আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-১৬] :: ছোট একটি LED ফ্লাশার বানিয়ে নিন !

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট!

সবাই কেমন আছেন ? আজ আমি আপনাদের মাঝে এমন একটি সার্কিট নিয়ে আলোচনা করবো যেটি খুব সোজা ! এই সার্কিটের কাজ হল LED কে জ্বালানো ও নিভানো মানে ফ্লাশ তৈরী করা !
এটির জন্য নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন :

  • 1. দুইটি 1 কিলোওহমের রেজিস্ট্যান্স যার কালার হল বাদামী কাল লাল সোনালী !
  • 2. একটি 470 কিলোওহমের রেজিস্ট্যান্স যার কালার হল হলুদ বেগুনী হলুদ সোনালী !
  • 3. একটি 1 মাইক্রো ফ্যারাডে 16v পোলারিস্ট ক্যাপাসিটর !
  • 4. একটি 555 টাইমার আইসি !
  • 5. একটি লাল বা সবুজ আলোর LED বাল্ব !
  • 6. একটি 9 ভোল্টের ছোট ব্যাটারী !

এবার চিত্রের মত করে সংযোগ করুন !

TTC Tunes555 আইসি'র পিনের চিত্র দেখুন !

TTC TunesLED এর পিনের চিত্র দেখুন !

TTC Tunes বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

জোস । লাগে রহো মুননা ভাই ।

সুন্দর হয়েছে।

Level 0

মামুন ভাই সংযোগ চিত্র ও LED এর পিনের চিত্র দেখতে পারছি না৤ দয়া করে সাহায্য করবেন৤

Level 0

sorry রুবেল ভাই , নাম লিখতে ভুল করেছি, ধন্যবাদ আপনাকে এখন চিত্র দেখতে পারছি৤ আর একটু সাহায্য দরকার তা হলো এটাকে ১২ভল্ট ডিসি ব্যবহার করতে কিছু কি পরিবতন করতে হবে৤

@dj_hassan: bro 12v dile 7809 ei reguletor ic lagate hobe.

এটা যদি আমি সরাসরি AC কারেন্ট দিয়ে চালাতে চায় তাহলে কি করতে হবে? আর সর্বোচ্চ কতটি LED ব্যবহার করতে পারব?