
সবাই ভালতো ? আজ আমি আপনাদের একটি Simple অডিও অ্যাম্পলিফায়ার বানানো শিখাবো ! এটি যে কেউ বানাতে পারবেন ! কারণ এটি খুব ছোট একটি সার্কিট !
এর জন্য নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন :
এবার চিত্রের মত করে সংযোগ দিন !
কি অবাক হলেন তো? ভাবছেন LM 317 এটি তো রেগুলেটর আইসি , এটি দিয়ে কিভাবে অডিও আউট হবে ? যদিও এটি একটি রেগুলেটর আইসি তবুও এটি 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন অডিও আউট পুট করবে ! এই আইসি এর সাথে ভালমানের হিট সিংঙ্ক লাগাতে হবে ! আর ভেরিএবল রেজিস্ট্যান্স দিয়ে ভলিউম কম বেশি করতে হবে !বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
আমি রুবেল টিটিসি। প্রোপাইটর, আদনান ইলেকট্রনিক্স, আবাদপুকুর , নওগাঁ, রাজশাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
রুবেল ভাই আপনার পোস্ট গুলো খুব সুন্দর হয়। আমি এখন একটা সাহায্য চাই ছি। আমার কাছে একটা পুরনো মোবাইল চার্জার আছে এটা দিয়ে চারটা white led লাইটের সার্কিট বানাব কিভাবে . charger= out put 5v dc and 1000 ma