ইলেকট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০৯] :: FM ট্রান্সমিটার তৈয়ার করুন খুব সহজে অল্প খরচে।

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি

বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ সর্বশক্তিমান

বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালই আছেন
আমিও আপনাদের দোয়ায় ভালো আছি
আজ আপনাদের এমন একটি সার্কিট দেখাব

যে সব বন্ধুরা একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও FM ট্রান্সমিটার
এখনো তৈয়ার করতে পারেন না তাদের কথা চিন্তা করেই
অতি সহজ একটি FM ট্রান্সমিটার সার্কিট ডায়াগ্রাম দিলাম

সময়ের অভাবে টিউনস করতে পারি না, বন্ধুরা এ জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।

undefined

সার্কিটটিতে মাত্র দুইটি ট্রান্জেষ্ট ব্যবহার করা হয়েছে।
ছয়টি কোয়াটার ওয়াট রেজিষ্টর ব্যবহার করা হয়েছে।
ছয়টি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে।
একটি ট্রিমার ও একটা মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে

undefined

L1,L2 এখানে দুইটি কয়েল ব্যবহার করা হয়েছে।

L1,18 নাম্বার তার, তিনটি পেচ দিবেন এবং

L2,18 নাম্বার, তার দুইটি পেচ দিবেন।

কয়েল গুলি তৈয়ার করার জন্য ইকোনু কলমের
উপর তার পেচিয়ে কয়েল গুলি তৈয়ার করলেই ভাল হয়।
কয়েল গুলি এমন ভাবে পেচাবেন কয়েলের তারের মধ্য যেন
ফাকা না থাকে। সাপ্লাই ভোল্ট হিসেবে 9V দিবেন।

আল্লা হাফেজ=

সার্কিট সকল পার্টস এর মান সার্কিট এর সাথেই দেয়া আছে সার্কিট দেখে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে=

Level 3

আমি সেন্টু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আমি অনেক দিন থেকে চেস্তা করছি কিন্তু সমস্যা হল c4=47p, c6=6.8p এগুলো কোন দোকানে পাওয়া যাই না। আপনি এ ডায়াগ্রাম নিয়ে অনেক বলেছেন প্রতিতা পড়েছি, কাজে আসে না। কেউ পারসে কিনা জানিনা। পারলে এই ছোট জিনিস পাব কই তা বলেন। আমি নিজে এই ক্যাপাসিটর বানিয়ে কাজ করেছি। কাজ হই কিন্তু ভাল হই না

    Level 3

    @hripon: ভাই সারকিটে দেয়া সব PF গুলি বাজারে
    কিনতে পাউয়া যায়। আপনি কোথায় খুজেছেন তা আমি যানি না।

সবচেয়ে ভালো হয় যদি সেন্টু ভাই আপনার তৈরি করা সার্কিট টির অনেক গুলো ছবি দেন । আমরা তাহলে বুঝতে পারি সহজে….ধন্যবাদ টিউনটি করার জন্য …

    Level 3

    @Shadhin Ahmed: টিক আছে চেষ্টা করব।

ভাই এই মানের Capacitor & resistor কি বাজার এ সব পাওয়া যাবে? Please জানাবেন।

    Level 3

    @Nafiul Hasan: ভাই সারকিটে দেয়া সব PF এবং রেজিষ্টর
    কিনতে পাউয়া যায়।

সেন্টু ভাই আপনার ইমেইল আইডি টা দেন……

ভাল টিউন। কিন্তু আমাদের নতুন বা পুরাতন দের জন্য ভিডিও আপলোড করলে খুব ভাল হতো। ভিডিও আপলোড করার জন্য কিছু সময় আর আপনার ইচ্ছাই যথেষ্ট। ধন্যবাদ।

Level 0

সেন্টু ভাই অটোমেটিক পানির মটরের সুইচ অফ/অন এর একটা বিস্তারিত টিউন করেন। খুব জানা দরকার।

Level 0

ভাল টিউন। আপনার টিউনের জন্য ধন্যবাদ।

decoder encoder ic samporke detail e bolben ke. egulo ki remote e use kara hoy?

সুন্দর টিউন হইসে।ইলেকট্রনিকস এ যে এত মজা তা আগে জান্তাম না।