আমার যত মজার ইলেকট্রনিক্সের টিউটেরিয়াল [পর্ব-০১] :: রেজিস্ট্যান্সের কালার কোডের মান সহজে মনে রাখুন ও মান বের করুন!

রেজিস্ট্যান্সের মান বের করতে সবাই জানেন! কিন্তু সমস্যা হল এর কালার কোডের মান মনে রাখা! আজ আমি যে টিউন করবো এটি দেখলে আপনিও বের করতে পারবেন কোন কালারের মান কত! এর জন্য আপনাকে একটি লাইন মুখস্ত করতে হবে! লাইনটি হল, B B ROY Good Boy Very Good Worker. এখন বর হাতে অক্ষরের নিচে 0 থেকে মান বসাতে শুরু করেন! তাহলে দেখবেন W এর নিচে 9 বসে. অর্থাত্‍,

B B ROY Good Boy

0 1 2 3 4 5        6

Very Good Worker

7        8           9

অর্থাত্‍,

B=Blak=0

B=Brown=1

R=Red=2

O=Orange=3

Y=Yellow=4

G=Green=5

B=Blue=6

V=Violet=7

G=Gray=8

W=White=9

 আমরা যারা ছোট খাটো হবিস্ট আমাদের 4 ব্যান্ডের রেজিস্ট্যান্স বেশি দরকার হয়. তাই আমি আপনাদের সহজে 4 ব্যান্ডের রেজিস্ট্যান্স এর মান বের করা শেখাবো. প্রথমে 4 ব্যান্ডের রেজিস্ট্যান্সটি আপনার হাতে নিন. লক্ষ্য করুন সোনালী বা রূপালী কালার কোন পাশে আছে. ঠিক তার বীপরিত পাশে থেকে কালারগুলো খাতায় লিখুন, এবর প্রথম ব্যান্ডের কালারের মান ও দ্বিতীয় ব্যান্ডের কালারের মান পাশাপাশি রাখুন, তাহলে যে মান পাওয়া যাবে তার পাশে তৃতীয় ব্যান্ডের কালারের মান যত থাকবে ততটি 0 বসিয়ে দিন. এবার দেখুন কত হয়! যেমন ধরুন, একটি রেজিস্ট্যান্সের কালার হলো, Brown Blak Red Gold. এর মান বের করতে হলে Brown ও Blak এর মানকে পাশাপাশি রাখতে হবে! অর্থাত্‍, 10. ( যেহেতু Brown: 1 ও Blak: 0 তাই পাশাপাশি বসিয়ে পেয়েছি 10 ). এখন তৃতীয় ব্যান্ডের মান যত হবে, ততটি 0 আগের মানের পাশে মানে 10 এর পাশে বসাতে হবে! যেহেতু তৃতীয় ব্যান্ডের কালারের মান 2 মানে Red: 2, তাই 10 এর পাশে দুইটি 0 বসাতে হবে. তাহলে এর মান দ্বারাবে 1000 ওহম. যেহেতু 1000 ওহমে 1 কিলো ওহম হয়, তাই আমরা 1 কিলো ওহম বলতে পারি. চতুর্থ ব্যান্ডে যেই মান থাকবে সেটি হবে টলারেন্স. এখানে Gold থাকলে এর টলারেন্স হবে 5%. Silver থাকলে 10%, Brown থাকলে 1%, Red থাকলে 2%, কিছু না থাকলে 20% টলারেন্স বুঝে নিতে হবে.

আবার, তৃতীয় ব্যান্ডে যদি Gold কালার থাকে তাহালে 0 না বসিয়ে 0.1 দ্বারা গুন করতে হবে! যেমন একটি রেজিস্ট্যান্সের কালার হল, Red Red Gold Gold. তাহলে, এর মান বের করতে হলে প্রথম ও দ্বিতীয় ব্যান্ডের কালারের মান পাশাপাশি বসিয়ে পাই, 22 ! তৃতীয় ব্যান্ডের কালার Gold থাকায় 22 কে 0.1 দ্বারা গুন করতে হবে! Silver থাকলে 0.01 দ্বারা গুন করতে হবে! তাহলে এর মান হবে 2.2 ওহম. এভাবে সকল 4 ব্যান্ডের রেজিস্ট্যান্সের মান বের করতে পারবেন!বিস্তারিত জানতে নিচের চিত্র দেখুন! সবাই ভালো থাকবেন!

 

 

 

 

 

 

 

 

বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সহজে রেজিস্টার এর কালার কোড বোঝার জন্য এটি একটি চমৎকার টিউন। আমার মন্তব্যের রিপ্লাই এর জন্য ধন্যবাদ।

দারুন!

তবে রোধকের মোট রোধ বের করতে ঔ কথাগুলোর পাশাপাশি এই সাংকেতিক সূত্র (!) টা দিতে পারেন:
FSX10^T +- Fr [Tolerance(%)]
F=First Band
S=Second ”
T=Third ”
Fr=Fourth ”

ধন্যবাদ। 🙂

Level 0

ধন্যবাদ।
অনেক কাজের একটা টিউন।

@নিওফাইটের রাজ্যে: vai ami agei bola c ami mobile dia tune kori. Besi lekhte korto hoi. Tar vitor temon time pai na. Ja kisu likha c atai asa kori sobai bujhte parbe. Pore time pele update korbo. Thanks for comment.

@tech_no: bhai ami indi sms dia bangla likhi. Uc browser dia ttc te oi likha paste kore darft a save kori ekhon opera mini dia pic upload kori ebong oi pic er address nia uc browser thake darft open kori. Html use kori r oi address html code er 7a add kori. Tobe tune imge insert er html code pc thake ekber dekha copy kora txt file a save kora c lam. R ekhon oi code er 7a pic er adress edit kora uc browser di paste kora tune kori. Thanks

Level 0

vai five band color er jonno sohoj podhoti bolbenki ?
thanks.

Level 2

রুবেল ভাইআপনি একটা জিনিস।

Level 2

রুবেল ভাই আপনি একটা জিনিস।

wow vai thanks etay kujsilam