সবাই কেমন আছেন ? আমি খুবই দুঃখিত যে এতদিন আমি আপনাদের কোন টিউন উপহার দিতে পারি নি ! তবে আজ থেকে নিয়মিত পোস্ট করার চেষ্টা করবো ! যাইহোক , আমরা যারা ইলেক্ট্রনিক্স নিয়ে কাজ করি , তাদের বিভিন্ন সময়ে পিউর ডিসি ভোল্টেজ এর দরকার হয় ! যদি ব্যাটারী থাকে তাহলে কোন সমস্যা হয় না ! কিন্তু বর্তমানে খুব কম জনের কাছে ব্যাটারী আছে ! আপনি ট্রান্সফরমার ব্যবহার করে মোটামুটি ডিসি ভোল্টেজ পাবেন , কিন্তু সেটি কি পিউর ডিসি ভোল্টেজ ? তবে আপনি রেগুলেটর আইসি ব্যবহার করে পিউর ডিসি ভোল্টেজ পেতে পারেন ! রেগুলেটর আইসি নিয়ে আমি একটি টিউন করেছিলাম ! টিউনটি দেখতে এখানে যান ! এখানে ওই সার্কিটকেই একটু আপডেড করা হয়েছে ! যদি পিউর রেগুলেটেড পাওয়ার সাপ্লাই আপনার দরকার হয় তাহলে নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন :
12 ভোল্ট 2 অথবা 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার 1 টি !
4 টি যেকোন মানের রেকটিফায়ার ডায়োড !
পোলারিস্ট ক্যাপাসিটর C1 = 2200uF 25V !
পোলারিস্ট ক্যাপাসিটর C3 = 10uF 35V !
নোনপোলারিস্ট ক্যাপাসিটর C2 যার কোড 104 !
একটি রেগুলেটর আইসি যার মান 7812 !
এবার নিচের চিত্রের মত সংযোগ দিন !
যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
valo laglo vai.