ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-৪৫] :: বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা যে সখল এলাকায় এখন ও বিদ্যুৎ যায়নি তাদের জন্য।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আসসালামু আলাইকুম

আশা করি আমার সকল বন্ধুরা ভালোই আছেন আমিও

আপনাদের দোয়ায় ভালো আছি আজ আপনাদের কে

এমন একটি সার্কিট দেখাব যা হয়ত কমবেশি সকলেরই

কাজে লাগবে। বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ এর যে সমস্যা

কবে ভাল হবে আল্লাহই ভালো জানেন। এর জন্য বর্তমানে

বাজারে বিভিন্ন কোম্পানি সৌর বিদ্যুতের ব্যবসা জমজমাট

ভাবে চালিয়ে যাচ্ছে। আপনি হয়তো জানেন না কোম্পানি

একটি সৌর বিদ্যুৎ বাসায় সেট করে দিয়ে কি পরিমান টাকা বেশি নিয়ে যাচ্ছে

আপনি যদি নিজের হাতে সৌর বিদ্যুৎ সেটিং করে নিতে পারেন তাহলে প্রায় অর্ধেকের চেয়েও

বেশি টাকা আপনার বেঁচে যাবে। আসুন তাহলে দেখি সৌরবিদ্যুৎ কিভাবে নিজের হাতে সেটিং করব

এখানে কন্ট্রোল বক্স যদি আপনার হাতে তৈয়ার করে নিতে পারেন

তাহলে আরো খরচ কমে যাবে,

প্রথমে আপনাকে একটি প্যানেল কিনতে হবে বাজারে বিভিন্ন ওয়াট প্যানেল কিনতে পাওয়া যায়।

অনেকেই হয়ত প্যানেল কিতাকে চেনেন না তাই আসুন কয়েকটি প্যানেল ছবি দেখি,

এগুলো হলো সোলার পেনেল যা নাকি সূর্যের আলো থেকে বিদ্যুৎ গ্রহণ করে কন্ট্রোল বক্স হয়ে আপনার ব্যাটারি প্রয়োজন

অনুযায়ী ভোল্ট সরবরাহ করে থাকে। সোলার প্যানেল এর কাজ হল শুধু আপনার বেটারী টি চার্জ করার জন্য।

কন্ট্রোল বক্সের কাজ হল সূর্যের আলো থেকে সোলার প্যানেল এর মাধ্যমে যে ভোল্ট উৎপাদন হবে

কন্ট্রোল বক্স এর মাধ্যমে আপনার ব্যাটারির ভোল্ট এবং এম্পিয়ার অনুযায়ী ব্যাটারির ভোল্ট সরবরাহ করা এর কাজ

আপনি যখনই ব্যাটারি থেকে বাল্ব অথবা ছোট পাখা যা কিছুই চালাবেন তখন আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে

আপনার ব্যাটারি ভোল্টের সাথে যেন মিল থাকে, যেমন আপনার ব্যাটারি যদি 12V হয় তাহলে আপনার কে

পাখা অথবা বাল্ব 12V কিনতে হবে। সোলার প্যানেল মন জায়গায় সেট করবেন যাতে করে সারা দিন

প্যানেলের ওপর যেন সূর্যের আলো পরে যদি পারেন এমন একটি লোহার পাইপ দিয়ে ষ্টেন তৈয়ার করে নিবেন

যদি মনে করেন আরো কম খরচে প্যানেল টি সেটিং করবেন তাও পারবেন আপনার ঘরের চালের উপর সেটিং করতে পারবেন

এভাবে ও সেট করতে পারেন শুধু লক্ষ্য রাখবেন প্যানেলের ওপর যেন সারাদিন সূর্যের আলো পরে।

বাজারে এখন সৌরবিদ্যুতে অনেক সুন্দর সুন্দর LED দিয়ে তৈয়ার করা বিভিন্ন ডিজাইনের বাতি কিনতে পাওয়া যায়

এই বাতি গুলি অবশ্য আলোর জন্য নয় ঘর সাজানোর জন্য অথবা কোন অনুষ্ঠানে সৌন্দর্যের জন্য জ্বালানো হয়।

220v বিদ্যুৎ এর  যে চার ফুট দুই  ফুট টিউব লাইট, একই ডিজাইনের LED বাতি দিয়ে তৈয়ার করা সৌর বিদ্যুৎ জন্য বাতি

