কোন Vocabulary বইটি Best?

ইংলিশে ভীষণ দক্ষ হতে চাইলে আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে যে আপনার সামনে ইংলিশে লেখা কিছু দেওয়া হলে আপনি তা পড়ে ঠিক ঠাক মানে বুঝতে পারেন। যেমন ধরুন ইংলিশ নিউজপেপার - আপনি যত গ্রামারের রুলস জানেন আর যাই করেন ইংলিশ নিউজপেপার পড়তে গেলে প্রথমে ধাক্কা খাবেন দেখবেন এখানে এমন প্রচুর word রয়েছে আপনি যেগুলো কখনো দেখেননি, তাই নিউজ পেপারের ওই আর্টিকেল টার মানে কি আপনি কিন্তু বুঝতে পারবেন না।

প্রচলিত ইংলিশ স্পিকিং কোর্সগুলোতে আপনাকে শেখানো হয় দশটি পশুর নাম, দশটি গাছের নাম, হাই হ্যালোজাতীয় বেসিক কথাবার্তা ইত্যাদি ইত্যাদি।

কিন্তু বাস্তব জীবনে যদি আপনি জাতীয় কোন বিষয় নিয়ে পড়তে যান, যেমন অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত কোন ডকুমেন্ট- তো সেখানে আপনি ফুলের নাম পশুর নাম কাজের নাম কিন্তু পাবেন না। আবার কোন অফিসিয়াল ডকুমেন্টও যদি পড়তে যান সেখানেও কিন্তু "আপনি কেমন আছেন", "আপনি কি আজ যাবেন", "ও আমি তো ভাবতেই পারিনি" - এইসব basic sentence থাকবে না, যেটা বেশিরভাগ ইংলিশ করছে আপনাকে শিখিয়ে থাকে।

আসলে রিয়েল লাইফে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এমন কিছু word রয়েছে। আপনি বিসিএস দিতে যান, ব্যাংক এর পরীক্ষা দিতে যান, যে কোন চাকরির পরীক্ষা দিতে যান, IELTS, GRE যাই দিতে যান কিছু নির্দিষ্ট Vocabulary রয়েছে- এগুলোই ঘুরেফিরে আপনাকে পড়তে হয়।

তো কথা হচ্ছে বাংলাদেশে এমন কোন বইটি রয়েছে যেটা পড়লে আপনি ইংলিশ ভোকাবুলারিতে সর্বোচ্চ দক্ষ হয়ে উঠতে পারবেন? প্রচলিত কয়েকটি ভালো বইয়ের নাম বলছি : Saifurs competitive vocabulary, word smart 1, wird smart 2, oracle mnemonics vocabulary, Arifur rahman vocabulary ইত্যাদি.।

আপনি হয়তো google-এ সার্চ করে থাকেন vocabulary book pdf, word smart 1, 2 pdf ইত্যাদি লিখে। এগুলোর প্রত্যেকটি ভালো কিন্তু এককভাবে কোন বইটি স্বয়ংসম্পূর্ণ নয়।

আমি আপনাকে এরকম একটি অ্যাপ এর সন্ধান দিব যেখানে উল্লিখিত ওই সবগুলো বইয়ের যে পরিমাণ তথ্য আছে তার চেয়েও বেশি তথ্য রয়েছে। word smart 1, 2 বইটি সবচেয়ে ভালো মানের হলেও এই অ্যাপ এ এর চেয়েও বেশি পরিমাণ তথ্য রয়েছে। প্রত্যেকটা ওয়ার্ড কোন parts of speech সেটা রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড এর ক্যামব্রিজ ডিকশনারির ডেফিনেশন রয়েছে, অক্সফোর্ড ডিকশনারি কিভাবে ডেফিনেশন দিয়েছে সেটা রয়েছে, সিনোনিম লিস্ট রয়েছে, আবার প্রত্যেকটা ওয়ার্ডের জন্য পাঁচ-ছয়টি করে সেন্টেন্স রয়েছে - যেটা পড়লে কনসেপ্ট সবচেয়ে ক্লিয়ার হবে, বুঝতে পারবেন ওই শব্দটি আসলে কিভাবে কথার মধ্যে ব্যবহার করতে হয়।

অ্যাপটির নাম Job Vocabulary

এই Job Vocabulary অ্যাপে ২৯০০ এর বেশি word রয়েছে।

Level 0

আমি শুভ্র নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস