SSC Result 2016 ১১ মে – রেজাল্ট পাওয়ার সকল উপায় ও টিপস

SSC Exam Result 2016:- ২০১৬ সালের এসএসসি পরীক্ষার ফল আগামী ১১ মে তারিখের প্রকাশ করা হবে। শিক্ষাসচিব সোহরাব হোসাইন প্রথম আলোকে সোমবার এ তথ্য জানিয়েছেন। গত ১ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হয়ে ১৪ মার্চ শেষ হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ফল প্রকাশের জন্য ১০ ​মে ও ১১ মে সম্ভাব্য দুটি তারিখ উল্লেখ করে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর সম্মতি অনুযায়ী এখন ১১ মে ফল প্রকাশ করা হচ্ছে। রেওয়াজ অনুযায়ী, পাবলিক পরীক্ষার ফলাফলের একটি কপি ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে তুলে দেওয়া হয়। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফল প্রকাশ করা হয়। এর পরপরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একযোগে ফল ঘোষণা করা হয়।

গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে ১৬ লাখ সাড়ে ৪৪ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। [Source: Prothom Alo]

মোবাইলে SMS এর মাধ্যমে SSC Exam Result 2016 জানার নিয়মঃ

SSC <space> First 3 Letters of Board <space> Roll Number <space> 2016 এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন।

For Dakhil Result: Dakhil <space> MAD <space> Roll Number <space> 2016 এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন।

SMS Short Code for Different Education Board:
Dhaka Board- DHA, Barisal Board- BAR, Rajshahi Board- RAJ, Jessore Board- JES, Comilla Board-COM, Dinajpur Board- DIN, Chittagong Board-CHI, Sylhet Board-SYL, Madrasha Board- MAD

অনলাইনে SSC Exam Result 2016 সংগ্রহ নিয়মঃ

অনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে (educationboardresults.gov.bd) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল পাওয়া যাবে।

Level 2

আমি হাসনাইন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস