Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন [পর্ব-০৩]:: Arduino ড্রাইভার সেটাপ করার পদ্ধতি (বাংলা ভিডিও টিউটোরিয়াল সংযুক্ত)

Arduino শিখুন প্রজেক্ট তৈরি করুন

সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” পূর্ণাঙ্গ চেইন কোর্সের এর ৩য় পর্বে। টেকটিউনস বিশ্বের সবচেয়ে বড় বাংলা সোশ্যাল নেটওয়ার্ক। এরকম একটা বড় প্লাটফর্মে “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটি টেকটিউনস কতৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শুরু করতে পেরে ভালো লাগছে।

“Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” কোর্সটির ঘোষণা টেকটিউন্সে প্রকাশ করার পর আপনাদের কাছ থেকে যে সাড়া পেয়েছি তা এই কোর্সটিকে সুন্দর করে পরিচালনা করতে সাহায্য করবে। সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।

আজ “Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন” পূর্ণাঙ্গ চেইন কোর্সের এর ৩য় পর্বে কম্পিউটারে আরডুইনো ড্রাইভার সেটাপ করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

প্রথমেই জেনে নেয়া যাক , আরডুইনো ড্রাইভার সেটাপ করার জন্য কি কি প্রয়োজন?

Arduino ড্রাইভার সেটাপ করার জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ

  •  Arduino UNO
  • USB Cable
  • Arduino IDE

Arduino UNO এবং USB Cable

Arduino IDE সফটওয়্যারটি Arduino র অফিসিয়াল ওয়েব সাইট http://arduino.googlecode.com/files/arduino-1.0.5-r2-windows.zip থেকে সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন।

আরডুইনো ড্রাইভার সেটাপ করার পদ্ধতি

১. Device Manager ওপেন করুন

Desktop থেকে Computer আইকনে রাইট ক্লিক করে Properties এ ক্লিক করতে হবে, এরপর Device Manager এ ক্লিক করলেই Device Manager ওপেন হবে।

২. Arduino UNO কে USB Cable এর মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করুন।

তাহলে Device Manager এর Other devices এর মধ্যে একটা নতুন ডিভাইস “USB Serial Port” দেখা যাবে।

৩. Arduino IDE সফটওয়্যার টি সংগ্রহ করে কম্পিউটারের কোন একটা ড্রাইভে রাখনু।

উদাহরণ হিসেবে  http://arduino.googlecode.com/files/arduino-1.0.5-r2-windows.zip থেকে সম্পূর্ণ বিনামূল্যে Arduino IDE সফটওয়্যার টি সংগ্রহ করে F:\arduino-1.0.5 লোকেশনে রাখুন। F এর পরিবর্তে C , D বা E ড্রাইভেও রাখা যেতে পারে।

৪. Device Manager এর Other devices এর মধ্যে প্রদর্শিত USB Serial Port এর  রাইট ক্লিক করে Properties এ ক্লিক করতে হবে, এর পর Update deriver এ ক্লিক করতে হবে।

৫. এখন Browse my computer for driver software এ ক্লিক করতে হবে।

৬. Browse করে F:\arduino-1.0.5 লোকেশনে drivers নামে একটা ফোল্ডার আছে এই ফোল্ডারটির লোকেশন দেখিয়ে দিতে হবে।

৭. Ok বাটনে ক্লিক করে Next এ ক্লিক করতে হবে।

৮. Install this driver software anyway অপশনে ক্লিক করতে হবে।

৯. ড্রাইভার সফটওয়্যারটি সঠিকভাবে ইন্সটল হলে Windows has successfully updated your driver software লেখাটি দেখাবে।

১০. Close বাটনে ক্লিক করলে driver software ইন্সটল করার কাজটি শেষ হবে এবং আমরা Device Manager এর Ports (COM & LPT) এর মধ্যে USB Serilal Port(COM3) দেখাবে যার অর্থ Arduino UNO (COM3) পোর্টে ইন্সটল হয়েছে। আপনাদের ক্ষেত্রে এই নম্বরটি ভিন্ন হতে পারে, অর্থাৎ COM5, COM7 এমন কি COM15 বা COM18 এধরণেরও হতে পারে।

Arduino ড্রাইভার সেটাপ করার পদ্ধতি ( বাংলা ভিডিও টিউটোরিয়াল )

Arduino ড্রাইভার সেটাপ করার পদ্ধতি ভিডিওতে দেখুন।

কোর্সে সক্রিয় অংশগ্রহণকারীদের জন্য কিছু করণীয়

প্রতিটা পর্বে কোর্সে সক্রিয় অংশগ্রহণকারীদের জন্য কিছু প্রশ্ন, প্রজেক্ট বা বিশেষ কিছু করণীয় থাকবে। এগুলো সম্পন্ন করে কোর্সে আপনার সক্রিয়তা নিশ্চিৎ করুন। এই কোর্সের সাথে সম্পৃক্ত বিচারক মন্ডলী এগুলো পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। টেকটিউনস কতৃপক্ষের সহযোগিতায় মাঝে মাঝে কিছু পুরস্কারের ব্যবস্থাও থাকবে। Arduino শিখুন এক্সক্লুসিভ প্রজেক্ট তৈরি করুন [পর্ব-০৩] এর জন্য কিছু সহজ প্রশ্ন থাকছে । আপনারা টিউমেন্ট করে প্রশ্ন গুলোর সঠিক উত্তর প্রদানের চেষ্টা করুন।

  • প্রশ্ন ১: Arduino ড্রাইভার সেটআপ করার জন্য কি কি উপকরণ সংগ্রহ করতে হবে?
  • প্রশ্ন ২: Device Manager এর Other devices এর মধ্যে কি নামে আমাদের ডিভাইসটি দেখাবে?
  • প্রশ্ন ৩: Arduino IDE সফটওয়্যারটির কোন ফোল্ডারের মধ্যে ড্রাইভার সফটওয়্যার টি রয়েছে ?

কোর্স শেষে পাবেন টেকটিউনস ভেরিফায়েড সার্টিফিকেট!

এই কোর্সটি আপনি সফলভাবে এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাপ্ত করে এই কোর্সের টেকটিউনস ভেরিফায়েড সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। এজন্য অংশগ্রহণকারীদের জন্য প্রতি পর্বে যে যে সকল প্রশ্ন, প্রজেক্ট এবং করণীয় থাকবে তা সঠিকভাবে সম্পাদন করুন এবং কোর্স শেষে আপনাদেরকে টেকটিউনসের নির্দেশনা অনুযায়ী এক বা একাধিক সিমুলেশন প্রজেক্ট সাবমিট করতে হবে। যেগুলো টেকটিউনস কতৃপক্ষ বিশ্লেষণ করে দেখবেন, এবং এর উপর ভিত্তি করে সার্টিফিকেট প্রদান করা হবে।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

প্রথম প্রশ্নের উত্তরঃ Arduino UNO, USB cable, Arduino IDE

দ্বিতিয় প্রশ্নের উত্তরঃ USB serial port

তৃতীয় প্রশ্নের উত্তরঃ Drivers ফোল্ডারের মধ্যে

    @jimad: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

১ম প্রশ্ন : Arduino UNO, USB Cable, Arduino IDE
২য় প্রশ্ন : USB Serial Port
৩য় প্রশ্ন : Drivers

    @green poison: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

Level 0

১ম : Arduino UNO, USB Cable, Arduino IDE এই তিনটি উপকরণ
২য় : USB Serial Port নামে
৩য় : Drivers ফোল্ডারে

    @j0k3r: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

Level 0

আমি রাজশাহীতে থাকি। কিভাবে একটি ARDUINO UNO সংগ্রহ করতে পারি সেই ব্যাপারে কেউ যদি সাহায্য করতে তাহলে খুবই উপকৃত হতাম

    @j0k3r: ভাই আপনি কোন একটা অনলাইন শপে অর্ডার করে, বাড়িতে বসেই ARDUINO UNO সংগ্রহ করতে পারেন। বাংলাদেশে বেশ কিছু ইলেকট্রনিক্স ইন্সট্রুমেন্ট সেল করে এ ধরণের অনলাইন শপ রয়েছে, যারা ক্যাশ অন ডেলিভারীর মাধ্যমে পণ্য সেল করে। একটু খোঁজ খবর নিয়ে অনলাইনে অর্ডার করে দিন। প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন।

    j0k3r Bhai,
    eeeboxbd.com এ ভালো প্রোডাক্ট পাওয়া যায় 100% real আমি কিনেসে 24 h ডেলিভারি সাথে 10% Discount.
    help link: https://eeeboxbd.com/product/arduino-nano-v3-0/C8
    USA VERSION:
    https://eeeboxbd.com/product/arduino-uno-rev3/

উত্তর ১- Arduino UNO, USB cable, Arduino IDE
উত্তর ২ – USB serial port
উত্তর ৩ – Drivers ফোল্ডারে

    @Syber Fighter: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

১ম প্রশ্নের উত্তর : Arduino UNO, USB Cable, Arduino IDE
২য় প্রশ্নের উত্তর : USB Serial Port
৩য় প্রশ্নের উত্তর : Drivers ফোল্ডারের মধ্যে

    @mehedi hasan: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

১ম প্রশ্ন : Arduino UNO, USB Cable, Arduino IDE
২য় প্রশ্ন : USB Serial Port
৩য় প্রশ্ন : Drivers

    @আব্দুর রব: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

প্রথম উত্তরঃ Arduino UNO, USB cable, ArduinoIDE
দ্বিতিয় উত্তরঃ USB serial port
তৃতীয় উত্তরঃ Drivers ফোল্ডারের

    @apon_adhora: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

প্রশ্ন ১: Arduino ড্রাইভার সেটআপ করার জন্য কি কি উপকরণ সংগ্রহ করতে হবে?
উত্তরঃ Arduino UNO, USB cable, ArduinoIDE.

প্রশ্ন ২: Device Manager এর Other devices এর মধ্যে কি নামে আমাদের ডিভাইসটি দেখাবে?
উত্তরঃ USB serial port.

প্রশ্ন ৩: Arduino IDE সফটওয়্যারটির কোন ফোল্ডারের মধ্যে ড্রাইভার সফটওয়্যার টি রয়েছে ?
উত্তরঃ Drivers ফোল্ডারের.

    @ওমর ফারুক: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

প্রশ্ন ১: Arduino ড্রাইভার সেটআপ করার জন্য কি কি উপকরণ সংগ্রহ করতে হবে?
উত্তরঃ Arduino UNO, USB cable, Arduino IDE.

প্রশ্ন ২: Device Manager এর Other devices এর মধ্যে কি নামে আমাদের ডিভাইসটি দেখাবে?
উত্তরঃ USB serial port.

প্রশ্ন ৩: Arduino IDE সফটওয়্যারটির কোন ফোল্ডারের মধ্যে ড্রাইভার সফটওয়্যার টি রয়েছে ?
উত্তরঃ Arduino IDE সফটওয়্যারটি Arduino-1.0.5 লোকেশনে Drivers নামক ফোল্ডারে রয়েছে।

    @নুরমোহাম্মদ ভুইয়া: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

১। Arduino ড্রাইভার সেটাপ করার জন্য আমাদের লাগবে
ক)Arduino Uno
খ)USB Cable
গ)Arduino Ide।
২। ইউএসবি সিরিয়াল পোর্ট নামে।
৩। Drivers নামক ফোল্ডারে।

    @TYMO BDCyclists: কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, শুভ কামনা রইলো।

জাযাকল্লাহু খাইর। অনেক ভালো পদক্ষেপ।

Level 0

১ম প্রশ্নের উত্তর : Arduino UNO, USB Cable, Arduino IDE
২য় প্রশ্নের উত্তর : USB Serial Port
৩য় প্রশ্নের উত্তর : Drivers ফোল্ডারের মধ্যে

