বানিয়ে নিন নিজের মনের মতো একটা Mini Bread Board অথবা AVR development Board ।

এটি যাদের জন্য:

1. ইলেক্ট্রনিকস যাদের Hobby

2.ইলেক্ট্রনিকস Student এর

3.বিশেষ করে তাদের যারা  Microcontroller নিয়ে Study করে  অথবা PROJECT করে।

কি কি কাজে Help করতে পারে পারে:

1. Mini BreadBoard এর ন্যায় কাজ লাগতে পারে ।

2. 28 পিন ও এর নিচের অনেক IC নিয়ে সহজে কাজ করতে পারেন ।

3.  ATMEGA8,ATMEGA328,ATMEGA168  এই ধরনের 28 pin এর  Micro controller নিয়ে কাজ করতে পারেন ।

4. এটি মূলত Arduino এর আদলে তৈরী তাই Arduino Board  থকে  Micro controller replace করে এই Board এ সহজে কাজ করা যায় ।একাধিক  Arduino Board এর প্রয়োজন হলে এটি দিয়ে সহজে চালিয়ে নেয়া যায় ।

আর কি কি কাজে আসবে তা আপনি নিজেই বুঝতে পারবেন ।

তৈরী করতে যা লাগবে :

1. pcb তৈরী করতে যেগুলো লাগবে তা যদি জানেন তো ভাল আর না জানলে পূর্ব বর্তী একটা POST আছে তা থেকে শিখতে পারেন ।

2. 28 PIN IC BASE - 1 PIECE

3. RESISTOR-  1k ( 2 PIECES ) , 10K (1 PIECE)

4. CAPACITOR - 0.1uf ( 2 PIECES ) , 1uf (1 PIECE),22pf  (2 PIECES)

5. Led- 2 PIECES(Green& Red)

6. Crystal- 16MHz  (1 PIECE)

7. Some Female Header

That's  Enough.

Component Connection:

Bread Board এর চার পাশে Ground & Power আছে তাহলে বুঝতে পারছেন কিভাবে use করতে হবে ।

এই ধরনের দুই তিনটি বোর্ডে  এক সাথে power supply দেয়ার জন্য একটি pcb আমি বানিয়েছি এটা অন্য একদিন আপনাদের সাথে share করব ইনশ্আল্লাহ।

Pcb বানাতে অথবা কোন problem হলে সরাসরি contact করতে পারেন +8801754105025  ।

Board টি use করে দেইখেন মজা পাইবেন ।

PCB টি Download করে নিন নিচের link থেকে ।

http://www.4shared.com/file/eF3zy2YO/MY_bOARD.html

নতুন কিছু update পেতে http://www.facebook.com/nextbdtech  page টিতে like করুন ।

আমার post টিতে কোন ভূল হলে জানাবেন plz.   [ Best Of Luck]

Level 0

আমি nextbdtech। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks a lot.

Level 0

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য । ভাই pcb তৈরীর পূর্ব বর্তী একটা POST আছে বলেছেন তার link টা একটু দেন plz আর atmega32 microcontroller এর জন্য এই board বানাইতে কী add করতে হবে ।

    Level 0

    এখানে দেখতে পারেন।
    https://www.techtunes.io/electronics/tune-id/154254

    Level 0

    PCB বানানোর জন্য Faisal ভাইয়ের link টা দেখতে পারেন ।

    Level 0

    ATMEGA32 দিয়ে এই Board একটু Different তৈরী করতে পারেন । যেমন relay,display,keypad,some indicator etc connection build in করতে পারেন । আর এই pattern এ করতে চাইলে 1st,IC Base টা change করতে হবে । 2nd IC BASE এবং aTMEGA32 dATASHEET অনুসারে PCB টা dESIGN করতে হবে ।

great job
plkz kichhu simple led tricks circuit den

    Level 0

    OK Bro,আমি চেষ্টা করব ।

Level 0

সুন্দর হইছে ব্রাদার।

Level 0

Thanks Faisal vai