নিজেই তৈরী করুন স্বল্প খরচে সোলার চার্জিং সিষ্টেম

বন্ধুরা অনেক সালাম প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার টেকটিউনস এ আমার প্রথম ব্লগ। ইলেকট্রনিক্স  সার্কিট তৈরী করা কারো হবি কারো হয়তো পেশা তবে সার্কিটের ডায়াগ্রাম দেখে সার্কিট তৈরী করতে কেউ হয়তো পারদশী আবার অনেকেই হয়তো একদম বুঝতেই পারেন না।

কখনো দেখা যায় কোন একটি সার্কিট আপনি তৈরী করলেন কিন্তু দেখা গেল একই সার্কিট বাজারে রেডিমেট অনেক কমদামে বিক্রি হচ্ছে। তাহলেতো মন খারাপ হবারই কথা। কথা গুলো শুনে হয়তো ভাবছেন আমি এধরনের কোন সার্কিট নিয়ে কথা বলবো। না ভাই, আপনাকে আশ্বস্থ করছি আমি যে সার্কিটের কথা বলতে যাচ্ছি সেটা নি:সন্দেহে আপনি বাজারের দামের চাইতে অনেক কমদামে তৈরী করতে পারবেন।

আজকাল বিভিন্ন বেসরকারী সংস্থার অবদানে আমরা নেহায়েত পল্লী এলাকায় সোলার পৌছাতে দেখছি সেখানে আলো জ্বলছে, ফ্যান ঘুরছে কিংবা কম্পিউটার চলছে। এর সবই হচ্ছে সোলার বা সৌর বিদ্যুতের সাহায্যে।

আমাদের ইউনুস মার্কা এনজিও গুলো সোলার এর কেমন দাম নিচ্ছে সে প্রসংগে নাই বা গেলাম। কিন্তু নগদ টাকায় কিনে নিলে হয়তো এর চাইতে অনেক সাশ্রয়ী দামে কেনা সম্ভব।

এধরনের একটি সোলার সিষ্টেমে যা যা থাকে :

  • প্রয়োজনীয় সংখ্যক সোলার প্যানেল
  • সোলার চার্জিং ইউনিট/চাজ কন্ট্রোলার
  • প্রয়োজনীয় অ্যাম্পিয়ারের যে কোন ধরনের রিচার্জেবল ব্যাটারী
  • প্রয়োজনীয় লোড (বাতি, ফ্যান ইত্যাদি)

আর যদি আপনি বিদ্যুৎ সংযোগ আছে এধরনের যায়গায় ইমার্জেন্সি লাইট জালাতে চান তাহলে অটো সুইচিং এ ব্যবস্থা করতে হবে। আমি আজ আপনাদের সামনে একটি সোলার ড্রাইভেন মিনি ইমার্জেন্সী লাইটের চার্জার ইউনিট (চার্জ কন্ট্রোলার) নিয়ে হাজির হয়েছি

সোলার ৬ভোল্ট, ৪.৫এ্যাম্পিয়ার ব্যাটারী চার্জ কন্ট্রোলার

আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের চার্জার সার্কিট ব্যবহার করে থাকি। যাতে করে কোন অবস্থাতেই ব্যাটারী ওভার চার্জড কিংবা ডিপলি ডিসচার্জ না হয়ে যায়। আর এরকম হলে আমাদের দামী রিচার্জেবল ব্যাটারী আয়ুস্কাল কমে যাবে। আর তাই ব্যাটারী আয়ুস্কাল ঠিক রাখতে একটি মানসম্মত ব্যাটারী চার্জার সার্কিটের কোন বিকল্প নেই।

আমি আজ আপনাদেরকে যে সার্কিট ডায়াগ্রামটি দিতে যাচ্ছি সেটি হয়তো কারো সংগ্রহে থাকতে পারে।

সার্কিটটিতে ১২ভোল্ট, ৫ওয়াট এর ১টি সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। কেউ চাইলে প্যানেলের স্থলে ১২ভোল্টের ট্রান্সফর্মার ব্যবহার করে এসি কারেন্ট থেকে চার্জ করতে পারবেন।

