সবাই কেমন আছেন ? বর্তমানে প্রায় সবার হাতে হাতে মোবাইল ! কোনটার দাম একটু বেশি আবার কোনটার দাম একটু কম ! তবে মোবাইল যেরকম দামেরই হোক না কেন , চার্জ না থাকলে মোবাইল বন্ধ হয়ে যায় এই কথা আমরা সবাই জানি ! তবে চার্জ ফুরিয়ে গেলে আমরা চার্জ দিতে পারি ! কিন্তু ভাবুন তো যখন আপনি কোথাও দুই থেকে তিন দিনের জন্য ভ্রমন করতে যান তখন যদি চার্জ ফুরিয়ে যায় তখন কি করবেন ? ধরুন আপনি কোথাও পিকনিক করতে গেছেন , সেখানে যদি চার্জ ফুরিয়ে যায় তখন কি করবেন ? ওই সময় হয়তো আপনার ফোনে অনেক জরুলী কল আসতো , কিন্তু কিছুই করার ছিল না ! তবে এখন থেকে অনেক কিছুই করার আছে ! এর জন্য নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন !
এবার চিত্রের মত করে সংযোগ দিন !
S8050 ট্রানজিস্টরের পিনের চিত্র দেখুন !
তৈরী হয়ে গেল আপনার ট্রাভেল মোবাইল চার্জার !
চার্জারে ভোল্টেজ প্রবেশ করালেই Led জ্বলে উঠবে এবং চার্জ হবে !
তবে যদি কারো মোবাইলে Not Charging লেখা দেখায় তাহলে 2 কিলোওহমের বদলে 1 কিলোওহমের রেজিস্ট্যান্স লাগাবেন !
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
Khub sundor hoyca.Boss you are great.Kintu Circut a kon component ta ke vabe kaj korca,kon tar karon a ke hoccha bolle onik kishu sikte partam!Thanks you.