প্রশ্ন ১: Arduino ড্রাইভার সেটআপ করার জন্য কি কি উপকরণ সংগ্রহ করতে হবে?
উত্তরঃ আরডুইনো ড্রাইভার সেটাপ করার জন্য-Adruino UNO,USB Cable,Arduion IDE উপকরন লাগবে ।
প্রশ্ন ২: Device Manager এর Other devices এর মধ্যে কি নামে আমাদের ডিভাইসটি দেখাবে?
উত্তরঃ USB Serial Port(com3) দেখাবে ।উল্লেখ্য সব পিসিতে com3 না হয়ে com5,com7,com15 ইত্যাদি দেখাবে ।
প্রশ্ন ৩: Arduino IDE সফটওয়্যারটির কোন ফোল্ডারের মধ্যে ড্রাইভার সফটওয়্যার টি রয়েছে ?
উত্তরঃ ড্রাইভার ফোল্ডারের মধ্যে ড্রাইভার সফ্‌টওয়্যার টি রয়েছে ।

PiLabs থেকে তৈরি আমার Arduino Uno সেটাপ হচ্ছে না। আমি ইউন্ডোজ সেভেন ৬৪বিট ব্যাবহার করি।
ডিভাইস ম্যানেজার এ USB-232 শো করছে। যদি কোন সাহায্য করতেন।

প্রশ্ন ১: Arduino ড্রাইভার সেটআপ করার জন্য কি কি উপকরণ সংগ্রহ করতে হবে?
উত্তরঃ Arduino UNO, USB cable, Arduino IDE.

প্রশ্ন ২: Device Manager এর Other devices এর মধ্যে কি নামে আমাদের ডিভাইসটি দেখাবে?
উত্তরঃ USB serial port.

প্রশ্ন ৩: Arduino IDE সফটওয়্যারটির কোন ফোল্ডারের মধ্যে ড্রাইভার সফটওয়্যার টি রয়েছে ?
উত্তরঃ ড্রাইভার সফটওয়্যারটি Arduino IDE সফটওয়্যারটির Drivers নামক ফোল্ডারে রয়েছে।

Level 0

সরি দেরি করে রিপ্লায় এর জন্য
1st-Arduino UNO,USB cable,Arduino IDE.
2nd-USB serial port.
3rd-Drivers নামক ফোল্ডারে।

Level 0

প্রশ্ন ১: Arduino ড্রাইভার সেটআপ করার জন্য কি কি উপকরণ সংগ্রহ করতে হবে?
উত্তর-১: যা যা সংগ্রহ করতে হবেঃ Arduino Uno, USB cable এবং Arduino IDE.

প্রশ্ন ২: Device Manager এর Other devices এর মধ্যে কি নামে আমাদের ডিভাইসটি দেখাবে?
উত্তর-২: ডিভাইসটি USB Serial Port নামে দেখাবে।

প্রশ্ন ৩: Arduino IDE সফটওয়্যারটির কোন ফোল্ডারের মধ্যে ড্রাইভার সফটওয়্যার টি রয়েছে ?
উত্তর-৩: ড্রাইভারটি arduino-1.0.5 ফোল্ডারের driver ফোল্ডারের ভিতর আছে।

Level 0

প্রশ্ন ১: Arduino ড্রাইভার সেটআপ করারজন্য কি কি উপকরণ সংগ্রহ করতে হবে?
ঊত্তর : Arduino ড্রাইভার সেটাপ করার জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ হচ্ছে –
১. Arduino UNO বোর্ড ,
২. USB Cable এবং
৩. Arduino IDE সফটওয়্যার ,যা arduino.cc ওয়েব সাইট থেকে ফ্রি সংগ্রহ করা যাবে।

প্রশ্ন ২: Device Manager এর Other devices এর মধ্যে কি নামে আমাদের ডিভাইসটি দেখাবে?
ঊত্তর : Device Manager এর Other devices এর মধ্যে Arduino ডিভাইসটি “USB
Serial Port” নামে দেখাবে।