এখন বাজারে কিনতে পাওয়া যায়। তা ছাড়া আরো অনেক সুন্দর বাল্ব কিনতে পাওয়া যায়

যদিও বাতিটি দেখতে ছোট কিন্তু পাথর বাল্ব দিয়ে তৈয়ার করা অনেক উজ্জ্বল আলো, এনার্জি বাতির মত সাদা আলো হয়।

যদি আপনি 6V ব্যাটারি দিয়ে তৈয়ার করতে চান তাহলে আপনাকে প্যানেল কিনতে হবে

5W বাজারে খুচরা মূল্য প্রতি ওয়াট 85টাকা যেমন= 5x85=425 টাকা

5W পেনেল দিয়ে 6V 4.8A বেটারী চার্য করতে পারবেন।

10W বাজারে খুচরা মূল্য প্রতি ওয়াট 75 টাকা যেমন= 10x75=750 টাকা

10W পেনেল দিয়ে 12v 7.5A বেটারী চার্য করতে পারবেন।

20W বাজারে খুচরা মূল্য প্রতি ওয়াট 65 টাকা যেমন=20x65=1300 টাকা

20W পেনেল দিয়ে 12V 20A  বেটারী চার্য করতে পারবেন।

এবারে আসুন কন্ট্রোল বক্স আপনি ইচ্ছে করলে নিজের হাতে তৈয়ার

করতে পারে তা হলে খরচ অনেক কম হবে আসুন কন্ট্রোল বক্স এর

সার্কিট ডায়গ্রাম টি দেখি কি ভাবে তৈয়ার করব=

12V বেটারী সবাই হয়ত দেখেছেন তার পরেও ছবিটি দিলাম

নিজের হাতে সৌরবিদ্যুৎ তৈয়ার করুন অল্প খরচে

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 1

vi zd ki and r1 o r2 je khane jukto hoice oi khane ki dibo?

    @Habib80: ZD হল যিনার ডায়ড R1 R2 যেখানে যুক্ত হয়ছে এখানে BC548 ট্রান্জেষ্টর লাগাবেন । ভাল থাকেন।

MOSFAT use korsen ki? thanks.

আসলেই আপনি ইলেক্ট্রিকাল বস্

Level 0

আমার বাড়িতে বিদ্যুৎ আছে। তবে লোডশেডিং গরমে খুব বেশি হয়। যদি সম্ভব হয় তবে এমন কিছু শেয়ার করুন যা দিয়ে দীর্ঘক্ষন ছোট ফ্যন ও বাতি জলবে। বাজেট TK.1000

    @mamun17287: দীর্ঘক্ষন ছোট ফ্যান ও বাতি জ্বালাতে চাইলে বাজেট কিছুটা বাড়াতে হবে কারণ ভাল মানের ব্যাটারী কিনতে হবে ধন্যবাদ

অনেক সুন্দর হয়েছে @ ধন্যবাদ

Level 0

আশাকরি নিরাশ করবেন না। পরবর্তী টিউনের অপেক্ষায় থাকলাম। আল্লাহ আপনাকে আমাদের মাঝে এই টেকটিউন্স এ আপনার জ্ঞানের সাগর থেকে জ্ঞান দানের জন্য হায়াতে তাইয়োবা দান করুন। আমিন

    @mamun17287: মহান দয়ালো আল্লাহ আপনার দোয়া যেন কবুল করেন,আমি হয়ত একদিন থাকব না কিন্তু যে কত দিন অস্থায়ি পৃথিবীতে থাকি আপনাদের দোয়া এবং ভালবাসা বুকে নিয়ে যেন থাকতে পারি।

Soto mini fan cholbe koto wat er panel,battery lagbe’cholbe 24 hours,r ekti kotha 5 wat er panel diye ki ups er battery charge kora jabe,5 wat er panel e sarkit toiri te khoros porbe koto,please reply me

    @ওবায়দুর রহমান: আপনি ছুট পাখার জন্য 10W বাজারে খুচরা মূল্য প্রতি ওয়াট 75 টাকা 10W পেনেল দিয়ে 12v 7.5A বেটারী চার্য করতে পারবেন। এটি নিতে পারেন।

সুন্দর টিউন

পুরাই বস্ 😀

ভক্ত হয়ে গেলাম। চেষ্টা করব তবে এখন না……….প্রিয়তে রাখলাম

vai diagram a R1, R2 etc na dia mangula dile amar jonno valo hoto.
Sudhu diagram copy kotam.