ব্যাটারী হিসেবে বাজারের বহুল প্রচলিত 6V 4.5Amp এর (SUNCA) ব্যাটারী ব্যবহার করা হয়েছে। বাজারে এধরনের ব্যাটারী ৩২০টাকা থেকে ৩৫০টাকার মধ্যেই পাওয়া যায়।  আর ভালো কোয়ালিটির (জার্মানীর তৈরী) সোলার প্যানেল ১০০টাকা ওয়াট হতে পারে  অর্থাৱ ৫ওয়াটের ১টি প্যানেলের দাম ৫০০টাকার মতো হবে চায়নার তৈরী হলে ৬৫ টাকা থেকে ৮৫/৯০টাকার মধ্যে প্রতি ওয়াটের দাম হবে। চাইনিজ সোলার প্যানেল গুলোর মান ততোটা ভালো নয় এগুলোর কারেন্ট সাপ্লাই কম তাছাড়া কম রোদে চার্জ হতে চায়না। সে তুলনায় জার্মানীর তৈরী  সোলার প্যানেলগুলো ঢের ভালো। এই চার্জার সার্কিটটিতে সয়ংক্রিয় ভোল্টেজ এবং কারেন্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা। বিদ্যুত সরবরাহের জন্য রয়েছে ১টি ১২ভোল্ট সোলার প্যানেল, ১২ভোল্ট প্যানেল সাহায্যে ৬ভোল্ট ব্যাটারী চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে LM317 ভোল্টেজ রেগুলেটর আইসি। সোলার প্যানেল থেকে প্রয়োজনীয় কারেন্ট D1 ডায়োড এরমধ্য দিয়ে রেগুলেটর আইসি’র ইনপুট এ আসবে যার আউটপুট কারেন্ট এবং ভোল্টেজ দুটোই নিয়ন্ত্রন করা LM317 এর এডজাষ্টিং পিন দ্বারা। ৬ভোল্টের ব্যাটারী চার্জ করার জন্য  LM317 এর আউটপুট ভোল্টেজ ৯ভোল্টে সীমিত  রাখতে হবে। তাই ভেরিয়েবল রিজিষ্টারটি LM317 এর এডজাষ্টিং পিন এবং গ্রাউন্ড/ নেগেটিভ প্রান্তের মধ্যে সংযোগ দেয়া হয়েছে। ব্যাটারী ডিসচার্জিং রোধ করার জন্য D2 ডায়োডটিব্যবহার করা হয়েছে। D2 এর আউটপুটে চার্জিং কারেন্ট নিয়ন্ত্রনের জন্য ১ওয়াটের ১০০ওহমস মানের  (R3) রেজিষ্টার ব্যবহার করা হয়েছে।

সার্কিটে ব্যবহৃত একমাত্র ট্রানজিষ্টর T1 এবং জেনার ডায়োডটি ZN কাট-অফ সুইচ  হিসেবে ব্যবহার করা হয়েছে। সাধারনত ট্রানজিষ্টরটি বন্ধ থাকবে যাতে করে ব্যাটারী চার্জ হতে থাকবে। যখনই ব্যাটারীর দুই প্রান্তের ভোল্টেজ 6.8Volt এ পৌছে যাবে তখনি ZN জেনার ডায়োডটিট্রানজিষ্টরের বেস এ কারেন্ট সরবরাহ করবে। সাথে সাথে ট্রানজিষ্টরটি রেগুলেটরের আইসি’র আউটপুটকে গ্রাউন্ডিং করে চার্জিং বন্ধ করে দেবে। তাই কোন ভাবেই ব্যাটারীর ওভারচার্জড হবার সুযোগ নেই।

আশা করছি সার্কিটটি আপনাদের কাজে লাগবে। শুভকামনা করে আপনাদের গঠনমুলক মন্তব্যের অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।

Level New

আমি ভাইজান মামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

6 ভোল্ড এর সোলার প্যানেল কোথায় পাব।

ভাই আমার জানামতে ৬ভোল্ট সোলার প্যানেল সহজলভ্য নয়। ১২ভোল্ট প্যানেলকে সার্কিটএর সাহায্যে কমিয়ে ব্যবহার করতে হবে।

Level 0

12 ভোল্ট এর সোলার প্যানেল এর জন্য কত টাকা খরচ হতে পারে।

আপনার টিউনের জন্য অনেক ধন্যবাদ। কিন্তু নিজেকে বড় করার জন্য কাউকে ছোট করার কোন প্রয়োজন কি খুব বেশী? ইউনুচ মার্কা এনজিও মানে কি? আপনি পারলে তাদের থেকে কম দামে মানুষের বাড়ীতে বাড়ীতে পেৌছেঁ দিন কেউ আর ইউনুচ বা ব্র্যাক থেকে ঋণ বা সোরার গ্রহণ করবে না।
আমি দু:খিত। সাধারণত কমেন্ট করিনা। আবার এনজিওতে ও চাকুরী করিনা। কিন্তু সম্মানিত কে সম্মান করতে পারি। ধন্যবাদ

    Level 0

    @micromission: micromission vai er dristi akorson korsi. vai somman dekhanor jonno fact ba sotto kotha gopon rakhata thik noy. vai apni janen kina, grameen NGO er nam kore solar system digun tingun dame sohoj solrol gorib manusher kach theke aadai kortese kisti hisabe. They are just doing dirty businbess. Dr. Yunus has failed to keep his own reputation. when you know their policy i hope i will not disagree with me. VAIZAAN MAMA k dhonnobad truth bolar jonno.

