আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-০৮] :: কম্পোনেন্ট টেষ্ট করার জন্য একটি ছোট টেষ্ট মিটার বানিয়ে নিন!

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট!

আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করি তারা সবাই এভো মিটার ব্যবহার করি! এই AVO ( A=Ampear, V=Volt, O=Ohom) মিটারের সাহায্যে আমরা কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি! এভো মিটারের রেজিস্ট্যান্সের স্কেল অর্থাত্‍ ওহম মিটার ব্যবহার করে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সের যেকোন কম্পোনেন্ট বা পার্টসের ভালো মন্দ পরীক্ষা করা যায়! এবার কম্পোনেন্ট টেস্ট করার জন্য এভো মিটার আর দরকার হবে না! আপনি নিজেই তৈরী করুন একটি কম্পোনেন্ট টেস্টার!

এর জন্য আপনাকে কয়েকটি কম্পোনেন্ট সংগ্রহ করতে হবে!

  • 1. 390 ওহমের রেজিস্ট্যান্স যার কালার কোড হলো, কমলা সাদা বাদামি সোনালী! 1/4 বা 1/2 ওয়াট হলেই হবে!
  • 2. একটি লাল কালারের 5mm সাইজের LED বাল্ব!
  • 3. ছোট 9 ভোল্টের অ্যালকালাইনের ব্যাটারী ক্লিপ সহ ! অর্থাত্‍ যেই 9 ভোল্টের ব্যাটারী এভো মিটারের ভিতর থাকে!
  • 4. লাল কালো তার সহ ছোট দুটি লাল কালো কালারের ক্লিপ যেটি দিয়ে কম্পোনেন্টের সাথে সংযোগ করবেন!
  • 5. একটি PCB অথবা মোটা কাগজ যার ওপর আপনি এই কম্পোনেন্ট গুলো সেট করবেন! এবার নিচের চিত্রের মতো করে সংযোগ দেন!


একটু লক্ষ্য করুন:

১। রেজিস্ট্যান্স যেভাবে পরিমাপ করবেন:

  • * ০ থেকে ১কিলোওহমের রেজিস্ট্যান্স পরিমাপ করলে LED ভালোভাবে জ্বলবে।
  • * ১ থেকে ১০ কিলোওহমের রেজিস্ট্যান্স পরিমাপ করলে LED হালকাভাবে জ্বলবে।
  • * ১০ কিলোওহমের বেশি রেজিস্ট্যান্স পরিমাপ করলে LED জ্বলবে না।

২। ভেরিএবল রেজিস্ট্যান্স যেভাবে পরিমাপ করবেন:

  • * শেষের দুই ট্রাকে লাল কালো ক্লিপ ধরলে LED জ্বলবে তবে এটি নির্ভর করবে রেজিস্ট্যান্সের মানের ওপর। প্রথম ও শেষের একটি ট্রাকে ধরলে LED জ্বলবে এবং এ্যাডজাষ্টমেন্ট অনুযায়ী আলো কমবেশি হবে। তবে এটি ০ থেকে ১০ কিলোওহমের রেজিস্ট্যান্সের মধ্যে হতে হবে। ১০ কিলোওহমের উপরে গেলে LED জ্বলবে না।

৩। ডায়োড যেভাবে পরিমাপ করবেন:

  • * ক্যাথোডে কালো ও এ্যানোডে লাল ক্লিপ ধরলে LED জ্বলবে। উল্টা করে ধরলে LED জ্বলবে না।

৪। জেনার ডায়োড যেভাবে পরিমাপ করবেন:

  • * ক্যাথোডে কালো ও অ্যানোডে লাল ক্লিপ ধরলে LED জ্বলবে। উল্টা করে ধরলে LED হালকা জ্বলবে। তবে ডায়োডের মান ৭ ভোল্ট এর নিচে হতে হবে।
  • * ৭ ভোল্টের উপরে গেলে ক্যাথোডে লাল ও অ্যানোডে কালো ক্লিপ ধরলে LED জ্বলবে না।

৫। LED ও ল্যাম্প যেভাবে পরিমাপ করবেন:

  • * LED হলে দুই LED জ্বলবে। উল্টা করে ধরলে কোন LED জ্বলবে না।
    * ল্যাম্প হলে শুধু LED জ্বলবে।

৬। ট্রানজিস্টর যেভাবে পরিমাপ করবেন:

  • * NPN ট্রানজিস্টরের ক্ষেত্রে, কালেক্টর ও ইমিটরে যেভাবেই ক্লিপ ধরেন না কেন LED জ্বলবে না। বেস ও কালেক্টরের ক্ষেত্রে, বেস এ লাল ও কালেক্টরে কালো ক্লিপ ধরলে LED জ্বলবে। উল্টা করে ধরলে LED জ্বলবে না। বেস ও ইমিটরের ক্ষেত্রে, বেস এ লাল ও ইমিটরে কালো ক্লিপ ধরলে LED জ্বলবে। উল্টা করে ধরলে LED জ্বলবে না।
  • * PNP ট্রানজিস্টরের ক্ষেত্রে, কালেক্টর ও ইমিটরে যেভাবেই ক্লিপ ধরেন না কেন LED জ্বলবে না। বেস ও কালেক্টরের ক্ষেত্রে, বেস এ কালো ও কালেক্টরে লাল ক্লিপ ধরলে LED জ্বলবে। উল্টা করে ধরলে LED জ্বলবে না। বেস ও ইমিটরের ক্ষেত্রে, বেস এ কালো ও ইমিটরে লাল ক্লিপ ধরলে LED জ্বলবে। উল্টা করে ধরলে LED জ্বলবে না।

৭। ক্যাপাসিটর যেভাবে পরিমাপ করবেন:

  • * ১ মাইক্রো ফ্যারাডের নিচে হলে LED জ্বলবে না। তবে কানেকশন ব্রোকেন থাকলেও LED জ্বলবে না।
  • * ১ মাইক্রো ফ্যারাডের উপরে পোলারিস্ট ক্যাপাসিটারে লাল ক্লিপ (+) এ ও কালো ক্লিপ( -) এ প্রথমবার ধরলে LED একবার ফ্লাশ দিবে। উল্টা করে ধরে আবার সিধে করে ধরলে আবার LED একবার ফ্লাশ দিবে।
  • * ১০০ মাইক্রো ফ্যারাডের বেশি হলে LED একবার বেশি সময় ধরে ফ্লাশ দিবে।

৮। ফটো রেজিস্ট্যান্স বা LDR যেভাবে পরিমাপ করবেন:

  • *LDR এ আলো ধরলে LED জ্বলবে। অন্ধকারে LED জ্বলবে না।

৯। সুইচ যেভাবে পরিমাপ করবেন:

  • * অন করে ক্লিপ দুটি ধরলে LED জ্বলবে। অফ করে ক্লিপ দুটি ধরলে LED জ্বলবে না।

১০। লাউড স্পিকার, ইন্ডাক্টর, রিলে কয়েল ও তারের ক্ষেত্রে LED জ্বলবে।

আরো জানার জন্য ফেসবুক, নিমবাজ ও ইয়াহু থেকেrubelttc দিয়ে আমাকে অ্যাড দিন।
সবাই ভালো থাকবেন।

বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল লাগল তবে ছবি গুলো ভাল আর অরিজিনাল দিলে ভাল হত-আর ড্রাইসেল ব্যাটারী কোন গুলো জানাবেন

Level 0

Brother i need a amplifiare to listen sound But i can’t invest more than 2000. i Want to 48*48 ampli fiare
then what i have need to do . do u have any way to make ampli fiare of good sound quality suggest me please
, now i am waiting for ur sujeation., i have no idea with electronich, ,please help to make amplifaire
.

    @Raju: Bhai apni aj e bajar theke STK complet audio bord, ic STK 4191, tansformar 36v-0-36v 6A o 2ti 12inch 600w er speker kinun r set korun. Ati khub bhalo. Ami ati use kori. Tobe ic er 7a hifi hitsilk lagate bhulben na. Thanks

Level 0

রুবেল ভাই, আপনার টিউন গুলো আমাদের মতো নবীন এবং সখের ইলেক্ট্রনিক্স শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। আপনার জন্য শুভকামনা রইল। ৯ ভোল্টের ব্যটারীর পরিবর্তে যদি ৯ ভল্টের ডিসি অ্যাডাপ্টার ব্যবহার করা হয় তাহলে কি এই এভো মিটার দিয়ে কাজ করা যাবে?

Level 0

বাহ !
বরাবরের মত এবারও দারুন একটা টিউন হয়েছে।

@SamuraixBD: Bhai, apni 9v adaptar use korte parben tobe output ta regulated er maddhome hote hobe. R current na thakle tokhon ki korben? Apnar adaptar kenar cheyea pp3 battary kina onek bhalo. Karon er dam matro 30 takar moto. 🙂

Level 0

rubel vai jodi kasto kore aponar contac no ta deten tahole sarasori katha bolle valo hoto kub
upokrito hotam . kub kaste aci kane hedphone dia sound sunte hoi

Level 0

Dada, Bora borer moto darun Tune. Chalia jan songe asi. Protidin apnar Tune dekthe chai Dada.Thank you.

Level 0

via transistar abong diode kharap hoy ta hole ki vabe janbo.jodi valo vabe buzia dan tahole kretoggo thakbo. dhonnobad.

    @faridi: bhai akhane j sob lokhhon deoa ase ei gulor 7a jodi aktio na mi le tahole bujhben apnar oi componant kharap. Jodi sob mi le jai tahole bujhben oi valo. Thanks

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য ।