মগজাস্ত্রে শান দিন! [পর্ব – ৭] :: ১ টাকার কেরামতি!

আসসালামুয়ালাইকুম, প্রিয় টিউনার-ননটিউনার এবং সম্মানিত পাঠক-পাঠিকাদের।

[প্রথমেই বলে নেই, যদি বিজ্ঞ মডারেটরগণ এই টিউনগুলোকে নিয়ম বহির্ভূত মনে করেন, তাহলে আমাকে জানিয়ে বাধিত করবেন এবং আমি যত দ্রুত সম্ভব টিউনগুলোকে Delete করে দেব।]

তো শুরু করা যাক...

Question: ধরি, একটা নতুন ধরনের হালাল ব্যাংক চালু হয়েছে যার নাম 'অসম্ভব ব্যাংক'! এই ব্যাংক বিশেষ ধরণের মুনাফা দেয়। প্রত্যেক ৬ মাসে মূলধন দ্বিগুন হয়ে যায়! তো আপনি সেই ব্যাংকে ১ টাকা জমা দিয়ে আসলেন ৬ মাসে দ্বিগুন হবার আশায়। কিন্তু আপনি সেই ব্যাংকে গেলেন ১২ বছর ৬ মাস পর। এখন বলেন, আপনি কত টাকা মুনাফা পাবেন?

উত্তর দেয়ার নিয়ম না জানা থাকলে প্রথম টিউনটি দেখতে পারেন।

আগের প্রশ্নের উত্তর

শেখ মুন্না ও Ashikur Rahman Tomal ভাই প্রশ্নটার সঠিক উত্তর দিয়েছেন।

আমি যেই উত্তর চিন্তা করেছিলামঃ ৩ লিটার পারত ভর্তি করে ৫ লিটার পাত্রে রাখি। এখন ৫ লিটারের পাত্রে ২ লিটার বাকি। তারপর আবার ৩ লিটার পাত্র ভর্তি করে ৫ লিটারে রাখি। তাহলে এখন ৩ লিটারের পাত্রে ১ লিটার বাকি!

শেখ মুন্না যে উত্তর দিয়েছেনঃ তাহলে x আলির কাছে মোট দুধ আছে ২৯.৫ লিটার।
যদি ৩ লিটার এর পরিমাপক দিয়ে ৩ বার এবং ৫ লিটার এর পরিমাপক দিয়ে ৪ বার মাপা হয় তাহলে মোট দুধ থেকে ২৯ লিটার দুধ মেপে আলাদা পাত্রে রাখি। তাহলে মোট দুধ থেকে বাকি থাকে ১/২ লিটার দুধ। ১/২ লিটার দুধ আলাদা কোনো পাত্রে রেখে যদি ঐ বাকি ২৯ লিটার দুধ কে আবার ৫ লিটার এর পরিমাপক পাত্র দিয়ে ৫ বার এবং ৩ লিটার এর পরিমাপক দিয়ে ১ বার মাপা হয় তাহলে বাকি থাকে ১ লিটার দুধ। এই ১ লিটার দুধ Y মিয়া কে দিলেই হয়। [এই উত্তরটা আমি চিন্তাও করি নাই। 'x আলির কাছে মোট দুধ আছে ২৯.৫ লিটার।' - লাইনটা দিয়েছিলাম শুধুমাত্র জটিলতা সৃষ্টির জন্য। কিন্তু এখন থেকেও সমাধান বের হয়ে গেছে! ভাগ্য ভালো নাকি মন্দ বুঝছি না!]
মগজাস্ত্রে শান দিন! আগের পর্ব যারা পাননি, তাদের জন্য লিঙ্কঃ

মগজাস্ত্রে শান দিন! [পর্ব – ৬] :: দুধওয়ালার সমস্যা!
মগজাস্ত্রে শান দিন! [পর্ব – ৫] :: গণিত নিয়ে খেলাধুলা! [ছোট সমস্যা]
মগজাস্ত্রে শান দিন! [পর্ব – ৪] :: অ্যামিবা ও বক্স বিপত্তি!!!
মগজাস্ত্রে শান দিন! [পর্ব – ৩] :: কোথায় ১ টাকা???
মগজাস্ত্রে শান দিন! [পর্ব - ২] :: প্রচলিত English Grammar কত পড়লেন, এবার এটা দেখুন!
মগজাস্ত্রে শান দিন! [পর্ব – ১] :: পরিচিতি এবং Warm Up.

আশা করি সমস্যা হবে না। আবশ্য হলেও সমস্যা নেই!

টিউমেন্ট করে উৎসাহিত করবেন যেন টিউনগুলো লিখে যেতে পারি।

আর দয়া করে কেউ টিউনটি কপি করে নিজের নামে চালিয়ে দেবেন না।

চলুন একটি কপি-পেষ্ট মুক্ত TechTunes গড়ে তুলি।

সেই আশায় আমি,

 

Level 0

আমি ইশতিয়াক শরীফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

০ টাকা
আপনি ব্যাংকে আসতে অনেক দেরি করে ফেলেছেন তার আগে এই অফার শেষ না হয় ব্যাংক শেষ।

33554432 ???

26 টাকা

33554432 Guranteeeeeeeee

2 টাকা পাব। কারন মেয়াদ শেষ হওয়ার পর টাকা পুনরায় রিনিও করে না রাখলে এর পর থেকে মুনাফা পাওয়া যায় না

Level 0

Ans: 3,35,54,432.00