উদ্যোক্তা হতে চান, অল্প বা বিনা পুজিতে কিভাবে বিজনেস শুরু করবেন আর কি কি করতে হবে (বিস্তারিত)

আমাদের দেশে চাকরির অবস্থা তেমন ভালো না। পাস করলে যে চাকরি পেয়ে যাবেন তার কোনো ভরসা নেই। আর সে কারনে ক্রমাগত বেকারত্বের হার বেড়েই চলেছে। এই বেকারত্ব আমাদের জন্য অভিশাপ, কারণ একজন বেকার মানুষই জানে, বেকারত্ব জীবনটা কত কষ্টের। বেশি কথা না বাড়িয়ে আসল কোথায় চলে আসি, চাকরি পাচ্ছি না বলে বসে থাকার চাইতে বরং নিজে থেকে কিছু একটা শুরু করা, আমাদের এই বেকারত্বের অভিশাপ থেকে রক্ষা করতে পারে। তাহলে চলুন জেনে নেই অল্প পুজি বা বিনা পুজিতে নিজে থেকে শুরু করা যায় এমন কিছু বিজনেস আইডিয়া।

ব্লক প্রিন্ট :

ব্লক হল কাঠের উপর খোদাই করা নকশা। ব্লক দিয়ে ছাপানো কাপড়কে ব্লক প্রিন্ট বলে। ব্লক প্রিন্ট হল এক ধরণের ছাপা কাপড়। সুতি, সিল্ক, খাদি সব ধরণের কাপড়ে ব্লক প্রিন্ট করা যায়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই যে, একই ব্লক দিয়ে নানান কাপড় নানান রঙ ও ডিজাইনে প্রিন্ট করা যায়। বর্তমানে ব্লক প্রিন্ট এর কাপড় বেশ জনপ্রিয়। কাপড়ে ব্লক প্রিন্ট করে আয় করা সম্ভব। যে কোন ব্যক্তি নিজের কর্মসংস্থান ব্যবস্থার জন্য কাপড়ে ব্লক প্রিন্ট করার ব্যবসা শুরু করতে পারেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি ভিসিট করুন : http://www.bduddokta.com/block.html

এই ভিডিও লিন্কটির ভিডিও দেখেও ব্লক প্রিন্ট এর অনেক বিস্তারিত জানতে পারবেন : https://www.youtube.com/watch?v=-B6MTFDS03w

টি-শার্ট ব্যবসা :

এই ব্যবসা এ নামতে হলে চোখ কান খোলা রাখবেন। ৩ ভাবে শুরু করতে পারেন এই ব্যবসা। ভয় পাবেন না।১. স্টক এর বানানো টিশার্ট কিনে তাতে প্রিন্ট করিয়েঃ এ ক্ষেত্রে যা করা হয় তা হল, সলিড বা এক রঙের টিশার্ট কিনে নেয়া হয় কম দামে। অল্প টাকায় অনেক পাওয়া যায়। তারপর একটা প্রিন্টিং কারখানায় নিয়ে গিয়ে তাতে প্রিন্ট বশিয়ে আয়রন আর প্যাকিং করে নিলেই তৈরী।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি ভিসিট করুন : http://www.bduddokta.com/tshirtbusiness.html

স্ক্রিন প্রিন্ট :

বর্তমানে স্ক্রিন প্রিন্ট এর বিজনেস বেশ লাভ জনক, অল্প পুজিতে শুরু করার জন্য স্ক্রিন প্রিন্ট এর বিজনেস খুব উত্তম। নিচের ভিডিও লিংক থেকে জেনে নিন স্ক্রিন প্রিন্ট এর বিজনেস শুরু করার সকল বিস্তারিত।

ভিডিও লিংক : https://www.youtube.com/watch?v=UVJXjbWo89c

আইটি ফার্ম:

