
সবায় কেমন আছেন? অনেক দিন হল সময়ের অভাবে আমি টিটিতে কোন টিউন করতে পারিনি! তবে অনেকের অনুরোধে আজ এই টিউন করা! কারণ, অনেকে FM ট্রান্সমিটার কষ্ট করে তৈরী করে, কিন্তু Tank কয়েল সঠিক ভাবে তৈরী না করতে পারার কারণে রেডিও তে কোন ফ্রিকুয়েন্সি পায় না। ফলে সব কষ্ট বৃথা যায়। এবার আমি আপনাদের শিখাবো কিভাবে সহজে এই কয়েল তৈরী করতে পারবেন। এর জন্য আপনাকে টেবিল ফ্যানের শ্যাফ্ট সংগ্রহ করতে হবে।
ছবিতে দেখুন শ্যাফ্টের দুই পাশে প্যাচ আছে। এবার যেকোন এক পাশের প্যাচে কয়েলটি নিচের ছবির মত করে প্যাচ দিন।

আমি রুবেল টিটিসি। প্রোপাইটর, আদনান ইলেকট্রনিক্স, আবাদপুকুর , নওগাঁ, রাজশাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
Welcome back রুবেল ভাই।