ফেলে দেয়া জিনিস দিয়ে তৈরি করুন ইউএসবি ফ্যান

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের সবার কাছেই কিছু না কিছু নস্ট ইলেক্ট্রনিক্স পন্য থাকে। সেইসব অপ্রয়োজনীয় জিনিস দিয়ে তৈরি ইচ্ছে করলে করতে পারেন প্রয়োজনীয় অনেক কিছু। আজ দেখব কিভাবে তৈরি করা যায় ইউ.এস.বি ফ্যান। চলুন তাহলে শুরু করা যাক।

❖ যা যা লাগবেঃ

১ টি ইউ.এস.বি ক্যাবল ।

১ টি কুলিং ফ্যান

দুটি উপকরণই সহজে যোগার করতে পারবেন । যোগার করা হয়ে গেলে নিচের নিয়মটি অনুসরন করুন ।

❖ কি করতে হবেঃ

১. প্রথমে ইউ.এস.বি ক্যাবল এর লাল এবং কালো গ্রাউন্ড তার দুটি ছাড়া বাকি গুলো ছেঁটে ফেলুন ।

২. কুলিং ফ্যানের তারের মাথার কানেক্টরটা কেটে ফেলুন ।

৩. এবার এউ.এস.বি ক্যাবল ও কুলিং ফ্যানের লাল তারের সাথে লাল তার এবং কাল তারের সাথে কাল তার জুড়ে দিন ।


৪. জোড়া অংশটা টেপ দিয়ে ভালো করে মুড়ে দিন ।

ল্যাপটপ ব্যবহার কারীরা বিদ্যুৎ চলে গেলে ও আরামে থাকবেন !!!

Level 0

আমি Minhaz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Green & White er ki Korbo?? Alada Rekhe DIBO ??

    Level 0

    @অন্তিমআর্তনাদ: ইউ.এস.বি কেবল এর লাল এবং কালো গ্রাউন্ড তার দুটি ছাড়া বাকি গুলো কেটে ফেলতে হবে 🙂
    প্রথম মন্তব্যর জন্য ধন্যবাদ 🙂

Level 0

ধন্যবাদ এত সুন্দর পোস্ট টি করার জন্য। এ রকম আরও পোস্ট চাই।

    Level 0

    @nirob11: আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য 🙂

Level New

KICHU MONE KOREN NA.AMI EKTA BOKAR MOTO QUESTION KORCHI.EI USB FAN TA KI KAJE LAGBE???
R TUNE TA KHUB SUNDOR HOYECHE.SHARE KORAR JONNO DHONNOBAD.

    Level 0

    @Raja Banerjee: মন্তব্য করার জন্য ধন্যবাদ
    এই ফ্যান টা কারেন্ট চলে গেলে যারা ল্যাপটপ ব্যবহার করেন তারা ল্যাপটপ এর সাথে সংযোগ দিয়ে চালাতে পারবেন। গরমের সময় আরাম পাওয়া যাবে 🙂

      Level 0

      @Minhaz: ন্তব্য করার জন্য ধন্যবাদ
      এই ফ্যান টা কারেন্ট চলে গেলে যারা ল্যাপটপ ব্যবহার করেন তারা ল্যাপটপ এর সাথে সংযোগ দিয়ে চালাতে পারবেন। গরমের সময় আরাম পাওয়া যাবে 🙂

কঠিন…। নষ্ট মাউসের কেবল গুলা কাজে লাগাব। ধন্যবাদ 😀

    Level 0

    @Desert Eagle: মন্তব্য করার জন্য ধন্যবাদ 🙂

Level 0

ফালতু post।কারন,usb তে supply হয় 6v।কিন্তু কুলিং ফ্যান 12v এ চলে।আপনি যদি সফলভাবে চালাতে পারেন,তাহলে বিস্তারিত জানান।থাঙ্কস

LOL

Level 0

দারুন হয়েছে ভাই । আশা করি আমাদের এই ধরনের আরো কিছু উপহার দিবেন।

Level 2

এই ফ্যান টা কারেন্ট চলে গেলে যারা ল্যাপটপ ব্যবহার করেন তারা ল্যাপটপ এর সাথে সংযোগ দিয়ে চালাতে পারবেন। গরমের সময় আরাম পাওয়া যাবে

এতটুকু তে যে বাতাস…স…ষ…? হা সাইলেন। এই ফ্যনটি ১২ ভোল্টের মাটার দিয়ে তৈরি, আর ল্যপটপ ইউএসবি পোট দিয়ে ৫.৬ ভোল্ট বের হয়, তাহলে একটু ভাইবা দেখেন কি পরিমান বাতাস হবে..? এইসব বিষয় ট্রই মাইরা বহুতকাল আগে ফালাইয়াদিছি।

আমি Compaq cq43 ব্যবহার করি একটানা ১৪ ঘন্টা চালাইলেও ল্যপটপ তেমন গরম হয়না, বিশ্বাস না হলে যারা Compaq ব্যবহার করে তাগো কাছে জিজ্ঞাসা করবেন। আসলে Compaq সহযে গরম হয় না।

তবে টিউনারকে ধন্যবাদ, এখান থেকে হয়ত নতুনরা কিছু শিখতে পারবে।

চমৎকার ধন্যবাদ।

কি আজব কান্ড!!!!!!!!!!!

Level 0

মিনহাজ ভাই, আপনি কোন answer দিচ্ছেন না কেন? এই ধরনের বিভ্রান্তমুলক কোন tune করবেন না।

ধন্যবাদ টিউনের জন্য।অতীতে কেউ একজন এই টিউনটা করেছিলো এবং সেটা দেখে আমি নিজে বানিয়েছি।মুখে ভালোই বাতাস লাগে।ধন্যবাদ পুনরায় টিউনটি করার জন্য এবং অনেকেই উপকৃত হবে।

    Level 2

    @প্রবাসী: ভাই আমিও পারি ব্লগে আপনাকে দেখিনা ক্যনো। আপনিও তো ইতালি থাকেন।

      আসলে টেকটিউনস ছাড়া আমি কোথাও লিখিনাতো তাই দেখেন না।লিখি বা না লিখি আমার শুভকামনা সবসময়ই আছে।

Level 0

Good

Level 0

ধন্যবাদ এত সুন্দর পোস্ট টি করার জন্য।

please answer the above question!!! Actually you directly copy this post from bigganoprojukti.com & you have no practical idea. But thanks to share.