বর্তমানে আমাদের দেশ তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে যাচ্ছে, সুদূর ভবিষ্যতে এটার গুরুত্ব ক্রমাগত বাড়তেই থাকবে, তাই নতুন বিজনেস শুরুর জন্য " আইটি ফার্ম " এর বিজনেস বেশ লাভজনক হবে। আপনার যদি কোনো আইটি নলেজ না থেকে থাকে তবুও আপনি এই বিজনেস শুরু করতে পারেন।

বিজনেস শুরু করার ধাপ গুলি নিচে দেয়া হলো :
১. প্রথমেই আপনি কোনো দক্ষ আইটি ফার্ম বা আইটি পারসন এর সাথে যোগাযোগ করে নিতে পারেন যারা আপনাকে আইটি সম্পর্কিত কাজ গুলি করে দেবে + তাদের কাছ থেকে কাজের রেট জেনে নিন।

২. আপনার নিজের আইটি ফার্ম এর একটা নাম দিন ও আপনার নিজের একটি ওয়েবসাইট এবং ভিসিটিং কার্ড তৈরী করুন, + যদি পারেন যে কাজ বা সেবা গুলি আপনি দেবেন তার একটা লিফলেট তৈরী করুন।

৩. এখন শুরু করে দিন মার্কেটিং, বিভিন্ন কর্পোরেট অফিস, ব্যাঙ্ক, বিমা, স্কুল, কলেজ গুলিতে যেয়ে আপনার ভিসিটিং কার্ডটি দিয়ে আসুন + তাদের সাথে সুসম্পর্ক তৈরী করুন, যেন কাজ পেতে আপনার সুবিধা হয়। দিনে ভালো মত ২০-২৫ টা অফিস ভিসিট করতে পারলে ৩-৪ টা কাজের অর্ডার পাবেন নিশ্চিত।

আমি নিজেই একটি  আইটি ফার্ম পরিচালনা করি, তাই  আইটি ফার্ম এর  বিজনেস শুরু করতে চাইলে বা কোনো প্রকার সহযোগিতা লাগলে  আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনি অনন্য আইটি ফার্ম গুলোর সাথেও যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে একটু গুগল সার্চ দিয়ে দেখে নিবেন।

ফাসেবুকে আমাকে পেতে : https://www.facebook.com/biplob.reza.7

আমার অফিসিয়াল ওয়েবসাইট : http://www.softsio.com/

Level 0

আমি বিপ্লব রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন টিউন ।এমন কিছুই খুজতেছিলাম ।

আমি আইটি ফার্মের ব্যপারে আগ্রহী ।আমি নিজেই ওয়েবসাইটের কাজ করি ।আচ্ছা শুধু লোকাল ক্লায়েন্ট ছাড়া ইন্টারনেশনাল ক্লায়েন্টের কাজ পেতে গেলে কি কি করা যেতে পারে ?শুধু মার্কেটপ্লেসের উপর নির্ভর করে বসে থাকলে কি হবে ?

ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট এর কাজ পেতে হলে আপনাকে ব্রোকার সাইট গুলি যেমন : https://www.upwork.com/ থেকে কাজ ধরতে হবে ও করতে হবে , এই ভাবে কাজ করতে করতেই এক সময় ব্রোকার সাইট এর ক্লায়েন্ট কে আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট বানাতে পারবেন , সে ক্ষেত্রে প্রচুর ধর্য ধারণ করতে হতে পারে আপনাকে ।

আর যদি শুধু লোকাল মার্কেট এর কথা বলেন , তবে লোকাল মার্কেট এ বর্তমানে প্রচুর কাজের চাহিদা রয়েছে , কিন্তু তথা কথিত আইটি ফার্ম গুলোর ফালতু সার্ভিস এর জন্য অনেকেই এই সার্ভিস নিয়ে খুব বিরক্ত হন । আর সব কথার বড় কথা আমাদের দেশের নাম করা বড় বড় আইটি ফার্ম গুলোর মান বা সেবা কোনটিই কর্পোরেট না , তাই ভালো মানের কর্পোরেট সেবা দিতে পারলে দেশের টাকা গুনে শেষ করতে পারবেন না ।