আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-৩৩] :: খুব সহজে রিমোট দিয়েই নিয়ন্ত্রন করুন যেকোন বৈদ্যুতিক লোড !

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট!

সবাই কেমন আছেন? আজ আমি যেই সার্কিট আপনাদের মাঝে শেয়ার করবো এটি একটা দরকারী সার্কিট। বিশেষ করে এই শীতে লেপের গরম নষ্ট করে আপনাকে বিছানা থেকে উঠে আলো জ্বালাতে বা নিভাতে হবে না। বিছানাতে শুয়ে থেকেই আপনি যে কোন বাল্ব বা যে কোন বৈদ্যুতিক লোড অন অফ করতে পারবেন তাও আবার টিভি, ভিসিডি, ডিভিডি প্রভৃতি ডিভাইসের রিমোট ব্যবহার করে। অর্থাৎ এর জন্য আপনাকে কোন আলাদা রিমোট নিয়ে ঘুরতে হবে না। আপনার ঘরে ব্যবহৃত টেলিভিশনের রিমোট দিয়েই কাজটি করতে পারবেন। আপনি যদি এটি বানাতে চান তাহলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন:

  • ১. দুইটি ৩৩০ ওহমের রেজিস্ট্যান্স যার কালার কমলা কমলা বাদামী সোনালী।
  • ২. একটি ২২০ কিলোওহমের রেজিস্ট্যান্স যার কালার লাল লাল হলুদ সোনালী।
  • ৩. একটি ১ কিলোওহমের রেজিস্ট্যান্স যার কালার বাদামী কালো লাল সোনালী।
  • ৪. একটি ৪৭ ওহমের রেজিস্ট্যান্স যার কালার হলুদ বেগুনী কালো সোনালী।
  • ৫. একটি ৫ ভোল্ট বা ৬ ভোল্ট এর ডিসি রিলে।
  • ৬. একটি 1N4007 মানের রেকটিফায়ার ডায়োড।
  • ৭. একটি 0.1uF মানের নোনপোলারিস্ট ক্যাপাসিটর যার কোড 104।
  • ৮. একটি 100uF 16v এর পোলারিস্ট ক্যাপাসিটর।
  • ৯. একটি CD4017 মানের আইসি।
  • ১০. একটি BC558 মানের ট্রানজিস্টর।
  • ১১. একটি BC548 মানের ট্রানজিস্টর।
  • ১২. একটি ir সেন্সর। আপনি টিভি বা ভিসিডিতে ব্যবহৃত হয় এই জাতীয় সেন্সর লাগাতে পারবেন।
  • ১৩. একটি লাল কালার LED ও একটি সবুজ কালারের LED।
    এবার চিত্রের মত করে কম্পোনেন্টগুলো ভেরোবেডে সেট করুন।
TTC Tunes

    CD4017 আইসির পিন নম্বরগুলো দেখুন।
TTC Tunes

    irসেন্সরের পিন দেখুন এবং এ অনুযায়ী সার্কিটের সাথে লাগান।
TTC Tunes

    সার্কিটটি পিউর ডিসি ৫ ভোল্টে চলবে। তাই আপনাকে ৯ ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করে একটি পাওয়ার সাপ্লাই তৈরী করতে হরে এবং 7805 মানের রেগুলেটর আইসি এর মাধ্যমে সার্কিটে ৫ ভোল্ট প্রবেশ করাতে হবে।
TTC Tunes

    এই সার্কিট দিয়ে আপনি যেকোন একটা লোড রিমোটের সাহাজ্যে নিয়ন্ত্রন করতে পারবেন।
TTC Tunesসার্কিটটি তৈরী করার পর ভোল্টেজ প্রবেশ করালে লাল LED জ্বলবে। এবার আপনার টিভি রিমোটের যেকোন বাটনে চাপ দিলেই সবুজ LED জ্বলবে , সেই সাথে রিলে অন হবে। আর যেই লোড রিলের মাধ্যমে কানেক্ট দেওয়া থাকবে সেটি অন হবে। আবার রিমোটের যেকোন বাটনে চাপ দিলে লাল LED জ্বলে উঠবে এবং রিলে অফ হবে। ফলে লেডটি অফ হবে।
এবার আপনি পুরো সার্কিটটিকে সুইচ বোডের ভিতরে সাবধানে তুলে রাখতে পারেন অথবা, কোন টিনের বক্সে তুলতে পারেন। তবে যেখানেই রাখুন না কেন সেন্সরটি যেন বাহিরে থাকে। তাহলে বেশি দুর থেকে রিমোট দিয়ে কাজ করতে পারবেন। ঘরে যদি টিভি থাকে তাহলে সার্কিটটি অবশ্যই টিভি এর বিপরীতে বা অন্য পাশে রাখবেন। তা না হলে টিভি দেখার জন্য যতবার রিমোট চাপবেন তার প্রভাব সার্কিটেও পড়বে।
তো আর দেরী কেন আজই শুরু করে দিন।
যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !

বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর 8801716218847 .

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

প্রথমেই অনেক অনেক ধন্যবাদ চমত্কার টিউন এর জন্য ! আচ্ছা এটি তে কি ২ হর্স পাওয়ার পানির পাম্পের (৮-১০ এম্পিয়ার ) লোড দেয়া যাবে ?