প্রশ্ন ৩: Arduino IDE সফটওয়্যারটির কোন ফোল্ডারের মধ্যে ড্রাইভার সফটওয়্যার টি রয়েছে ?
ঊত্তর : Arduino IDE সফটওয়্যারটির Drivers ফোল্ডারের মধ্যে ড্রাইভার সফটওয়্যার টি রয়েছ।

Need Help : ৭ নাম্বার স্টেপ(৭. Ok বাটনে ক্লিক করে Next এ ক্লিক করতে হবে।)এর পর আমাকে একটা এরর মেসেজ দেখাচ্ছে। 🙁
মেসেজটা হচ্ছে-
Windows was unable to install your USB2.0-Serial.

windows could not find the driver software for your device.

if you know the manufacturer of your device,you can visit the website and check the support section for the driver software.
(স্ক্রিনসট উপলোডের অপশন পাচ্ছি না,তাই লিখে দিলাম।)
এখন কি করতে পারি আমি? 🙁

Level 0

উত্তর:
1. Arduino ড্রাইভার সেটআপ করার জন্য প্রধানত তিনটি উপকরন লাগবে, তা হল-

a. Arduino UNO
b. USB Cable
c. Arduino IDE

2.Device Manager এর মধ্য আমাদের ডিভাইটি USB Serial Port(COM3) হিসাবে দেখাবে।

3.Arduino-1.0.5 লোকেশনে drivers নামে একটা ফোল্ডার আছে, সেখানে driver software আছে।

প্রশ্ন ১: Arduino ড্রাইভার সেটআপ করার জন্য কি কি উপকরণ সংগ্রহ করতে হবে?
উত্তর: Arduino ড্রাইভার সেটআপ করার জন্য Arduino Uno, USB cable এবং Arduino IDE সংগ্রহ করতে হবে
প্রশ্ন ২: Device Manager এর Other devices এর মধ্যে কি নামে আমাদের ডিভাইসটি দেখাবে?
উত্তর: Device Manager এর Other devices এর মধ্যে আমাদের ডিভাইসটি “USB Serial Port” নামে দেখা যাবে।
প্রশ্ন ৩: Arduino IDE সফটওয়্যারটির কোন ফোল্ডারের মধ্যে ড্রাইভার সফটওয়্যার টি রয়েছে ?
উত্তর: Arduino IDE সফটওয়্যারটির arduino-1.0.5 ফোল্ডারের মধ্যে ড্রাইভার সফটওয়্যার টি রয়েছে

১ম উত্তরঃ Arduino UNO, USB Cable, Arduino IDE.
২য় উত্তরঃ USB Serial Port নামে দেখাবে।
৩য় উত্তরঃ arduino-1.0.5>Drivers এই ফোল্ডার এর ভিতর রয়েছে।

প্রশ্ন ১: Arduino ড্রাইভার সেটআপ করার জন্য কি কি উপকরণ সংগ্রহ করতে হবে?
উত্তর: একটি Arduino UNO, Arduino UNO এর USB Cable এবং Arduino IDE।

প্রশ্ন ২: Device Manager এর Other devices এর মধ্যে কি নামে আমাদের ডিভাইসটি দেখাবে?
উত্তর: Device Manager এর Others device এ আমাদের device টি USB Serial Port নামে দেখা যাবে।

প্রশ্ন ৩: Arduino IDE সফটওয়্যারটির কোন ফোল্ডারের মধ্যে ড্রাইভার সফটওয়্যার টি রয়েছে ?
উত্তর: Arduino IDE সফটয়্যারটির Drivers ফোল্ডারের মধ্যে ড্রাইভার সফটয়্যারটি রয়েছে।

প্রথম প্রশ্নের উত্তরঃ Arduino UNO, USB cable, Arduino IDE

দ্বিতিয় প্রশ্নের উত্তরঃ USB serial port

তৃতীয় প্রশ্নের উত্তরঃ Drivers ফোল্ডারের মধ্যে

i am confused
!
Vaia Techshop bd te arduino UNO r3 ase etai ki kinte hobe?

ekhon eita akta original jar price -3000 +
ar china tar dam -490 taka

i am confused

Buy Arduino, shield, module, sensor and other electronics parts visit http://www.electronicsbuy.net