      @micromission: @alkam: @alkam: মাইক্রোমিশন ভাই আমার ইউনুচ সাহেবের সাথে আমার জমি-জিরেত নিয়ে কোন বিরোধ নেই। ওনার পাকা ধানে মই দেবার ক্ষমতা কিংবা দু:সাহস অথবা স্বদিচ্ছা কোনটাই আমার নেই। তবে আপনার মন্তব্যের প্রেক্ষিতে গ্রামীন শক্তি’র সোলার প্যাকেজ গুলো নিয়ে একটু বিস্তারীত আলোচনা করার ইচ্ছা রাখি। সুযোগ হলে নিশ্চই করবো কিভাবে উনি এবং উনারা কাবুলী ওয়ালার মতো আমাদের গরীব লোকগুলোকে অত্যন্ত দৃঢতার সাথে পাছা মেরে যাচ্ছেন। মাপ করবেন মাঝে মধ্যে বাক্য বিন্যাসে দুয়েকটা কটু বাক্য ব্যবহার না করলে বোধকরি কথার গাথুনী যথেষ্ট মজবুত হয় না। এটা একান্ত্ আমার দৃষ্টিভঙ্গি। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

12 ভোল্ট এর সোলার প্যানেল কোথায় পাবো এবং কত দাম হতে পারে এটা বললে ভালো হতো। যা হক আপনার টিউনটি অনেক ভালো হয়েছে, অনেক ধন্যবাদ।

    @jhorapalok: আপনি যদি মফস্বলে থাকেন তাহলে আপনাকেই জায়গা খুজে নিতে হবে। আর ঢাকায় নবাবপুর রোডে সোলারের দোকান অভাব নেই।

ভাই খুবই সুন্দর হয়েছে।প্রত্যকটা পার্টসের ছবিসহকারে দিলে বুঝতে আরো সহজ হত।আর আমি ভালমানের একটি ব্যাটারী চার্যার কোথায় পেতেপারি যা দিয়ে ব্যাটারী ওভার চার্য হবে না।জানালে উপকৃত হব।

আরে এতকষ্ট না করে রেডিমেট টা ১৮০০ টাকা দিয়ে কিনলেইতো হয়

thank for this post….

সুন্দর টিউন

প্রথমে আপনাকে ধন্যবাদ। কারন আপনি খুব সুন্দর করে প্রতিটি বিষয় প্রতিটি পার্টস এর ব্যাবহার কার্যাবলী বুঝিয়েছেন। আমি অটোকাট ব্যাপারটা সিখলাম এখান থেকে। ধন্যবাদ আপনাকে এবং চালিয়ে গেলে খুব খুসি হব ভাই।

আচ্ছা ভাই ,ব্যাটারী কি লোড হিসেবে ব্যবহার করা হয়েছে?
ব্যাটারির যায়গায় অন্য জিনিস ব্যবহার করা যাবে?

আপনার প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারলাম না… বুঝিয়ে বলবেন কি..?

ভাই আমি ২০ ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করছি। এটা দিয়ে ১২ ভোল্টের একটি ডিসি ফ্যান চালাই। ভালই চলছে। এখন আমি ১০০ ওয়াটের একটি সোলার প্যানেল কিনে ব্যবহার করতে চাই। আমার প্রশ্ন হলো-
১। ১০০ ওয়াটের প্যানেল দিয়ে আমি কী ১২ ভোল্ট ৩৫ অ্যাম্পিয়ার ব্যটারী (গাড়ির ব্যাটারী) চার্জ করতে পারবো?
২। এই ব্যটারী চার্জ হতে কতো সময় নিবে?
৩। এর জন্য অটো চার্জার সার্কিট ডায়াগ্রাম এর কোন লিংক দিবেন কী? দিলে অনেক উপকার হবে।

