আসুন চোর ধরি ! সবাই কেমন আছেন ? আপনারা হয়তো আমার টিউন গুলো দেখে মনে করতে পারেন আমি একজন ইলেক্ট্রনিক্স বিভাগের ছাত্র ! এটি কিন্তু সঠিক নয় ! আমি একজন ছোটখাটো হবিস্ট ! ছোট বেলা থেকে ইলেক্ট্রনিক্সের প্রতি আমার অজানা এক টান ছিল ! যখন আমি ক্লাস ফোর এ ছিলাম তখন থেকেই ইলেক্ট্রনিক্স নিয়ে চর্চা করতাম ! তখন থেকে এখন পর্যন্ত যা অর্জন করেছি তা আপনাদের দিতে চাই ! তবে সবগুলো দেওয়া সম্ভব নয় ! কারন কিছু কিছু সার্কিট আছে যেগুলোর কম্পোনেন্ট আমাদের দেশে এখন আর পাওয়া যায় না ! তাই যেগুলো সহজলভ্য আমি আপনাদের মাঝে সেইসব বিষয় নিয়ে আলোচনা করি এবং করতে থাকবো ! এখন আমি যে সার্কিট নিয়ে আলোচনা করবো এটি খুব সুন্দর , সহজ ও কার্যকরী সার্কিট ! এটির মাধ্যমে আপনি বুজতে পারবেন কেউ দরজা খুললো কি না আপনার ঘুমন্ত অবস্থায় !
এর জন্য নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন !
এবার নিচের চিত্রের মত করে সংযোগ দিন !
চিত্রে দেখুন চিকন যেই তার আছে সেটি আপনার ঘরের দরজার পিছনে এমন ভাবে সেট করুন যেন দরজা খোলার সাথে সাথে ওই চিকন তার ছিরে যায় ! আর ওই তার ছিরে যাওয়ার সাথে সাথে এক কিলোহার্জের একটা শব্দ হবে যেটি শোনার সাথে সাথে আপনার ঘুম ভেংগে যাবে এবং জানতে পারবেন কে দরজা খুললো !বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
আমি রুবেল টিটিসি। প্রোপাইটর, আদনান ইলেকট্রনিক্স, আবাদপুকুর , নওগাঁ, রাজশাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
Darun vaia . Chaliye jan