সাপ্লাই দিন ১২ ডিসি ভোল্ট আর আউটপুটে পান ১২০ এসি ভোল্ট

টেকটিউনস এ ইলেক্ট্রনিক্স বিভাগ থাখা সত্তেও ইলেক্ট্রনিক্স এর উপর তেমন একটা টিউন কেউ করে না , কিন্তু আমি জানি টেকটিউনস এর অনেক ভিজির এর ইলেক্ট্রনিক্স এর উপর বেশ আগ্রহ আছে। তাই আমি চিন্তা করাল এখানে ইলেক্ট্রনিক্স এর উপর কিছু টিউন করা উচিত। আমি চেস্টা করবো ইলেক্টনিক্স এর উপর ভালো মানের টিউন উপহার দেয়ার। আর কথা না বাড়িয়ে বরং কাজে আসা যাগ।

আজ আমি আপনাদের যে র্সাকিট টার সাথে পরিচয় করে দিবো , তা দিয়ে আপনি ইনপুটে ১২ ডিসি ভোল্ট প্রয়োগ করে আউটপুটে পাবেন ১২০ এসি ভোল্ট। যা দিয়ে আপনি টিভি সহ অনেক যন্ত্র পাতি চালাতে পারবে।

র্সাকিট ডায়াগ্রামঃ

inverter

এখানে মাত্র ২ NPN Transistor ব্যবহার করা হয়েছে। এবং একটি 24V, Center Tapped Transformer লাগানো হয়েছে।

যা যা লাগবে :

  • ক্যাপাসিটর : C1, C2 - 68 uf, 25 V Tantalum Capacitor
  • রেজিস্টর : R1, R2 - 10 Ohm, 5 Watt , R3, R4 - 180 Ohm, 1 Watt
  • ডায়োড : D1, D2 - HEP 154 Silicon Diode
  • ট্রানজিস্টর : Q1, Q2 - 2N3055 NPN Transistor
  • ট্র্যান্সফরমার : T1 - 24V, Center Tapped Transformer
  • অন্যান্য :  তার , কেস, Receptical (আউটপুটের জন্য)

এখানে ১৫ এম্পিয়ারের ১২-০-১২ ভোল্ট এর ট্রান্সফারমার এর দাম হবে ৯০০ থেকে ১০০০ হাজারের মত।

খরচ

  • আর 2N3055 ট্রনজিস্টর এর দাম হবে ৩৫*২=৭০ টাকা।
  • ২ই টা ডায়োড এর দাম মাত্র ২ টাকা।
  • ১০ ওহম 5 WAT মাইক্রোন এর দাম ১৫ টাকা।
  • ১৮০ ওহম ১ ওয়াট রেজিস্টেন্স দুইটার দাম ৫ টাকা।
  • ৬৮ মাইক্রুফেরাড ২৫ ভোল্ট কেবাসিটর এর দাম ১০*২=২০ টাকা।
  • আর একটা পিনভোর্ড বা PCB লাগবে যার দাম ২৫ টাকা।

আর বিস্তারত পাবেন এখানে

সবাই কে ধন্যবাদ

১ম প্রকাশিত এখানে

Inverter

source: http://www.aaroncake.net/


Have you ever wanted to run a TV, stereo or other appliance while on the road or camping? Well, this inverter should solve that problem. It takes 12 VDC and steps it up to 120 VAC. The wattage depends on which tansistors you use for Q1 and Q2, as well as how "big" a transformer you use for T1. The inverter can be constructed to supply anywhere from 1 to 1000 (1 KW) watts.

//
//

Schematic


This is a schematic of the Inverter

Parts:


Part

Total Qty.

Description

Substitutions

C1, C2

2

68 uf, 25 V Tantalum Capacitor

R1, R2

2

10 Ohm, 5 Watt Resistor

R3, R4

2

180 Ohm, 1 Watt Resistor

D1, D2

2

HEP 154 Silicon Diode

Q1, Q2

2

2N3055 NPN Transistor (see "Notes")

T1

1

24V, Center Tapped Transformer (see "Notes")

MISC

1

Wire, Case, Receptical (For Output)

Notes:

1. Q1 and Q2, as well as T1, determine how much wattage the inverter can supply. With Q1,Q2=2N3055 and T1= 15 A, the inverter can supply about 300 watts. Larger transformers and more powerful transistors can be substituted for T1, Q1 and Q2 for more power.

2. The easiest and least expensive way to get a large T1 is to re-wind an old microwave transformer. These transformers are rated at about 1KW and are perfect. Go to a local TV repair shop and dig through the dumpster until you get the largest microwave you can find. The bigger the microwave the bigger transformer. Remove the transformer, being careful not to touch the large high voltage capacitor that might still be charged. If you want, you can test the transformer, but they are usually still good. Now, remove the old 2000 V secondary, being careful not to damage the primary. Leave the primary in tact. Now, wind on 12 turns of wire, twist a loop (center tap), and wind on 12 more turns. The guage of the wire will depend on how much current you plan to have the transformer supply. Enamel covered magnet wire works great for this. Now secure the windings with tape. Thats all there is to it. Remember to use high current transistors for Q1 and Q2. The 2N3055's in the parts list can only handle 15 amps each.

3. Remember, when operating at high wattages, this circuit draws huge amounts of current. Don't let your battery go dead :-).

4. Since this project produces 120 VAC, you must include a fuse and build the project in a case.

5. You must use tantalum capacitors for C1 and C2. Regular electrolytics will overheat and explode. And yes, 68uF is the correct value. There are no substitutions.

6. This circuit can be tricky to get going. Differences in transformers, transistors, parts substitutions or anything else not on this page may cause it to not function.

Also check the conversation about this project at the community. Post you questions here.

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ।

ভাই কত টাকা লাগবে? আর একটা কথা আমার একটা ইউপিএস এর ব্যাটারী নষ্ট হইছে এইটা কি মোটেও ভাল করা সম্ভব এবং তা কিভাবে করব?

    Level 0

    আর একটা কথা, এখানে 2N3055 ট্রানজিস্টর টা খুব গরম হবে তাই এখানে একটা ভাল মানের হিটসিং লাগাতে হবে এর দাম হবে প্রায় ৯০-১০০ এর মত।

    khayrul ভাই ধন্যবাদ , মাইন্ড করবো কেন।

Level 0

আপনাকে স্বাগত জানাচ্ছি এই সাইট বেছে নেয়ার জন্য। আপনার প্রচেস্টা সফল হোক এই কামনা করছি।
আরও ভাল কিছুর আশায় রইলাম—————————————————————

    খাইরুল ভাই আমার একটা UPS এর ব্যাটারী নষ্ট হইছে। আমি কিভাবে এইটা কে কাজে লাগাতে পারি?

    khayrul ভাই আপনাকে আবার ধন্যবাদ ,আর ভাই আপনি তো ইলেক্ট্রনিক্স এ হাফেজ, টিউন করচ্ছেন না কেনা ।আপনার ভাল কিছুর টিউন এর আশায় রইলাম।

সার্কিট অপারেশানটা আলাদা করে দেয়া দরকার ছিল বলে মনে করি ……. যারা ইলেক্ট্রনিকস এর স্টুডেন্ট না তাদের বুঝতে সমস্যা হবে কোথা থেকে আউটপুট নিবে। আরেকটা কথা সার্কিটটা অনেকটা commutation (complementary) এ্যারেহ্জমেন্টের মত মনে হচ্ছে। কাইন্ডলি একটু এক্সপ্লেইন করে দিবেন।

    টিনটিন ভাই আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য , আসলে সময় অভাবে সার্কিট অপারেশানটা আলাদা করে দেখাতে পারি ।

এই ইনভারটার দিয়ে কি কি চলবে?

ধন্যবাদ একটা প্রয়োজনীয টিউন করার জন্য । কিন্তু আপনি কি র্সাকিট টা টেসট করে দেখেন..?? যদি টেস্ট করে থাকে তাহলে যানান।
আমি এরকম অনেক ইনভর্টার নন-ইনভার্টার র্সাকিট নিয়ে কাজ করছি কিন্তু ভোল্টেজ বৃদ্ধি করাতে পারি নি।

    Abdullah Abu Sayed ভাই আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য , আর ভাই আমার কলেজ এটি নিয়ে কাজ করেছিলা এবং সফল ও হয়েছি।

ধন্যবাদ ফাহিম রেজা। ভাল টিউন।

can i have your contact details please.mail me [email protected]

ভাইয়া এই সার্কিট দিয়ে সর্বচ্চো কত ওয়াট আউটপুট দেবে জানালে খুব ভাল হয়।

ফাহিম ভাই electronics র উপর আর টিউন করেন…………………আর আমরা electronic engineer ra য়ে breadboard ব্যবহার করি র তাতে যে সাদা অংশে ( যেটা আমার ছবি তে দেখা যাচ্ছে ) resistor , capacitor লাগাই তার দান কত ?

    এটা কে প্রোজেক্ট বোর্ড ও বলে । এর দাম খুব একটা বেশি না । ভাল মানের প্রোজেক্ট বোর্ড এর দাম মাত্র ১০০-৩০ টাকা ।

Level 3

ভাই, এটাকে ২৫০ ভোল্ট সাপ্লাই দেওয়া যায়না। ২৫০ ভোল্ট সাপ্লাই দেওয়া গেলে জানাবেন।

Level 0

ভাই আমি একটা 850mah 3.6V mobile battery কে 3.6V এর 150mah battery er outlet বানাইতে চাই ja ke recharge-o kora jai ekoi podhotti te। একটু help korbrn plz.

Level 0

ভাই তারপরও বিদ্যুতে এত সমস্যা কি করে? বুঝিয়ে বলবেন।

হুম ভাল টিউন