সবাই কেমন আছেন ?
এর আগে আমি একটি টিউন করেছিলাম যার মাধ্যমে ফিউজ টিউব লাইট জ্বালানো যেত ! কিন্তু ওটা সম্ভব হত যদি আপনার ব্লাস্ট ইলেক্ট্রিক্যালের হয় ! কিন্তু বর্তমানে ইলেক্ট্রিক ব্লাস্ট এর ব্যবহার কমে গেছে ! এখন ইলেক্ট্রনিক্সের ব্লাস্ট বা অটো ব্লাস্ট বেশি ব্যবহৃত হচ্ছে ! অর্থাত্ যেই ব্লাস্টে স্টার্টার লাগে না ! আজ আমি দেখাবো যে কিভাবে আপনি এই ব্লাস্টের মাধ্যমে ফিউজ টিউব লাইট জ্বালাতে পারবেন ! এর জন্য আপনাকে কোন কম্পোনেন্ট কিনতে হবে না ! শুধু দরকার একটু তার ! প্রথমে ফিউজ টিউব লাইটের নষ্ট ফিলামেন্টের প্রান্ত দুটি বের করুন !
এভো মিটার বা সিরিজ ল্যাম্পের সাহায্য নিয়া এটা করতে পারেন ! এবার তার দিয়ে ওই প্রান্ত দুটি শর্ট করে দিন !
এবার টিউব লাইটটি ইলেক্ট্রনিক্স এর ব্লাস্টে সেট করুন ! সুইচ দিন ! দেখবেন আলো জ্বলতেছে ! তবে টিউব লাইট যদি খুবই দুর্বল হয় তাহলে যেকোন এক সাইট একটু জ্বলে ভাল প্রান্তের ফিলামেন্টও কেটে যাবে ! এই ক্ষেত্রে ওই টিউব আর কাজ করবে না ! এই তথ্যের ভিত্তিতে আমি প্রায় 6 মাস ধরে একটা ফিউজ টিউব লাইট জ্বালাইতেছি !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
এক সময় সার্কিট নিয়ে অনেক গবেষণা করেছি। রাত দিন সার্কিট নিয়েই পড়ে থাকতাম এখন যেমন নেট নিয়ে থাকি। ধন্যবাদ শেয়ার করার জন্য।