ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০৪] :: খুব সহজে নিজের নাম লিখুন এবার ডিজিটাল সিষ্টেমে।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

আসসালামু আলাইকুম

টেকটিউনসের সকল বন্ধুদের কে প্রথমেই জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং প্রান ঢালা শুভেচ্ছা আশা করি আমার সব বন্ধুরা ভালই আছেন।

আমাকে আপনাদের দোয়া আল্লাহ পাক ভালো রেখেছেন। আজ আপনাদের কে খুব ছোট একটি সার্কিটের উপহার দিব। এই ছোট সার্কিট দিয়ে আপনি বেশ কয়েকটি LED বাতি জোনাকি পোকার মত নিবাই জ্বালা করাতে পারবেন, ইচ্ছে করে ছোট করে আপনার নাম লিখতে পারেন।

আবার আপনার বন্ধু এবং আপনার নামের প্রথম দুটি অক্ষরের মধ্য কানে + দিয়ে নিবা জ্বালা করাতে পারেন।

খুব ছোট একটি সার্কিটের মাধ্যমে আপনি ও পারেন এমন একটি সুন্দর প্রজেক্ট তৈয়ার করতে।

এ ভাবে আপনিও পারেন LED বাতি দিয়ে আপনার নিজের নাম লিখতে এ ছাড়াও LED বাতি গুলোকে বিভিন্ন ভাবে সাজিয়ে

বিভিন্ন ডিজাইন করতে পারেন  যেমন=

এভাবে ও বাল্ব গুলো সাজাতে পারেন, নিজের নাম ও বিভিন্ন  ডিজাইন করতে পারেন

এভাবে ও নামের ডিজাইন করতে পারেন, আসুন এবার ছোট সার্কিট দেখি

  • রেজিষ্টর=68k দুইটি
  • রেজিষ্টর=120 ওহুমস দুইটি
  • ইলেক্ট্রলাইটিক কেপাসিটর=10mf/16v দুইটি
  • ট্রান্জেষ্টর=c828 অথবা c1815 দুইটি
  • বলে রাখা ভালো যদি বেশি LED বাতি লাগাতে চান তাহলে ট্রান্জেষ্টর D880 লাগাবেন এবং রেজিষ্টর গুলি 2W লাগাবেন।

মাত্র দুইটি টান্জেষ্টর চারটি রেজিষ্টর দুইটি ইলেক্ট্রলাইটিক কেপাসিটর হয়ে গেল আপনার সার্কিট। সার্কিটটিতে DC 6V থেকে 9V সাপ্লাই ভোল্ট দিবেন।

বিঃদ্রঃ= এখানে ইলেক্ট্রলাইটিক ক্যাপাসিটর এর মান দেওয়া হয়নি কারণ ঊপরে দেয়া বাল্ব গুলি জ্বলা নিবা স্পিট সব গুলি সমান না কোনটি বেশি আবার কোনটি কম এর কারণ হলো এই কেপাসিটর এর মানের উপর নির্ভর করে 10mf/16v কমন এর চাইতে বেশি মান লাগালে বাতি গুলির স্পীড কমে যাবে। এর চাইতে মান কম লাগালে বাতি গুলি স্পীড বেড়ে যাবে।

আজকের মত এখানেই বিদায় নিলাম =মোঃসেন্টু খান কিশোর গন্জ বাংলাদেশ।

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পূর্বের ন্যায় এবারো বাজিমাত করলেন!! মূলত এই ইলেকট্রিক্যাল বিষয়ে যাদের জ্ঞান আছে বা লেখাপড়া করেছেন তাদের আরো সহজ হবে। অপরদিকে আমার মত সাধারন যারা আছেন তারাও হয়ত কছিু না কিছু গুলিয়ে ফেলবনে!! যাইহোক টিউনটি কিন্তু অনেক ইউনিক। শেয়ার করার জন্য অসংখ্যক ধন্যবাদ।
আচ্ছা এটি তৈরি করতে কত টাকা খরচ পড়বে? উপরোক্ত উপকরন গুলো কোথায় পাওয়া যাবে??

    Level 3

    @ফেরী ওয়ালা: ভাই আপনাকে অনেক ধন্যবাদ এখানে খরচ বলতে
    দুইটি রেজিষ্টর দুই টাকা, দুইটি কেপাসিটর দশ টাকা, দুইটি ট্রান্জেষ্ট দশ টাকা, LED বাতী তিন টাকা প্রতিটি.বাতী বাদ দিয়ে মোট ত্রিশ থেকে চল্লিশ টাকা খরচ হতে পারে।

আসলেই কাজের জিনিস । প্রিয়তে রেখে দিলাম । 😀

BUT কত টাকা খরচ পড়তে পারে ???? @শান্ত খান

    Level 3

    @রাজিব মাহমুদ: ভাইয়া বাতী কত গুলি লাগাবেন তা জানি না ,
    বাতী বাদ দিয়ে 30/40 টাকা খরচ হতে পারে।

এতোদিন কই ছিলেন?

খুব কষ্ট করে টিউন করেছেন,,,,বুযা যাইতাছে,,,তবে আমার ভালো লাগে নি,,,,এবং কাজেও লাগবে না,,,!

    Level 3

    @আওলাদ হোসেন: মন্তবের জন্য আপনাকে ধন্যবাদ

এটাতো অনেক পুরাতন জিনিস।14 বছর আগে আমি বানিয়েছি।

    Level 3

    @সামছুর রহমান: ভাই আমাদের জন্য কিছু পোষ্ট করেন, আপনার কাছথেকে অনেক কিছু শিখতে পারতাম ।

নাইসসসস…. পোষ্ট…….
ভাঈ চালিয়ে যান………

    Level 3

    @সোহাগ আব্দুল্লাহ্: ধন্যবাদ আপনাকে

সুন্দর হয়ছে ভাই । ভাই আপনার
ডিজিটাল সিষ্টেমে ব্যাটারী চার্য করুন অল্প কয়েকটি পার্সদিয়ে। (https://www.techtunes.io/electronics/tune-id/250255) সম্পূর্ণ সারকিটটির জন্য ( এখানে ক্লিক করুন) কাজ করছে না। ছবিটা দেবেন অথবা 12V অভার চার্য ঠেকাতে কোন সার্কিট দিতে পারেন

ট্রানজিষ্টার এর কালেক্টর এবং এমিটার নির্ণয় এর পদ্ধতি টা যদি বলতেন তাহলে সার্কিটা বানাতে পারতাম।

    Level 3

    @ইমরান হোসেন: ট্রান্জেষ্টটি তিনটি পা লক্ষকরে দেখুন গোল রাউন এর ভিতর তিনটি পা তিন রকম । যেমন 1 নং পা উপর থেকে নিচে একটি মাইনাস চিহ্ন মত দেয়া আছে এই পাটি হল (B) বেইজ । অপর একটি পায়ে তীর চিহ্ন মত দেয়া আছে এটি হল ( E) ইমিটর। বাকি পাটি কোন দাগ বা চিহ্ন দেয়া নাই এটি হল (C) কালেক্টর। ধন্যবাদ

Level 1

কিছু শিখতে পারলাম ধন্যবাদ শান্ত ভাই 🙂

    Level 3

    @KAYES: আপনাকে অনেক ধন্যবাদ

@শান্ত খান ভাই প্রথমেই অনেক ধন্যবাদ এত সুন্দর একটি টিউন করার জন্য। অবশেষে আমি কাজটি করতে পারলেও অনেক ঝামেলা পোহাতে হয়েছে কারণ আমি এই যন্ত্রগলো সম্পর্কে তেমন জানিনা বাট ইচ্ছা আছে শেখার। আমার মত আরও অনেকেই আছে যারা এইরকম সমস্যায় আছে তাই আমাদের জন্য যদি একটু এইসব যন্ত্র এর পরিচিত নিয়ে একটি টিউন করতেন তাহলে অনেক ভাল হত। ধন্যবাদ

Level New

সেন্টু খান ভাই, আমার একটা automatic charger circuit লাগবে ৷ অর্থাৎ, চার্জ ফুল হলে ব্যাটারি আর চার্জ নিবে না ৷ আবার চার্জের প্রয়োজন হলে automatic চার্জ নিবে ৷ এটা কিভাবে বানাবো বা কোথাও কিনতে পাওয়া যাবে কিনা ৷ জানালে খুবই উপকৃত হতাম ৷ Email: [email protected]

Khub Valo post vai