সিঙ্গার এস এ এস এ এ এইচ আর এসি টি কি ইনভার্টার সিস্টেমের?

এসি টি কি ইনভার্টার সিস্টেমের?

গত ১৭ তারিখ আমি একটি এসি গিফট পাই শ্বশুর মশাই থেকে।
এসি টি আমার বিলাসিতার জন্যে নয় আমার একটি ছোট-খাট ডেন্টাল ক্লিনিক আছে ,

যেখানে অনেক হিট কিউর অর্থাৎ তাপ পেলে শক্ত হয়ে যায় এমন ঔষধ আছে।

ফলে এসি টি দেয়াতে আমার বেশ উপকারই হয়েছে। কিন্তু যেহেতু আমার ডেন্টাল ক্লিনিক টা নতুন

আর খুব বড় নয়, ১০ ফিট / ১০.৫ ফিট এর একটা রুম আর ছোট একটা বারান্দা নিয়ে আমার

এ ক্লিনিক এবং এর ভাড়া ও খুব বেশি না হওয়ায় আমি যতটা পারতাম রুগীদের ছাড় দিতাম।
না না আমি আমার চেম্বারের বিজ্ঞাপন দিতে টিউন টি করি নি ।

আসলে আমি জানতে চাচ্ছি যে আমার এসি টা কি ইনভার্টার সিস্টেমের নাকি?
এসির কোথাও তো  ইনভার্টার এর কথা  উল্লেখ দেখলাম না।  সিঙ্গারের ওয়েব সাইট এ ও এ ব্যাপারে

কোন তথ্য পেলাম না!  আমার এসির মডেল হল "সিঙ্গার SAS AAHR" স্প্লিট টাইপ এক টন ।

কেউ যদি একটু জানাতেন  খুব উপকার হত।

আচ্ছা এসির বিল টা কিভাবে কমানো যায় ? আমি যদি তাপমাত্রা ২৩ এ করে রাখি তাহলে কি বেশি বিল

যাবে না ১৬ তে? ( উল্লেক্ষ যে এ পর্যন্ত আমি আমার এসি তে ২০ এর নিচে নামতে দেখি নি। কারন আমি

একটানা ১ - ১.৫ ঘণ্টার বেশি চালাই নি। ) তবে তাপমাত্রা ২৫ করে দিলে কিছুক্ষন মনে হয় কম্প্রেসর

টা বন্ধ থাকে আবার চালু হয়, আবার ২৬ এ উঠলেই পুনরায় কম্প্রেসর চালু হয়ে যায়। আমার প্রস্ন হল

এভাবে বার বার কম্প্রেসর অন অফ করলে কি বিল বেশি উঠে, নাকি এক টানে ২০ এ উঠিয়ে পাওয়ার

সুইচ দিয়ে অফ করে দিলে বিল একটু কম উঠে? (১৫-২০ মিনিট ঠাণ্ডা থাকে ২০ এ বন্ধ করলে।)

কম্প্রেসারের কোন শব্দ পাই না তবে জোরে ঠাণ্ডা বাতাস বের হওয়া বন্ধ হলে বুঝি কম্প্রেসার বন্ধ ,

আসলেই কি তাই?
আশাকরি সব গুলো প্রশ্নের উত্তর দেবেন , অগ্রিম ধন্যবাদ।
লেখার ভুল ত্রুটি ক্ষমা করবেন।

Level 0

আমি Rinku01911212177। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm a Dentist, I love to know new things....!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস