আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট [পর্ব-০৯] :: আপনার হেড ফোনের জন্য ছোট্ট একটা অডিও এম্পলিফায়ার বানিয়ে নিন!

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট!

এটি খুব ছোট একটি সার্কিট যা তৈরী করা খুব সহজ! এই সার্কিটের মাধ্যমে আপনি হেড ফোনে সুন্দর কোয়ালিটির সাউন্ড শুনতে পারবেন! মাত্র একটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এই সার্কিটে ! এটি তিন ভোল্ট ব্যাটারীর মাধ্যমে চলে!
এটি তৈরীর জন্য আপনাকে কয়েকটি কম্পোনেন্ট সংগ্রহ করতে হবে!

  • 1. BC547 NPN ট্রানজিস্টর !
  • 2. 1uF 50v ইলেকট্রনিক্স ক্যাপাসিটর!
  • 3. 4.7uF মাইকা ক্যাপাসিটর ! তবে এটি আপনি কোন দোকানে পাবেন না! কারণ , মাইকা ক্যাপাসিটরে কোড ব্যবহার করা হয়! এই ক্যাপাসিটরের কোড 473 ! তাই দোকানীকে বলতে হবে 473 নাম্বারের pf দেন!
  • 4. 10nF ক্যাপাসিটর ! এটিও পাবেন না! এর বদলে বলতে হবে 103 নাম্বারের pf দেন!
  • 5. 820 কিলোওহম রেজিস্ট্যান্স যার কালার হল, ধূসর লাল হলুদ সোনালী !
  • 6. 22 ওহম রেজিস্ট্যান্স যার কালার হল, লাল লাল কাল সোনালী ! সবগুলো রেজিস্ট্যান্স কোয়াটার ওয়াডের হতে হবে ! নিচে কম্পোনেন্টগুলোর চিত্র দেওয়া হল দেখুন!

এবার এই চিত্রের মত করে সংযোগ দিন!

আপনার সেট থেকে যেই লাইন হেড ফোনের স্পিকারে যাওয়ার কথা ছিল সেটি সার্কিটের ইনপুটে সংযোগ দিন, আর হেড ফোনের স্পিকারের সাথে সার্কিটের আউটপুটের অর্থাত্‍ যেখানে headphone সেখানে সংযোগ দিন! তবে হেড ফোনের বদলে ছোট রেডিও এর স্পিকারের সাথেও সংযোগ দিতে পারবেন!

বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .

আরো জানার জন্য নিমবাজ ফেসবুক ও ইয়াহু থেকে rubelttc দিয়ে আমাকে add দিন! সবাই ভালো থাকবেন!

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনি কি আমার একটা সমস্যার সমাধান করতে পারবেন ?

আমার স্পীকার (2:1 subwoofer) এ রেডিও ধরে। স্পীকার এর পাওয়ার অন থাকলেই রেডিও বাজতে থাকে। রেডিও এর ভলিউম অনেক কম, কিন্তু স্পষ্ট শোনা যায়। ফলে গান শুনতে বা মুভি দেখতে অনেক সমস্যা হয়। এটা গত ৬ – ৭ মাস ধরে হচ্ছে। আমি নেটে এ নিয়ে অনেক সার্চ করেছি, কিন্তু কোন সমাধান পাবেন। আমার মনে হয় আরও অনেকে এই সমস্যার সম্মুখীন হয়।

আপনি কোন সমাধান দিতে পারলে খুব উপকৃত হব।

😀 😀 😀

    @নামনাই: bhai apner oi set a ki radio er option ase? Na emnitai dhore? Eta amake janan. Thanks

      @রুবেল টিটিসি:

      na, amar set e kono radio er option nai. Tarporeo eta hoy. radio jodi computer er shathe connected na o thake, jodi shudhu power on kora thake, taholei automatic radio bajte thake. Shobshomoy “peoples’ radio” naam er jei radio channel ta ache, shetai baje.

      Dhonnobad.

      Avro te ki jani holo, bangla likhte parchina bole antorik bhabe dukkhito.

      😀 😀 😀

এতে কি সাউন্ড কোয়ালিটি বারবে

@সবুজ ভাই: obossoi barbe. Karon amplifire er kaj e holo bridhi kora. Thanks

Level 2

অসংখ্য ধন্যবাদ ভাই । ইলেক্ট্রনিক্স বিষয় জানতে পারলে ভাল লাগে । এভাব করে যান । i hope next tunes coming . how can make bluetoth head phone.

Level 0

আচ্ছা ভাই আমি এইসব কোথায় থেকে কিনবো? একটু দোকানের ঠিকানা টা দিলে ভাল হত।
ধন্যবাদ।

ভাইয়া আমি EEE ১ম বর্ষ পড়ি পাশপাশি সাঙবাদিকতা করি । আপনার প্রতিটা টিউন আমি পড়ি । আর আচ্ছা ভাই আমি এইসব কোথায় থেকে কিনবো? একটু দোকানের ঠিকানা টা দিলে ভাল হত। আপনাকে আমার খুব ভাল লাগে ।আপনাকে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠালাম । accpet করেন ।

ভাইয়া আপনি কি করেন ।? একটু জানাবেন ?

@shuvo: bhai apni mudi khanar dokane eti paben na! 🙂 er jonno apnake electronics er dokane jogajog korte hobe. Thanks

Level 0

Dada, Ai circuit dia ki J kono speker chalano jabe??????? R ta na holy kon speker golo chalano jabe doya kory akto bolben. Abaro Tune korar jonno dhonnobd.

    @MR.Durjoy: bhai ati ekti headphone amplifire ati dia apni headphoner speaker er sound barate parben. Tobe soto radeo te jai speaker thake ota diao chalate parben. Sound ektu barbe. Thanks

Level 0

ধন্যবাদ ।
অনেক সুন্দর হয়েছে।
পার্টস গুলোর ছবি দেয়াতে আরো ভাল হয়েছে।
এভাবে চালিয়ে যান।
আপনার জন্য শুভ কামনা।

Level 0

এত দিন ধরে আমি এইডাই খুজতিছি শেয়ার করার জন্য ধন্যবাদ
http://skrtutorialbd.blogspot.com

আপনার সবগুলু টিউন দেখার সৌভাগ্য আমার হয় নাই তবে এই টিউনটি দেখে মনে হচ্ছে আগের গুলুও ভাল হইছে,ধন্যবাদ টিউনের জন্য।
আর কিছু স্কিনশট একটু বড় হয়ে গেছে আরেকটু ছোট হইলে ভাল হইত।

রুবেল ভাই আমি ছারকিত তৈরি করেছি। এবার আমাকে অটো চার্জ ছারকিট টা দিন সাথে ডিপ ডিচার্জ প্রটেকশন ছারকিট ও দিবেন। আর একটা কথা আপনি যে দুইটা ছারকিট দিছেন ঐ দুইটাই কি ফান+লাইট+টিভি ভালোভাবে চলবে? আমার একভাই আসে এই সম্পরকে কিছু কিছু বঝে। সে বল্ল যে 2n3055 transistor দিয়া ফ্যান চল্বেনা। সুধু লাইত+টিভি চলে। সমাধান দিন।

বস আমি ১০৩ এর pf পাইনাই ১০২ এর pf নিয়াসছি এতে কি কাজ হবে

Level 0

Rubel vai amr stk set koi .cuti ki pnne .

::.. রুবেল .:: Vhai Apnar cell phone number Plz……………… !

Level 0

রুবেল টিটিসি/ vai apnar post poe valo laglo amar kace
aro volo valo post korben asha raki

thank yuo………………রুবেল vai