ধন্যবাদ আপনার ভাল পোষ্ট এর জন্য।

    @আব্দুল আহাদ মিয়া: আমি জানিনা বর্তমানে আপনি যে প্যানেলটি ব্যবহার করছেন তার কারেন্ট রেটিং কত। ধরে নিচ্ছি আপনি বাজারে প্রচলিত ভালো মানের যে কোন একটি প্যানেল ব্যবহার করছেন। সে হিসেবে ৩০অ্যাম্পিয়ারের একটি ব্যাটারী চাজ করতে অন্তত ৮০ওয়াট প্যানেল অর্থাত আপনার যে প্যানেলটি আছে এধরনের আরো ৩টি প্যানেল মোট ২০ওয়াটের ৪টি প্যানেল প্যারালাল সংযোগের মাধ্যমে ব্যাবহার করতে পারেন। তবে ব্যাটারীর ক্ষেত্রে Deep Discharge ড্রাই ব্যাটারী ব্যাবহার করা ভাল। চাইলে এসিড ব্যাটারী ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে এসিড/পানির লিমিট সম্পর্কে ভালোভাবে জেনে নেয়া ভাল। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

      @ভাইজান মামা: আর যেখান থেকে প্যানেল কিনবেন সেখান থেকেই ভালো মানের একটি চার্জ কন্ট্রোলার কিনে নেবেন। ভালো মানের একটি চার্জ কন্ট্রোলার অ্যাম্পিয়ার ভেদে ৫০০টাকা থেকে ১২০০টাকার মধ্যেই পাবেন বলে আশা করছি। ৩০অ্যাম্পিয়ার ব্যাটারীর জন্য আমার সংগ্রহে কোন চার্জ কন্ট্রোলার ডায়াগ্রাম নেই। তাছাড়া বেশি অ্যাম্প এর কন্ট্রোলার রেডিমেইড কিনে নিয়ে আপনার জন্য ভাল হবে। ধন্যবাদ।

Level 0

Thanks to you.

This is very important post.

মানে আমি বোঝাতে চেয়েছি যে ,ব্যাটারিটার জায়গায় যদি অন্য কিছু লাগাই যেমন একটা ফিল্টার লাগাই আর জেনার লাগাই তাহলে ৫ ভোল্ট পাব না মোবাইল চার্জ দেয়ার জন্যে ?

    @Mahmood Ar Rahman: মাহবুব ভাই সুন্দর একটা প্রশ্ন করার জন্য ধন্যবাদ। ঈদের আগে খুবি সিম্পল এবং খুবই সুন্দর একটা সোলার মোবাইল চাজার ডায়াগ্রাম সহ তৈরী করার বিস্তারিত নিয়ে একটা পোষ্ট দেবার আশা রাখছি… দোয়া রাখবেন…

বাড়িতে বিভিন্ন যন্ত্রপাতির জন্য কটটুকু সৌর বিদ্যুৎ লাগবে, তা কিভাবে হিসাব করব??
এবং প্রইয়োজনীয় সৌর বিদ্যুৎ -এর জন্য কত ওয়াটের প্যানেল ও কত অ্যাম্পিয়ার ব্যাটারি লাগবে??
উপরের প্রশ্নগুলুর উত্তর দিয়ে আপনার কাছ থেকে একটা বিস্তারিত টিউন আশা করছি।
আপনার কন্টাক্ট নাম্বার অথবা ফেসবুক আই ডি দেওয়া যাবে কি???

@ভাইজান মামা
BC548 এত গরম হচ্ছে কেন ? উল্লেখ্য, আমি জেনার ডায়োড 5.1v এবং 180 ohm এর জায়গায় 220 ohm ব্যবহার করেছি,এতে করে কানেকশন দেয়ার পর আমার 10 ohm টা পুড়ে যায় যখন 6v ব্যাটারীটা চিত্রমত সংযোগ দেই , দয়া করে আমাকে বলবেন যে এই সমস্যা টা কেন হচ্ছে ? জেনার আর রেজিস্টর এর কারনে হচ্ছে কি?

মাহমুদভাই আপনি 4.8ল এর বদলে 5.1ভোল্ট জেনার ডায়োড ব্যবহার করছেন। এটাই আসল সমস্যা
[email protected] তে মেইল দেন

Level 0

ভাই আপনার mobile no অথবা facebook id দেয়া যাবে কি…???

সোলারের তো আলাদা ব্যাটারি রয়েছে,, এখন ১২ ভোল্টের যে রিচার্জেবল লেড এসিড ব্যাটরি রয়েছে সেগুলো চার্জ করলে কি ব্যাটারির কোন ক্ষতি হবেনা।