প্রোজেক্ট বুক :৪: স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

  প্রথম টিউন https://www.techtunes.io/electronics/tune-id/207973
  দ্বিতীয় টিউন https://www.techtunes.io/electronics/tune-id/208501
  তৃতীয় টিউন  https://www.techtunes.io/electronics/tune-id/208667 

আসসালামুয়ালাইকুম , আজকে আমি আপনাদের জন্য একটি প্রোজেক্ট নিয়ে আসলাম এটি হচ্ছে খুবই চমৎকার একটি প্রোজেক্ট সার্কিট । এর নাম হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল (Automatic Traffic Signal)। আমি এর আগে আপনাদের কয়েকটি আইসি নিয়ে বলেছি কারন হচ্ছে সেই আইসি গুলো এইখানে দরকার পরবে ।

লাল , হলুদ , সবুজ

কি কি যন্ত্রাংশ লাগবে ?

ব্রাকেটের ভিতর সংখ্যা আর পাশে লেখা K = kilo , M= mega , U = micro ,

১- রোদক (RESISTOR) 100k ohm (1) , 470 ohm(3) , 22k ohm (1)

২- ক্যাপাসিটর (CAPACITOR) 10 UF(1) , 0.1 UF(1), 1 UF(1)

৩- প্রিসেট (PRESET=Variable resistor) 2.2M ohm (1)

৪- LED (Light Emitter Diode) RED (1) , YELLOW(1) , GREEN(1).

৫- 13 VOLT Supply (D.C)

৬ – 555 Timer IC

৭- 4017 Counter IC

৮ – Silicon Diode (7)

৯ - Breadboard

...............................................

এটি নেট থেকে নামানো কিন্তু এতে কিছু ভুল থাকার জন্য আমি একটু সংশোধন করে দিয়েছি । একটু খেয়াল করলে দেখবেন কলমের দাগ দেয়া গুলো সংশোধন করা ।

যেখানে 1 Mohm লেখা 2.2 Mohm সেখানে হবে আর যেখানে 100n J100 ,  104J 2A C আছে সেটা হচ্ছে ক্যাপাসিটর এর মডেল ।

কোন রঙের হবে সেটা আপনার উপর নির্ভর করে । আপনি যদি মনে করেন লাল বাতি বেশীক্ষণ জ্বলবে তাহলে ১ , ৫ , ৬ ,৯ এ লাল লেড যুক্ত করবেন আর বাকি গুলোতে ইচ্ছা মত হলুদ , সবুজ দিবেন । তবে একটা কথা এখানে বলে রাখা ভালো হলুদ বাতি < লাল বাতি < সবুজ বাতি

LED    RED                GREEN          YELLOW

কিভাবে কাজ করে ?

এর কাজ করা খুবই মজার । সেটা হচ্ছে এরকম যে 555 টাইমার এর 3 নম্বর পিন থেকে যে পাল্‌স আসবে সেটা যাবে 4017 এ output 0 থেকে output 9 পর্যন্ত সাপ্পলাই দিবে , আ জন্য আপনি যদি ১০ টা পিন ব্যাবহার করতে চান তাহ্লে আরও ভালো ভাবে এটা  কাজ করবে । এটা হচ্ছে শুধু একটি মডেল । এবং  8 ও 13 নম্বর ENABLE এবং VSS পিন GND করা থাকবে আর 15 নম্বর একটি ক্যাপাসিটর , রেসিস্তর দিয়ে GND করে দেয়া থাকবে । আর যখন সার্কিটটি চালু করবেন তখন দেখবেন স্বয়ংক্রিয় ভাবে একবার লাল , আরেকবার হলুদ , অন্যবার সবুজ বাতি জ্বলবে একটু সময় বিরতি দিয়ে ।

 

পিসিবিতে বসালে ঠিক এরকম দেখাবে ।

Photo courtesy : from internet(googling)

আজকে এই পর্যন্তই । ইনশাআল্লাহ্‌ সামনে আরও ভালো প্রোজেক্ট নিয়ে হাজির হব।

আর আমার ফেসবুক অ্যাড্রেস [email protected].

ফেসবুকে আমার গ্রুপ  WE THE ENGINEER’S

Level 0

আমি মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ACTUALLY , i am a introvert type boy . But i think it's the time to open before my friends.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনার প্রোজেক্ট এর জন্য।
ভাই এলইডি পুলিশ ফ্ল্যাশ লাইট (গাড়ীর উপরে যেমনটি থাকে) তৈরির একটা ডায়াগ্রাম হবে কি?

    Level 0

    @আশরাফ: অবশ্যই দেয়া যাবে।। আরেকটু বিস্তারিত বলেন। তবে একেবারে ওই রকম না হলেও এর খুব কাছাকাছি একটা সার্কিট দেয়া যাবে । ওই লাইট এক্তু স্পেশাল ।

    @আশরাফ: হবে না কেন ..? নিশ্চই হবে.. তবে খুজে নিতে হবে.. পেলে আপনাকে জানাবো… আর বুদ্ধি করে 555 IC দিয়েই তৈরী করা যাবে…