সবাই কেমন আছেন ? প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি টিটিতে ইলেক্ট্রোনিক্স বিভাগে নিয়মিত টিউন করতে না পারার কারনে ! অবশ্য আমি ইচ্ছে করেই করিনি ! কারন, এত কষ্ট করে মোবাইল দিয়ে টিউন লিখে HTML কোড দিয়ে Edit করে টিউন লিখার পর যদি দেখি সেটি অন্য কোন পেজে তাদের নিজের নাম দিয়ে চালিয়ে দেয় তাহলে একটু খারাপ লাগেই ! অনেক ভেবে দেখলাম তাদের জন্য তো আর আমি আমার লেখা থামাতে পারি না! তাই আবার চলে এলাম আপনাদের মাঝে ! এসে ভালোই লাগলো ! কারন আনেক নতুন টিউনার খুব ভাল ভাল টিউন করেছেন ! তাদেরকে স্বাগত জানায় ! আপনারা যেন নিয়মিত টিউন করেন এটিই চাওয়া আপনাদের কাছে ! তবে এতদিন টিটিতে ইলেক্ট্রোনিক্স বিভাগে টিউন না করতে পারলেও বসে ছিলাম না ! অনের কাজের ফাকেও গবেশনা চালিয়ে গেছি ! আশা করি পরবর্তিতে সেসব আপনাদের মাঝে উপহার দিব ! যাইহোক আর কথা বারাতে চাই না, এবার কাজে আসি ! আমরা অনেকে একটু একটু ইলেক্ট্রোনিক্সের কাজ জানি ! তার পাশাপাষি বিভিন্ন রকমের ইলেক্ট্রোনিক্সের সামগ্রী ব্যবহার করি ! প্রতিটি উন্নত মানের সার্কিটে প্রোটেকশনের জন্য ফিউজ ব্যবহার করা হয় ! কিন্তু অনেক সময় দেখা যায় সার্কিট কাজ করে না ! তখন আমরা আগে ফিউজ টেস্ট করে দেখি ঠিক আছে কি না ! কিন্তু ফিউজ টেস্ট করতে গেলে সার্কিট থেকে খুলতে হয় ! এবার আর ফিউজ খুলে টেস্ট করতে হবে না ! নিজেই খুব সহজে বানিয়ে নিন একটা ফিউজ টেস্টার !
এর জন্য নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন !
এবার নিচের চিত্রের মত করে সংযোগ দিন !
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
sundor hoicha …….bhai parla akta DC ips ar upor post koran