আসুন computer এর নষ্ট power supply দিয়া ১টি ভেরিএবল power supply বানাই সাথে ভোল্ট মিটার তো আছেই।

আমি একটি privet university (AIUB, EEE) এর একজন ছাত্র হওয়ায় বাংলা লেখার অভ্যাস নাই, আর অভ্র ফনেটিক দিয়া বাংলা লিখি তাই বানানে ভুল হয়, তাই ভুল গুলো ক্ষমার চোখে দেখবেন ।

আজ আমি computer এর নষ্ট power supply দিয়া ১টি ভেরিএবল/regulated power supply বানানো শিখাব যা দিয়া প্রায় 1.5v to 12/24/30v এর যেকোনো reng এ কাজ করতে পারব তা ট্রান্সফরমারের সের্বচ্চ ভোল্টেজের উপর নির্ভর করে  । এর জন্য প্রথমে জোগার করতে হবে একটি নষ্ট power supply যার সুধু বাহিরের port  গুলা আর fan কাজ করলেই হবে , তার পর এর ভেতরের সব ফেলে দেব তা নয় ওই circuit থেকে আমরা rectifier diod নিতে পারি এমনকি capacitor গুলাও নিতে পারি filter capacitor হিসেবে ব্যবহার করা যাবে , তাছারা ওখানে হিট সিঙ্ক পাওয়া যাবে সেগুলো আমরা আমাদের circuit এ ব্যবহার করতে পারব .এখন আসা যাক আসল কাজে এখন আমরা নিচের diagram অনুজায়ি আমরা আমাদের circuit টি vero board এ বসাব,

এখানে প্রথমে স্টেপ ডাউন ট্রান্সফরমার এর ac output এর সাথে একটী fuse box ব্যবহার করব যেখানে আমরা ইসসা মত 1/3A fuse  বসাতে পারব, তার সাথে ব্রিজ রেক্টিফায়ার দিয়া এসি ভোল্টেজ কে ডিসি ভোল্টেজে convert করব dc output এ filter capacitor দিয়া dc কে আরো pure করব তার সাথে ১টি voltage regulator IC LM317(নেগেটিভ ভেল্টেজের জন্য LM337) এর সাথে 5k/bigger pot ব্যবহার  করে  voltage কে কমাব বারাবো, তবে 10k এর উপরে pot  হলে তা অল্প গুরালেই অনেক voltage  এর পরিবত্রন হবে তাই বেশি মানের না ব্যবহার করাই ভাল ।

IC  এর সাথে অবস্যই হিট সিঙ্ক ব্যবহার করতে হবে এখানে আমরা আগের circuit থেকে পাওয়া হিট সিঙ্ক ব্যবহার করতে পারব, এই আইসি দিয়া ১.২ ভোল্ট থেকে  ৩৭ ভোল্ট  regulate করা যায় । যদি ট্রান্সফরমার টী ২৪/৩০ volt এর হয় তখন fan টি  চালানর জন্য ১টি ১০o  resistor ব্যবহার করলেই হবে কারন এটি ১২ volt হলেই চলবে & ১৮০ থেকে ২০০mA current এ চলে  & প্রায় ৩ ওয়াট power dissipate করে তাই নিরাপত্তার জন্য ১০ওয়াট রোধ বেবহার করাই ভাল ।

ফাইনাল অউটপুট এর সাথে ১টি voltmeter  লাগাব সেটা যদি সরাসরি আপনার reng মত কিনে লাগাতে পারেন তাইলে ত ভাল আর তা না পাওয়া গেলে 0-300v mini voltmeter পাওয়া জায় ওগুলা কিনে এনে আমার মত করে reng  ঠিক করে নিতে পারেন,

