একটা পিন পজিটিভে দিতে হবে। 



এটা বানানোর জন্য তোমাদের লাগবে,

  • ৫৫৫ টাইমার আইসি
  • ৫ ভোল্ট সাপ্লাই
  • ১ কিলো ওহম পট (পটেনশিওমিটার)
  • ক্যাপাসিটর 2uF
  • ক্যাপাসিটর 4uF
  • সুইচ
  • স্পিকার বা বাযার

এখন ডায়াগ্রাম দেখো,

 

আমার ব্লগ

যদি কোনরুপ সমস্যা হয়, তবে টিউমেন্ট করবেন।

আমার ব্লগ

আর্জেন্ট যোগাযোগে ফেসবুক আছে আমার।

আমার অন্য সাইট জিআর+

আমার ফেসবুক পেজ 

আমার আর কিছু বলার নেই, তবু ও লিখতে হচ্ছে কারন দুই শত সব্দ না তৈরি করলে আমাকে টেকটিউনস টিউন পাবলিশ করতে দেবে না।

সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি,

আল্লাহ হাফেজ।

সৌজন্যেঃ গ্রিন রেঞ্জার্স প্লাস বাংলাদেশ কোম্পানি আনলিমিটেড

আসছে বেঞ্চি! ছাত্রদের সামাজিক মিডিয়া! জিআর+ এই হচ্ছে ডেভেলাপ!

Level 0

আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস