আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-২৫] :: মাত্র ৪০ থেকে ৪৫ টাকা খরচ করে ভাল মানের একটি Amplifier তৈরী করুন !

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট!

সবাই কেমন আছেন ? আমি ছেলে বেলা থেকেই গান শুনতে একটু বেশি ভালবাসি ! কিন্তু সাউন্ড বেশি না হলে গান শুনে মজা পাওয়া যায় না ! আবার সাউন্ড শুধু বেশি হলেই হবে না , মিস্টি হতে হবে ! তাই বলতে পারেন আমি যা কিছু কাজ করেছি তার মধ্যে থেকে অডিও সার্কিটের পেছনেই বেশি সময় দিয়েছি ! আমি অনেক রকমের অডিও সার্কিট বানিয়েছি ! এগুলোর মধ্যে থেকে কম খরচে তৈরী করা ভাল মানের একটা অডিও সার্কিট আপনাদের আমি উপহার দিবো !

অবশ্য অনেক আগেই এটি আমি আপনাদের উপহার দিতে পারতাম ! কিন্তু দেইনি ! কারন এই সার্কিট আমি নেটে অনেক খুজেছি কিন্তু পাইনি ! আর কলম দিয়ে একে তার ছবি তুলে দিলে পরিস্কার বোঝা যায় না ! আমারতো আর পিসি নাই যে তার মাধ্যমে সার্কিট একে দিবো ! তবে একটা ভাঙ্গা 6120c আছে ! অনেক খোজাখুজির পর সেদিন একটা সফটওয়ার পেলাম , যার মাধ্যমে একটু বুদ্ধি খাটিয়ে সার্কিট আকানো যায় ! তাই এটি শেয়ার করার সুযোগ হল ! যাইহোক, এর জন্য আপনাকে কিছু কম্পোনেন্ট সংগ্রহ করতে হবে :

ভলিউম V = 50K !

নোনপোলারিস্ট ক্যাপাসিটর C1 যার কোড = 103 !

নোনপোলারিস্ট ক্যাপাসিটর C4 যার কোড = 104 !

পোলারিস্ট ক্যাপাসিটর C2 = 330 uf 25v !

পোলারিস্ট ক্যাপাসিটর C3 = 330 uf 25v !

পোলারিস্ট ক্যাপাসিটর C5 = 330 uf 50v !

রেজিস্ট্যান্স R1 = 15 ওহম 1/4 watt !

IC = TDA2002 !

মাইক spk = যেকোন ওয়াটের 4 ইঞ্চি অথবা 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি !

এবার নিচের চিত্রের মত করে সংযোগ দিন !

TTC Tunes

যেহেতু এই সার্কিটে কম্পোনেন্ট খুব কম তাই এটি ভেরো বোড ছারাও তৈরী করতে পারবেন ! শুধু কম্পোনেন্ট গুলোর পিনের সাথে পিনের সোল্ডারিং করে দিলেই হবে ! সার্কিটটিতে ব্যাটারী B হিসাবে 6 থেকে 12 ভোল্ট ব্যবহার করতে পারবেন ! 12v-0-12v 3A এই ট্রান্সফরমার মাধ্যমেও ফিল্টারিং করে লাইন দিতে পারবেন ! আইসিটিতে অবশ্যই Heat sink ব্যবহার করবেন এবং Heat sink এর সাথে অবশ্যই নেগেটিভ লাইনের সংযোগ দিবেন ! সব কাজ হয়ে গেলে আপনার পিসি, ল্যাপটপ, মোবাইল, সিডি, ডিভিডি প্রভৃতির আউটপুট বা স্পিকারের লাইনের সাথে সার্কিটের Audio in লাইনের সংযোগ দিন আর উপভোগ করুন লাউড সাউন্ড !

যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পা� ান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !

বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , স� িক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice tune

Level 0

Dhakai agulo khotai kinte pabo????

sundor rubel vai, khub valo laglo…
r itpoka vai ei parts gulo sab j kono electronics dokane pabe.
tnkssss

Level 0

অসাধারণ টিউন। আপনার নাম্বারটা সংগ্রহে রাখলাম। কোন প্রয়োজনে আপনাকে কাছে পাবো এই প্রত্যায়ে ।

ধন্যবাদ। ভালো থাকবেন।

ভাই আপনার সকল পোস্ট আমার ভাল লাগে। এটাও তার ব্যতিক্রম হয়নি?

Level 0

Sub woofer bananor akta post den.

রুবেল ভাই অসংখ্য ধন্যবাদ। একটি সমস্যা হল আপনি যে যন্ত্রাংশগুলো লিখেন এগুলো আমাদের এলাকায় পাওয়া যায় না। এবারের গুলো খুজে দেখিনি আগে একটি সার্কিটের ………..

Bravo !

Rubel vai, amar jodi oneek taka thakto biswash koren ami apnake akta computer gift kortam. Ami buje utthe pari na kotto kosto kore apni mobile diye a rokom oshadharon tune lekha chaliye jachsen. Hail you man!!!

thanks bai nice tune.Ekta Misti sound er sarkit toiri kore dile khushi hobo.SA Paribahon jehetu asse.Number 011-9956-0684.

vai current bill komano jay a rokom kisu abiskar kore janan ak bar sunesilam miter slow kore bill komano jay but akhon to miter box sill kora thake so akhon ki notun kono path ase jate current bill khub kom asbe……………………..

Rubel vai,jotil hoyca.2-1 diner moddhe ami eita create korbo.Goto 3 din techtunes a asha hoyni ei jonno comment dite late holo.You’re great…Boss.
Valo thakben.

Amplifier ar Out-Put watt koto hobe ullak koran nai! @Rubel ttc

Level 0

রুবেল ভাই আপনা কথা মত একটি সার্কিট তৈরি করেছি, কিন্তু সাউন্ড থেমে থেমে আসে আর শব্দ করে। এর সমাধান কী ?
আর আরেকটা কথা আপনি বলছেন খরচ ৫০ টাকা, কম্পোনেন্ট গুলো কিন্তেই ১০০ টাকা লেগেছে।

আশা করি আপনি সমাধান দিবেন।

    @Haque: bhai apnar connection a hoi to vul ase. Bhalo kore chake korun. Tobe ic 2number holeo ei rokom hoi. Ic er dam 25 taka theke 30 taka. Capacitor 4taka pis. Resistance 1 taka kore. Volume 1ta 6 taka.

Level 0

TNX

Level 0

vai eitar power ki usb laptop er usb theke neow jabe pls janaben

Vai, input voltage koto dibo apni bolcen 12-6 volt
er mani ki? abar bolcen 13v 3A , ekhaney 6v e ki vabe kaj kore ???
Naki 12 volt k 6v e filter kore dite hobe??

ভাই ছবিটা কোথায়? কোথাও আপলোড করে লিংক দিন।