Level 0

সুন্দর এবং কাজের টিউন উপহার দেয়ার জন্য সেন্টু ভাইকে আন্তরিক ধন্যবাদ। মানুষের মেধা আসলে মানুষেরই কাজে লাগে, সেন্টু ভাই প্রমাণ করলেন।

    @Shahin575: আমার জন্য প্রানভরে দোয়া করবেন আরো অনেক কিছু বিষয় নিয়ে টিউনস করতাম কিন্তু দুঃখের বিষয় সব সময় ইন্টারনেটে দেখি আমার টিউনস গুলি কপি করে নিজের নামে চালিয়ে যাচ্ছে এ জন্যই অনেক সময় টিউনস করতে ইচ্ছে করে না ।

Level New

দারুন! ভাই যদি ১২ ভোল্টের বেশী এম্পিয়ারের ব্যাটারী চার্য করতে চাই তাহলে কি করতে হবে দয়া করে বিস্তারিত জানাবেন।

    @Iqbal Ahmed: 12v ভোল্টের বেশী এম্পিয়ারের ব্যাটারী বলতে কথ এম্পিয়ার তা বলেন নাই

কিছুদিন আগে আপনার প্রতিটা পোষ্ট পড়েছি। অনেক কিছু জানতে পেরেছি ইলেক্ট্রনিক সম্পর্কে। আসলে টিটিতে অন্যদের থেকে ব্যাতিক্রম একমাত্র আপনি। কিন্তু,চালিয়ে যাবেন ভাই

ভক্ত হয়ে গেলাম। চেষ্টা করব তবে এখন না……….প্রিয়তে রাখলাম

Vcc, Vdd, Vee, Vss এগুলোর অর্থ কী? বললে উপকৃত হতাম।

আপনার টিউনগুলো আমার খুবি ভাল লাগে কিন্তু তৈরি করতে পারিনা ।ধন্যবাদ ।

দেখলে খুব লোভ হয় কিন্তু বানাতে পারি না। ধন্যবাদ আপনার সুন্দর আডিয়ার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Very interesting

আমার বাসাই বিদ্যুৎ আছে। বিদ্যুৎ এর সাহাজ্জে কি ভাবে ব্যাটারি চার্জ করে তা থেকে ফ্যান ও লাইট চালান যাবে। এ বিষয়ে দয়া করে টিউন করেন । বাজেট বাপার না।

    @হাবিবুর রহমান: আপনি যে সার্কিটটির কথা বলেছেন বেশ কিছু দিন আগে এই টিউনসটি করেছি একটুক কষ্ট করে খুজে দেখুন ধন্যবাদ।

Level 2

অসংখ্য অসংখ্য ধন্যবাদ । অনেক দিন দরে খুজতে ছিলাম ।

Level 2

pink color er device ti ki bebhar korechen . please.

Level 0

আপনি তো ওয়াও

এত বড় পোস্ট করার জন্য আপনার অনেক কষ্ট করতে হয়েছে।
আর পোস্টটা খুব গুরুত্বপূর্ণ। তাই অশেষ ধন্যবাদ।

    @জাহিদুর রহমান: এত বড় পোষ্ট করাতে আমার কোন কষ্ট মনে হয়না কিন্তু যখনি দেখি বিভিন্ন ওয়েভ সাইটে আমার পোষ্ট গুলি নিজের নামে চালিয়ে যাচ্ছ তখনি মনে বড় কষ্ট পাই। ধন্যবাদ আপনাকে

vai long time kono choto motor er fan (high speed motor) chalano jay na gorom hoy jay…..12 volt er high speed motor 12 volt bettry diye chalale motor gorom hoe jay ……….koydin por motor r kaj kore na……….next time choto fan long time chalanor jonno tune chai

চেষ্টা করব ধন্যবাদ

Level New

চমৎকার! বেশী এম্পিয়ারের ব্যাটারী চার্য দিতে হলে কি করতে হবে। এই সার্কিটের ইনপুট যদি ২৪ ভোল্ট বা তার বেশী হয় তাহলে এই ডায়াগ্রামে চলবে? দয়া করে জানান।

    @Iqbal Ahmed: m317 24v ইনপুট ভোল্ট গ্রহন করতে পারবে কোন সমস্য হবেনা যদি 24v ইনপুট সাপ্লাই দেন তাহলে M317 আইসিটিতে ভাল করে একটি হিটসিং লাগিয়ে নিবেন। সার্কিটে লাগানো রেজিষ্টর যিনার, ডায়ড, নরমাল ডায়ড,এবং সব গুলি পার্স এর মান ঠিক থাকবে শুধু ওয়াট দিগুন লাগাতে হবে। ধন্যবাদ

Level 2

VR = 1K এই জিনিস টা চিনতে পারিনাই ।

    @mdjasim505: ভাইয়া VR হল ভেরিএবোল রেজিষ্টর এটি গুরিয়ে আপনার সার্কিটে লাগানো বেটারীর সাথে আউট পুট ভোল্টটি ঠিক করার জন্য ব্যহার করা হয়েছে।

Level 2

অসংখ্য অসংখ ধন্যবাদ ভাই । جزاك اللهُ خيرًا

ধন্যবাদ

ভাই একটা ছোট টিউন করলে খুবি খুবি ভাল হত । একটা SPRITE স্প্রাইটের বক্স যেটা শুধু ওর সাথে মেমোরি লাগানোর সিস্টেম দেয়া আছে ।আমি বলছিলাম ঐ মাইকটা মোবাইল দিয়ে জোরে বাজাবো এবং বহন যোগ্য হতে হবে । অর্থাত্‍ বহন যোগ্য এমলিফায়ার এর টিউন করুন PLS।

Level 0

আল্লাহ আপ। কে অশেষ ধৈরজ ও জ্ঞান দান করেসেন। ধৈন্যবাদ ভাই।
আমার দুইটা জিনিস শেখার ছিল।
১। ১২ ভোলট ট্রান্সফরমার বানানো জা দিয়ে ২৭ প্লেট বেটারি চারজ করা যাবে।
২। ১২ ভোল্ট থেকে led বালব জালাবার উপায়

    @Asadullah: ধন্যবাদ ভাইয়া ট্রান্সফরমার তৈরী করা কিন্তু বেশ হিসাব নিকাস করে বানাতে হয় আপনি যদি নুতন হন তাহলে আমার মনে হয় পারবেন না বাজার থেকে12V 6a ট্রান্সফরমার একটি কিনে নিবেন । 12v থেকে led বাতি কত গুলি একসাথে জ্বালাবেন লিখেন নাই 3v led একটি জ্বালাতে চাইলে 22ওহুস শিরিসে একটি রেজিষ্টর লাগালেই চলবে।

ভাই সেন্টু খান,
আমরা যে ১২ ভোল্ট ৯এম্প (ইউপিএস) ব্যাটারী দিয়ে কোন নিয়ন্ত্রক সার্কিট ছাড়াই সরাসরি ১২ ভোল্ট ৮ ইন্ঞি ফ্যান চালাই, এটাকি ব্যাটারী এবং ফ্যান দীর্ঘ সময় চালানোর সঠিক উপায়।
যদি না হয়ে থাকে,
তাহলে আমার একটা ১২ ভোল্ট ৮ ইন্ঞি ফ্যান এর স্পীড নিয়ন্ত্রক সহজ সার্কিট ডায়াগ্রাম প্রয়োজন।

দয়া করে সাহাজ্য করুন একটা সার্কিট বানাতে, যেই ডায়োগ্রাম এ 3 ভোল্ট dc থেকে সার্কিট এর মাধ্যমে যেই দুটি তার বের হবে। সেই তার দুইটিতে এক সাথে স্পস করলে ছোট খাটো একটা শকট লাগবে বয় পাওয়ার মতো, কিন্তু মানুষ মারা যাবেনা, ও গেয়ানো হারাবেনা, কেবলই মাত্র বয় পাবে। সার্কিটটিতে ট্রাস্পারমার ব্যবহার করা যাবেনা, সার্কিটটি ছোট করে বানাতে চাই, তাই ট্রাস্পারমার ব্যবহার করতে চাইনা।

শান্ত ভা্ িআমার ঘরের চাল টিনের। মোবা্লে ঘরে বসে কথা বলতে পারি না। সাহায্য চা্ িকিভাবে সিগনাল বাড়ানো যায়????
ধন্যবাদ