আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-১৪] :: আসুন চোর ধরি !

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট!

আসুন চোর ধরি ! সবাই কেমন আছেন ? আপনারা হয়তো আমার টিউন গুলো দেখে মনে করতে পারেন আমি একজন ইলেক্ট্রনিক্স বিভাগের ছাত্র ! এটি কিন্তু সঠিক নয় ! আমি একজন ছোটখাটো হবিস্ট ! ছোট বেলা থেকে ইলেক্ট্রনিক্সের প্রতি আমার অজানা এক টান ছিল ! যখন আমি ক্লাস ফোর এ ছিলাম তখন থেকেই ইলেক্ট্রনিক্স নিয়ে চর্চা করতাম ! তখন থেকে এখন পর্যন্ত যা অর্জন করেছি তা আপনাদের দিতে চাই ! তবে সবগুলো দেওয়া সম্ভব নয় ! কারন কিছু কিছু সার্কিট আছে যেগুলোর কম্পোনেন্ট আমাদের দেশে এখন আর পাওয়া যায় না ! তাই যেগুলো সহজলভ্য আমি আপনাদের মাঝে সেইসব বিষয় নিয়ে আলোচনা করি এবং করতে থাকবো ! এখন আমি যে সার্কিট নিয়ে আলোচনা করবো এটি খুব সুন্দর , সহজ ও কার্যকরী সার্কিট ! এটির মাধ্যমে আপনি বুজতে পারবেন কেউ দরজা খুললো কি না আপনার ঘুমন্ত অবস্থায় !
এর জন্য নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন !

  • 1. রেজিস্ট্যান্স 10 কিলোওহম যার কালার হল , বাদামী কালো কমলা সোনালী !
  • 2. রেজিস্ট্যান্স 68 কিলোওহম যার কালার হল , নীল ধুসর কমলা সোনালী !
  • 3. রেজিস্ট্যান্স 1 কিলোওহম যার কালার হল , বাদামী কালো লাল সোনালী !
  • 4. দুইটি 0.01uF এর ননপোলারিস্ট ক্যাপাসিটর যার কোড হল 103 ! অর্থাত্‍ 103 নাম্বারের pf !
  • 5. পোলারিস্ট ক্যাপাসিটর 1uF/15V একটি !
  • 6. টাইমার আইসি 555 নাম্বারের একটি !
  • 7. স্পিকার 8 ওহম 0.5 ওয়াটের একটি ! তবে আপনি রেডিও এর স্পিকারও ব্যবহার করতে পারবেন
  • 8. 36 গেজের তামার তার পরিমান মত ! তবে আপনি বাজার থেকে এক টাকা বা দুই টাকা দামের তার কিনে ওখান থেকে একটা গেইজ খুলে নিতে পারেন !

এবার নিচের চিত্রের মত করে সংযোগ দিন !

TTC Tunes555 আইসিটির পিন নম্বর দেখুন !

TTC Tunesচিত্রে দেখুন চিকন যেই তার আছে সেটি আপনার ঘরের দরজার পিছনে এমন ভাবে সেট করুন যেন দরজা খোলার সাথে সাথে ওই চিকন তার ছিরে যায় ! আর ওই তার ছিরে যাওয়ার সাথে সাথে এক কিলোহার্জের একটা শব্দ হবে যেটি শোনার সাথে সাথে আপনার ঘুম ভেংগে যাবে এবং জানতে পারবেন কে দরজা খুললো !
একটু লক্ষ্য করুন :

  • এই সার্কিটে ব্যবহৃত রেজিস্ট্যান্সগুলো 1/4 ওয়াটের !
  • এই সার্কিটটি 5 হতে 15 ভোল্টে চলবে ! তবে আপনি 6 ভোল্ট 9 ভোল্ট ও 12 ভোল্টের যেকোন ব্যটারী ব্যবহার করতে পারবেন !
  • আইসির এক নম্বর পিনে নেগেটিভ ও আট নম্বর পিনে পজেটিভ ভোল্টেজ প্রবেশ করাতে হবে !
  • আইসির চার নম্বর পিনে চিকন তারের এক প্রান্ত ও এক নম্বর পিনে অপর প্রান্ত লাগাতে হবে !
  • ভুল কানেকশনের কারনে আইসি নষ্ট হলে আমি দায়ী নই !

বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Darun vaia . Chaliye jan

বেশ,দারুন হয়েছে!ধন্যবাদ।

ভাই FM transmeter এর উপরে কিছু লেখেন। খুবই উপকৃত হব।

Level 0

ভাই অনেক কাজের টিউন। আচ্ছা ভাই ৫৫৫ তো একটা টাইমার আইসি। ওটা দিয়ে তো কম্পাংক তৈরি হবে তাহলে শব্দ কি দিয়ে তৈরি হবে। 0.01uF ক্যাপাসিটর দিয়ে কি ? একটু জানাবেন please…

@Munna: bhai kompon tairy hobe na. Ic er 1 no. Pin theke 4 no. Piner connection disconnect holei ekta alam tairy hobe ja speaker e shunte paben. R 0.01uf eta ekta capacitor jar code 103 . Eta pf nam a dokander era chine. Thanks