সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে একটি ছোট সার্কিট নিয়ে আলোচনা করব! এর সম্পর্কে বেশি কিছু লেখবো না. কারন আমি বেশি লিখলে আপনাদের নাকি বুঝতে অসুবিধে হয়! আসলে আমি বেশি বুঝানোর জন্য বেশি লিখাছিলাম আমার আগের টিউনগুলোতে. কিন্তু বুঝিনি যে, এতে হিতে বীপরিত হবে, বিষয়টি সহজের বদলে কঠিন হয়ে দারাবে. এই জন্য আমাকে ক্ষমা করবেন. আর কোন টিউনে বিস্তারিত কিছু লেখবো না.
যাইহোক, এখন যে সার্কিট নিয়ে আলোচনা করব এর নাম স্টেয়ার কেস সার্কিট ডায়াগ্রাম! এই সর্কিটের মাধ্যমে আপনি যেকোন লোড দুটি আলাদা জাইগা থেকে নিয়ন্ত্রন করতে পারবেন. সাধারন সুইচ দিয়ে এটি করতে পারবেন না! এর জন্য টু-ওয়ে সুইচ দরকার! দুটি টু-ওয়ে সুইচ দিয়ে চিত্রের মতো কানেকশন তৈরি করুন.
এর কানেকশন এভাবেও দিতে পারেন!
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
সাবাই ভাল থাকবেন!
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
Bujhte osubedha hole comment dia amake janaben. Thanks