আপনার পিসি কে WiFi হটস্পট করতে চান ? এদিকে আসুন (আপডেটেড)

আগের পোস্ট এ বলেছিলাম কিভাবে ল্যাপটপ কে WiFi Hotspot করে সেই ইন্টারনেট আপনার স্মার্ট ফোন , ট্যাব বা অন্য WiFi রিসিভেবল ডিভাইস এ ইউজ করবেন 🙂 যারা মিস করেছেন তাদের জন্য আরেকবার বলছি, ল্যাপটপ এ Built in WiFi adapter / Lan Card থাকে । তাই কিছু সফটওয়্যার আছে সেগুলো ইন্সটল করে সহজেই ল্যাপটপ এর ইন্টারনেট কে WiFi করে ফেলা যায়।

সফটওয়্যার গুলার নামঃ Mhotspot, mypublic wifi, miwifi , virutual wifi etc

কিন্তু এই সফটওয়্যার দিয়ে সব সময়ে ভাল স্পিড পাওয়া নাও পেতে পারেন , সফটওয়্যার এর বাগ থাকলে আপনার পিসি তে ভাইরাস ঢুকতে পারে কিংবা বার বার Dissconnect হয়। তাই আমি ল্যাপটপ ইউজারদের কে সাজেস্ত করব নিচের পিসির জন্য যে পদ্দতিটা এখন বলব সেটা এপ্লাই করতে। 🙂

কিন্তু যারা পিসি ইউজার তারা চাইলেই এই সফটওয়্যার দিয়ে তাদের পিসি কে WiFi Hotspot করতে পারবেন না। কারন পিসি তে Lan Card / Built in WiFi adapter থাকে না। তাই বলে কি WiFi ইউজ করবেন না পিসি ইউজাররা ??

হ্যাঁ অবশ্যই WiFi Hotspot করবেন কিন্তু তার জন্য আপনাকে ১টা ডিভাইস কিনতে হবে যার দাম ৫০০-৬০০ টাকা । সেই ডিভাইসটি আপনার পিসি তে LAN CARD হিসাবে কাজ করবে। ফলে আপনি মাত্র ৫০০ টাকার মধ্যে পুরো পিসি কে WiFi হটস্পট করে ফেলতে পারছেন এমন কি আপনার পুরো বাসাকে। জাস্ট USB PORT এ লাগাবেন Pendrive এর মত । Range: 1000 scrft পর্যন্ত। একসাথে ৩০ টা ডিভাইস ইউজ করা সম্ভব।

দেখুন কি কি করতে পারবেন এরকম ১ টি ডিভাইসের সাহায্যেঃ 

১। পিসির যেকোন ইন্টারনেট কে WiFi hotspot করে সেটা আপনার মোবাইল / ট্যাব / ল্যাপটপ এ ইউজ করতে পারবেন।

২। আপনার মোবাইল এ ইন্টারনেট থাকলে সেটা WiFi করে / আশে পাশে WiFi থাকলে সেটা পিসি তে রিসিভ করতে পারবেন।

৩। ফাইল ট্র্যান্সফার করতে পারবেন পিসি টু মোবাইল / মোবাইল টু পিসি , SHARE IT ইউজ করতে পারবেন পিসিতেই।

এখন জিজ্ঞাসা করতেই পারেন কোথায় পাবেন এরকম ১ টি ডিভাইস?? 

আপনি সহজেই অনলাইনে পেতে পারেন এরকম ডিভাইস। আপনি ওয়ার্ল্ড এর ৩য় ফোন কোম্পানি Xiaomi এর নাম শুনে থাকবেন। তাদের এরকম ১ টি ডিভাইস আছে যেটা আমি নিজেও ইউজ করছি। এটা খুব ই জনপ্রিয় এখন। দাম মাত্র ৫০০ টাকা। আপনি চাইলে এটা কিনতে পারেন। এটার সাহায্যে উপরের ৩টি কাজ ই করতে পারবেন। আর এই ব্র্যান্ড এর প্রোডাক্ট এর আলাদা সুনাম আছে, কাজেও তেমন।

আপনাদের সুবিধার্থে কোথায় পাবেন তা বলে দিলাম, অনলাইনে অর্ডার করলে Cash On delivery সিস্টেম এ ওরা বাসাতে দিয়ে যায়

কিনতে চাইলে এই লিঙ্ক এ যান: ক্লিক করুন

অথবা এই লিঙ্ক এঃ ক্লিক করুন

ছবি দেখুনঃ 

অনেক দারুন না জিনিসটা ?? আমি আমার পিসি এবং ল্যাপটপ ২ টা তেই ইউজ করছি । সবাই ভাল থাকবেন । বিদায়।

Level 2

আমি খোকন আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Sunsi 300ft till Cover koray. tylay ki computer er shatay basoy e wifi use kotay hobay? na Aktu Duray Jatay Parbo.?Ami Monay Koray Antena Soho Guli 1500 Diya Kinlay Onek Valo.

এটা একটু XIOMI এর দালালি হয়ে গেল না? প্রসেস না বলে শুধু ডিভাইসটির প্রশংসাই করে গেলেন! হায়রে!

    @বিজিত দে: ভাল জিনিসের একটু প্রশংসা বেশি ই করতে হয়। আসলে প্রোডাক্ট টা আমার এত পছন্দ হয়েছে আর এত কাজের জিনিস তাই আর কি 🙂

ধন্যবাদ

এটা একটু XIOMI এর দালালি হয়ে গেল না?????

    @ইলিয়াছ আহমেদ: ভাল জিনিসের একটু প্রশংসা বেশি ই করতে হয়। আসলে প্রোডাক্ট টা আমার এত পছন্দ হয়েছে আর এত কাজের জিনিস তাই আর কি 🙂 😛 😀

UC browser latest download করেলই হয়

তাহলে পোষ্ট এর নাম XIOMI এর নামেই দিতেন| যেমন দেখে যান XIOMI এডাপ্টার|খুবই ভালো| আমি ব্যবহার করছি আপনিও করুন|

আজাইরা………………………ধুর মিয়া

আপনি একটু বুদ্ধি খাটিয়ে টেকটিউনের চোখে ধোকা দিয়ে এডভাইস করেছেন ।
আপনার (বাটপারি) বুদ্ধির প্রশংসা ।

সম্পূর্ন দালালী