প্রথমে voltmeter  টি খুলে ওখানে রোধ আছে তার সাথে 6-8k রোধ সমান্তরালে লাগালে দেখবেন meter এর সুচক কাটা প্রায় ৩০ ভল্ট এই শেষ দাগ পর্যন্ত চলে গেছে মানে reng 0-30 হয়ে গেছে, এখন মুল দাগ এর উপর ১টি সাদা কাগজ লাগিয়া শুরু & শেষ দাগ দিয়া নিন, এরপর multimeter এর দিয়া মেপে মেপে প্রয়োজনিও ভল্ট গুলোর জন্য দাগ কেটে নিন তাহলেই হয়ে গেলো আপনার voltmeter । এখন কাজ আপনার নিজের ড্রিল মেশিন থাকলে ইসসা মত ফুটা করে ট্রান্সফরমার & circuit টা বসিয়া নেন আর fan ত লাগানই থাকে, তার পর ট্রান্সফরমের এর ইনপুট এ ২২০v AC আর অউতপুট এর ৩ টা cable  থাকে তার মাজখানের তা & ২ পাসের জেকন একটা cable bridge rectifier এ connect করে দিন আর power supply caching এ জায়গা মত ফুটা করে reguletor pot  তার মাথা বের করে নিন জাতে করে full caching লাগানর পর বাহিরে থেকেই pot টা ঘুরান যায় তারপর power supply এর ইনপুট এ ২টী ২২০ভল্ট ইনপুট port থাকে তার ১টি খুলে ওখানে আমরা ১টি on/off সুইচ বসাব যাতে করে সহজেই on/off করা জায় । এরপর ফাইনাল অউতপুট টি একটা ফুটা দিয়ে বের করে লাল & কাল দুটা crocodile ক্লিপ লাগিয়া দিন যাতে polarity নিয়া কনো সমসসা না হই ।

 আর এখন কি করবেন? আপনার power supply রেডি কাজ করুন যে কনো reng এ ।

বিভিন্ন জায়গায় parts এর বিভিন্ন দাম হলেও আমি সম্ভাব্য দাম বর্ণনা করছি…………

১।রেজিস্টর ……………………………. ১/২ watt 2tk, ভেরিএবল রেজিস্টর(pot) 10tk, 100Ω10w 10/15tk tk

২। ডায়ড..................................2/3tk

৩। ক্যাপাসিটর............................. (1000uf 50V = 20tk, .1uf,1uf=5tk)

৪। LM317/337.......................... 20tk

৫। ট্রান্সফরমার........................... 30v5/6amp = 400tk, 24V 5/6am 300tk, 12v 3amp 160

৫। vero board…………………………. 20tk

৬। fuse+fuse box…………………… 15tk

৭। voltmeter (0-300v mini)…… 30tk

৮। নস্ট power supply……………. 40/50tk

মানুষ মাত্রই ভুল তাই ভুল গুলো ক্ষমার চোখে দেখবেন আর কোন সমসসা হলে আমি ত আছি ।

https://www.facebook.com/romio.nahid?ref=tn_tnmn

[email protected]

Level 0

আমি রোমিও নাহিদ (AIUB EEE)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন রোমিও মানুষ তার উপর ইলেক্ট্রিকাল এডিক্টেড............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইসসস কেন যে ইলেট্রনিক্স বুঝি না 🙁

Level 0

dekhi try kore pari kina … via ami ebar AIUB te EEE te admission xm dilam … written e hoito tikbo … Viva er jonno ektu suggest korben pls ? Ki ki ask korte pare? preperation kemne nibo …

    @exe: bro akek techer akek qstn ask kore hsc level er phy er electronics part gula & dif+int calculas dekhte paro

Level 0

keep up the good works……. we r with u……… 🙂

nice and fantastic……

ইলেট্রনিক্স দেখলে মাথা ঘুরে, অনেক সুন্দর হয়েছে

ধন্যবাদ
প্রিয়তে রাখলাম
হয়ত কোন একদিন ট্রাই করব

circuit diagram er pcb layout dile valo hoto. tune ti valo laglo. thanks.

Level 0

কি দারুন একটা idea ভাই!

vai amar ekta DC(12V) input ATX power supply khoub dorkar,Pls kothay pabo apni soho keu janle ektu janaben PLS, <>

phone theke coment debar jonno banglish a coment gula kore ci tar jonno sorry

চমৎকার টিউন। তবে আপনার জন্য একটি তথ্য, প্রাইভেট/পাবলিক সব বিশ্ববিদ্যালয়েই ইংরেজী মাধ্যমে পড়ানো হয়।

Level 0

একটা মাল্টি মিটার কিনতে চাই । কোথাথেকে, কিভাবে কিনলে ভাল টা কিনতে পারব? আর এগুলোর দাম কেমন হবে?
জানালে উপকৃত হতাম।

Level 0

valo maner transformer kothai paoya jai. via pls inform me

Level 0

শুধু এই পোস্ট এ কমেন্ট করার জন্য লগ ইন করলাম ভাই। ওনেক শুন্দর টিউন হয়েছে। আচ্ছা, এটা থেকে কি পিউর DC পাওয়া যাবে?