বাংলাদেশে মাইক্রোকন্ট্রোলার টেকনোলজির বর্তমান প্রেক্ষাপট

বর্তমান সময়ে ইলেকট্রনিক্স নিয়ে যারা লেখাপড়া করছেন অথবা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে পছন্দ করেন তাদের কাছে মাইক্রোকন্ট্রোলার একটা বহুল আলোচিত বিষয়। অতীতে এর উপর আমাদের দেশে খুব বেশি কাজ হতো না কিন্তু গত দুই বছরে আমরা এ বিষয়টির উপর অনেক এগিয়েছি। মাইক্রোকন্ট্রোলারের উপর কাজ করাটা যেমন মজার এবং এর ভবিষ্যৎও বেশ ভাল। নিজেই ভাল কাজ শিখে গড়ে তুলতে পারেন ছোট বা মাঝারি ধরণের শিল্প প্রতিষ্ঠান।

আমাদের দেশে মাইক্রোকন্ট্রোলার টেকনোলজির বর্তমান প্রেক্ষাপট

ইতোমধ্যেই আমাদের দেশে এ ধরণের বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এছাড়া সোস্যাল মিডিয়াতে বেশ কিছু বাংলাদেশি গ্রুপ সক্রিয় রয়েছে যার মাধ্যমে সবাই তাদের অভিজ্ঞতা, প্রজেক্ট, ধারণা, সমস্যা, সমাধান, রিসোর্স বিনিময় করে থাকেন। প্রতিদিনই এ সকল গ্রুপের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা প্রকাশ করে ইলেকট্রনিক্সে আগ্রহীদের সংখ্যা দিন দিন বাড়ছে। অনেকেই বহি:বিশ্বের সাথে পাল্লা দিয়ে GSM,GPS এর মত এডভান্স টেকনোলজি ব্যবহার করে, যানবাহন ট্রাকিং সিস্টেম এর মত প্রজেক্ট নিয়েও কাজ করছেন। শুধু তাই নয় কিভাবে এগুলোকে ব্যবহার উপযোগী করে বাজারে নিয়ে আসা যায় সে চেষ্টাও চলছে।

গবেষণা এবং দেশীয় প্রযুক্তি

এখন আমাদের দেশের অনেকেই মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে UPS, IPS, ভোল্টেজ স্ট্যাবিলাইজার, সোলার চার্জ কন্ট্রোলার, কাউন্টার, অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোলার, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি সিস্টেম, নেটওয়ার্কিং, ট্যাম্পারেচার এবং হিউমিডিটি কন্ট্রোল সিস্টেম এর মত কমার্সিয়াল প্রোডাক্ট তৈরি করছেন এবং মার্কেটিং করছেন। পাশাপাশি পণ্যের গুণগত মান বৃদ্ধি ও নতুন নতুন পণ্য ও প্রযুক্তি উন্নয়নের জন্যও গবেষণা চলছে।ব্যবহারকারীদের কাছ থেকেও এসকল পণ্যের গুণগত মানের ব্যপারে ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। যা প্রকাশ করে আমরা আস্তে আস্তে আমাদের দেশীয় প্রযুক্তিকে সমৃদ্ধ করতে শুরু করেছি এবং বিদেশী পণ্যের উপর নির্ভরশীলতা ত্যাগ করছি।

উপকরণ সংগ্রহ
কিছুদিন আগেও নতুনদের জন্য ইলেকট্রনিক্সের পণ্য সামগ্রী সংগ্রহ করাটা বেশ ঝামেলার কাজ ছিল। গত বছরে বেশ কিছু অনলাইন শপ তৈরি হয়েছে, যার মাধ্যমে সবাই নতুন নতুন ইন্সট্রুমেন্ট, চিপ, কিট ইত্যাদির সাথে পরিচিত হতে পারছেন, এবং উপযুক্ত মূল্য যাচাই বাছাই করে অনলাইনেই অডার করতে পারছেন। কুরিয়ার সার্ভিস ব্যবহার করে সামন্য সার্ভিস চার্জের মাধ্যমে, প্রতিষ্ঠান সমূহ পণ্য সামগ্রী পাঠিয়ে দিচ্ছেন দেশের সকল প্রান্তে।

ট্রেনিং সেবা ও প্রয়োজনীয় সহায়তা

বর্তমানে ইমেবেডেড সিস্টেম, মাইক্রোকন্ট্রোলার টেকনোলজির উপর ট্রেনিং সেবা প্রদানকরী প্রতিষ্ঠানের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং এ সকল প্রতিষ্ঠানের ট্রেনিং পদ্ধতিও বেশ ভাল এবং বিশ্বমানের। পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উদ্দোগে, অনলাইন সপ বা যে সকল প্রতিষ্ঠান ইমেবেডেড সিস্টেম, মাইক্রোকন্ট্রোলার টেকনোলজির উপর কাজ করছে তারা নতুনদের উৎসাহী করে তোলার লক্ষে এবং এ ধরণের টেকনোলজিকে সহজলভ্য করার উদ্দেশ্যে সেমিনার এবং ওয়ার্কশপের সংখ্যাও বাড়ছে। ব্লগ এবং সোস্যাল মিডিয়াতে এ সকল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি বাংলা এবং ইংরেজীতে এ বিষয়ের উপর তৈরি ওয়েব সাইটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

রোবটিক্স টেকনোলজি

রোবটিক্স টেকনোলজি প্রধান ভিত্তি হচ্ছে মাইক্রোকন্ট্রোলার। অতীতে এই ক্ষেত্রটিতে আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল কারণ রোবটিক্স সিস্টেম ডেভলপ করার জন্য প্রয়োজনীয় কিট, উপকরণ এবং ম্যাকানিক্যাল স্ট্রাকচার ডেভলপ করাটা বেশ চ্যালেঞ্জের ব্যপার ছিল। কিন্তু বর্তমান সময়ে অনেকেই প্রয়োজনীয় কিট, এবং উপকরণ সমূহ বিদেশ থেকে আমদানী করছে, তাই এ প্রযুক্তিতেও এগিয়ে যাওয়ার সময় এসেছে। গত দুই বছরে রোবটিক্স টেকনোলজিতে আমরাও বেশ অগ্রসর হয়েছি। আন্তর্জাতিক রোবোটিক্স চ্যালেঞ্জের ফাইনাল পর্বে অংশ নেয়ার পূর্বে গত বছরে ইতোমধ্যেই বাংলাদেশ পর্বের প্রতিযোগিতায় বাংলাদেশের আইইউটি থেকে অংশ নেওয়া ‘আইএসওমেট্রিক’ দল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান এবং বুয়েট প্রথম স্থান অর্জন করে । ফাইনালে বাংলাদেশ, ভারত ছাড়াও অংশ নিবে মিশর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা এবং আরব আমিরাত। গত দুই বছরে আমাদের চিন্তা ভাবনারও ব্যপক পরিবর্তন এসেছে।

মাইক্রোকন্ট্রোলার সম্পর্কিত আমার ব্যাক্তিগত বিশ্লেষণ আপনাদের সাথে বিনিময় করলাম। এ বিষয়ে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের কোন অভিজ্ঞতা , অর্জন ,কৌতুহল আমাদের সাথে শেয়ার করতে পারেন। আসুন এক সাথে কাজ করে আমাদের দেশীয় প্রযুক্তিকে সমৃদ্ধ করি। বিজ্ঞান ও প্রযুক্তির মুক্ত চর্চার মাধ্যমে সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তুলি।

……………………………………………………………………………

আজ এ পর্যন্তই। সকলের জন্য শুভকামনা রইল।

পোস্টটির মূল লেখক: টিউটোহোস্ট টিম সদস্য "অসিম কুমার"
পোস্টটি ইতোপূর্বে: খানে প্রকাশিত

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo likhecen vai.tobe shudu matro robotics k main na dhore r o brihot vabe alochona korle valo hoto. good post +++

Level 0

মাইক্রোকন্ট্রোলার এর মত এমন একটি বিষয়ে পোস্ট করার জন্য ধন্যবাদ । সাথে একটি প্রশ্ন ঃ মাইক্রোকন্ট্রোলার এর basic টা কিভাবে শেখা যায় । জানালে উপকৃত হতাম। যদি আরেকটু কষ্ট করে [email protected] এদিকে ছুরে দিতেন , তাহলে আরও বেসি উপকৃত হতাম।
এ বিষয়ে আরও কিছু আসা করি আপনার কাছে।

    @Omiorahman: আপনি ফেসবুকে microcontroller লিখে সার্চ দিলে কিছু বংলাদেশী গ্রুপ পাবেন, ওখানে অনেক রিসোর্স এবং পরামর্শ আছে, দেখতে পারেন। এছাড়া যারা এ বিষয়ে কাজ করে তাদের ফেসবুকের Like পেজগুলো দেখে প্রয়োজনীয় গ্রুপ সমূহে যোগ দিতে পারেন। আশা করি আপনার শিখতে অনেক সুবিধা হবে।

আমার মনে হয় funding টাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পোলাপানদের micro controller নিয়ে আগ্রহের কমতি নাই। এখানে মেধাবীও অনেক আছে, but problem হল যন্ত্রপাতি। খুব কম Student দের কাছেই এগুলার জন্য খরচ করার মত টাকা থাকে। তার মধ্যে latest আর upgraded kits, machinery ত আমাদের ধেশে পাওয়াই দুষ্কর।

আগ্রহ থাকলে funding তেমন বাধা হবে না। আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কথা বলে দেখুন এবং আরো সহজ উপায় হল আপনার বন্ধুদের সাথে আলোচনা করে একটা গ্রুপ তৈরি করে কাজ শেখা শুরু করুনএক্ষেত্রে আপনার funding এবং শিখতে সুবিধা হবে। যন্ত্রপাতি একটু খোজ নিয়ে দেখুন এখন এগুলো সংগ্রহ তেমন সমস্যা না। আমি বিষয়টি আলোচনা করেছি। আর আপনি ফেসবুকে microcontroller লিখে সার্চ দিলে কিছু বংলাদেশী গ্রুপ পাবেন, ওখানে অনেক রিসোর্স এবং পরামর্শ আছে, দেখতে পারেন। এছাড়া যারা এ বিষয়ে কাজ করে তাদের ফেসবুকের Like পেজগুলো দেখে প্রয়োজনীয় গ্রুপ সমূহে যোগ দিতে পারেন। আশা করি আপনার শিখতে অনেক সুবিধা হবে।

Level 0

microcotroler নিয়ে একটু লেখাপড়া করা দরকার

মাইক্রোকন্ট্রোলার নিয়ে আমরা বাংলায় একটি সাইট চালাচ্ছি। যন্ত্রপাতি ডট কম, বাংলায় মাইক্রোকন্ট্রোলারভিত্তিক প্রজেক্ট নিয়ে করা একটা উদ্যোগ। শেখার জন্য বেশ ভাল জায়গা…