আমাদের দেশে সব জায়গাতে এসি বিদ্যুত্ নাই! তাই যেখানে এসি বিদ্যুত্ নেই সেখানে ডিসি বিদ্যুত্ দিয়ে ক্যাসেট, সিডি, ডিভিডি, অ্যামপ্লিফায়ার টেলিভিশন ইত্যাদি চালানো হয়! কিন্তু ভয় থাকে একটায়, যদি কখনো মনের ভুলে লাইন উল্টাপাল্টা করে দেওয়া হয়, তাহলে কি ঘটবে? নিশ্চই আইসিটি পুরে যাবে! আর ঘরে যদি ছোট পোলাপান থাকে তাহলে তো কোন কথাই নেই! এবার নেগেটিভ পজেটিভ বা লাল কালো উল্টাপাল্টা হওয়ার ভয় থেকে বাচুন! এসি বিদ্যুতের মতো যেভাবেই লাগান না কেন আপনার লোড চলবে! শুধু একটি সার্কিট লোডের সাথে সংযুক্ত করতে হবে!
সার্কিটটি সম্পর্কে হয়ত সবাই জানেন! এটি হল চারটা রেকটিফায়ার ডায়োডের ব্রিজ কানেকশন! প্রথমে যেকোন মানের চারটা রেকটিফায়ার ডায়োড সংগ্রহ করুন! তবে ডায়োড যত মোটা হবে তত ভাল! এবার নিচের চিত্রের মতো তিনটা ধাপে ব্রিজ কনেকশন তৈরী করুন.
এবার এই চিত্র দেখুন!
আউটপুট থেকে নেগেটিভ ও পজেটিভ ভোল্টেজ আপনার লোডের ইনপুটের নেগেটিভ ও পজেটিভ ভোল্টেজের সাথে লাগান! এক্ষেত্রে উল্টাপাল্টা হওয়া যাবে না! এখন চিত্রের যেই দুই প্রান্তে ইনপুট লেখা আছে সেই দুই প্রান্তে আপনি আপনার ইচ্ছা মতো ভোল্টেজ প্রবেশ করান. নেগেটিভ পজেটিভ অথবা পজেটিভ নেগেটিভ যেভাবেই দিন না কেন আপনার লোড চলবে! তবে এক্ষেত্রে ব্যাটারী চার্জ একটু বেশি ফুরাবে!
বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পান কি না ! যদি না পান তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে আমাকে জানাবেন , সঠিক তথ্য কি হবে ! আমার মোবাইল নম্বর +8801716218847 .
সবাই ভাল থাকবেন!
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
vhi bridge diode to purano thinking.R sudhu diode na majkhane capacitor lagale aro valo hobe. amon kisu kora jay na jeta akdom new.