
আসসালামু আলাইকুম,আমি আবরার অন্তর, আশা করি সবাই ভালই আছেন। আমি আপনাদের আজ কিছুই সিখাব না। আপনাদের দয়া করে মনোযোগ দিয়ে একটু টিউনটি পড়ুন।
বাংলায় ইলেক্ট্রনিক্স, Microcontroller Programming নিয়ে একটি ব্লগ সাইট যেখানে আপনি বেসিক থেকে ইলেক্ট্রনিক্স এবং প্রোগ্রামিং শিখতে পারবেন এমন কোন সাইট হলে কামন হয়???
আমি শুধু ইলেক্ট্রনিক্স প্রিয় মানুষদের জন্য নিয়ে এলাম ঠিক এমন একটি সাইট...। যেখানে আপনারা শিখতে পারবেন শিখাতে পারবেন এবং আপনাদের সেরা প্রোজেক্ট গুলো সবার সাথে শেয়ার করতে পারবেন। আশা করি এই উদ্দেগে আপনারা আমার পাশে থাকবেন।
আমরা অনেকই আছি যারা নিজের ভাষায় অন্যকে শিখাতে চাচ্ছি। কিন্তু এখনও পর্যন্ত কোন ব্লগ সাইট নাই যেখানে শুধু Microcontroller নিয়ে বাংলাতে আপনি শিখাতে পারেন। আপনার জন্যই আমাদের এই ছোট্ট উদ্দেগ সবার মাঝে জ্ঞান বিস্তার করা। এখানে শুধু মাত্র Microcontroller নিয়ে বাংলাতে টিউন করা হবে এবং আপনিও এখানে টিউন করতে পারবেন।
কি কি বিষয় নিয়ে টিউন করতে পারবেন??
আমি সবাই কে অনুরধ করবো ইলেক্ট্রনিক্স এর সকল প্রকার টিউন/প্রোজেক্ট Bangla-Microcontroller এ আমাদের সাথে টিউন করে সবার মাঝে ছড়িয়ে দিতে।
আমাদের Facebook Fan Page: Bangla Microcontroller
অথবা, সরাসরি admin এর সাথে কথা বলতে পারেনঃ আবরার অন্তর
অথবা, আমাদের Email: [email protected]
সবাই ভালো থাকুন। জ্ঞান এর সন্ধানে নিজেকে নিয়জিত রাখুন।
Sharing is caring. Share knowledge is not a fault...!
আমি আবরার অন্তর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চালিয়ে যান আমরা আছি আপনার পাশে