@Polash: আপনি যেকোন হর্স পাওয়ারের মটর চালাতে পারবেন। তবে এর জন্য আপনাকে মটরের ওয়াট অনুযায়ী ম্যাগনেটিক কন্টাক সংগ্রহ করতে হবে। রিলে থেকে ম্যাগনেটিক কন্টাকে এবং ম্যাগনেটিক কন্টাক থেকে মটরে লাইন দিেত হবে।

    Level 2

    @রুবেল টিটিসি: আমার মটরের ওয়াট ১২০০, সেক্ষেত্রে কত মানের মেগনেটিক কন্টাক্ট লাগবে? তার সাথে আর বাড়তি কোনো কম্পোনেন্ট কি লাগবে?

      @Polash: ১৫ থেকে ২৫ এমপিয়ারের লাগাতে পারবেন। বাড়তি কিছু লাগবে না।

Level 0

f9

অসাধারন !!! ভাই কত খরচ পরতে পারে ?? আপনি বানিয়ে আমাদের কাছে বিক্রি করতে পারেন

    @এইচএম আজাদ: আমার কাছে থেকে নিলে কুরিয়ার খরচ সহ ৭৫০ টাকা লাগবে। ধন্যবাদ।

এক কথায় অসাধারণ টিউন, “রুবেল ভাই” মোবাইলের চার্জার দিয়ে যদি, ৫ ভোল্ট ইনপুট করা হয় তাহলে কি চলবে?

Level 0

রুবেল ভাই, খুব ভাল লাগল, ‍এ্যাড দিলাম।আপনার অধিকাংশ পোষ্ট গুলো পড়লাম। অসাধারণ হইছে। ধন্যবাদ।

Level 0

01, 02 R আবার 4 ও 15 একসাথে যুক্ত একটু বুঝিয়ে বলবেন।

    @skytipsbd: আইসির পিেনর কথা বলছেন কি? তাহলে, ৪ ও ১৫ কানেক্ট হবে। ১ নং ফাকা থাকবে।

Level 0

তাহলে R উপরে লেখা আছে ঐ টা কি? তার নিচে 01 আর 02 ওটা একটু বলবেন প্লিজ। আপনার বানানো সার্কিট বিক্রী করবেন কি? কত দাম?

@skytipsbd: R হল রিসেট। বিদ্যুৎ চলে গিয়ে আসলে সার্কিটটি রিসেট হবে। আর 01 এবং 02 হবে না।ওটা Q1 এবং Q2 হবে। আইসির পিনের ছবি দেখুন।

    Level 0

    @রুবেল টিটিসি: ধন্যবাদ ভাই। আপনার বানানো সার্কিট বিক্রী করবেন কি? যদি কিছু মনে না করেন, কেমন দাম হবে?

রুবেল ভাই আপনার সবগুলো পোস্ট ই খুবই অসাধারন… ভাই একটু হেল্প করলে খুবই উপকৃত হতাম… এই পার্টস গুলা ঢাকার ভেতরে কোথায় খুচরা ক্রয় করতে পারবো??? প্লিজ একটু জানাবেন…

    @শফিকুল ইসলাম: আপনি স্টেিডয়াম মার্কেটে দেখতে পারেন।

আচ্ছা রুবেল ভাই আমি যদি এখানে ৬ ভোল্টের রিলে লাগাই তাহলে কি সার্কিট টা কাজ করবে???? প্লিজ জানাবেন,,,

vai, remoter binary code directly decode korar moto kono ic ache?

    নাহ। আমার জানামতে নেই। আরডুইনো দিয়েই ডিকোড করেন না। তেমন ঝামেলা নেই তো।

Level New

রুবেল ভাই, আমার একটা automatic charger circuit লাগবে ৷ অর্থাৎ, চার্জ ফুল হলে ব্যাটারি আর চার্জ নিবে না ৷ আবার চার্জের প্রয়োজন হলে automatic চার্জ নিবে ৷ এটা কিভাবে বানাবো বা কোথাও কিনতে পাওয়া যাবে কিনা ৷ জানালে খুবই উপকৃত হতাম ৷

এককথায় অসাধারণ রুবেল ভাই… অনেক আগের পোষ্ট দেখলাম তারপরও মন্তব্য একটা না করে যেতে মন চাচ্ছে না…..যেহেতু টিটিতে নতুন..

মাথায় এত ইলেকট্রনিক্স বুদ্ধি বানিয়ে রেখে ঘুমান ক্যমতে ভাই? এসব মজার জিনিস আবিষ্কারের জন্য সরকারের পক্ষ উত্‍সাহিতস্বরুপ পুরস্কার দেওয়া দরকার, আমি হলে তো এমন আবিষ্কারের জন্য পুরাই এক্কান নোবেল দিয়ে দিতাম..

vai avometer dia sensorer (ir, +v, -v) detect korbo kivabe.
Janale khub upokrito hotam. Apnar dia no er ir sensor paini.

Arduino-র জন্য IR receiver sensor বানিয়ে ফেলুন [পর্ব-০১] :: Arduino শিক্ষক (A-Z
projects)

https://www.techtunes.io/electronics/tune-id/405387

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।

apnar sate facebook contact kora jabe?
apnar facebook ID er link dele happy hobo

ধন্যবাদ আপনার অসাধারণ টিউনের জন্য।

কিন্তু ভাই, পোষ্ট ফিচার্ড ইমেজ হিসাবে দিয়েছেন আরডুইনো সহ ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটের ছবি। অথচ পোষ্টে দিয়েছেন ৪০১৭ দিয়ে করা এনালগ আইসির ড্রায়াগ্রাম। এটা তো ঠিক কাজ হলনা ভাই। চিটিং টাইপের হয়ে গেল না? ফিচার্ড ইমেজ দেখে এলাম এক, অথচ ভেতরে পেলাম অন্য কনটেন্ট।