প্রযুক্তি নিয়ে মজার ছবি দেখুন ভাল লাগবে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

দিন দিন প্রযুক্তির কত পরিবর্তন হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি, আর প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটা করতে অনেক ভাল লাগে আমার, তাই আজ আপনাদের জন্য এদিক সেদি ঢু মেরে নিয়ে আসলাম ভাল লাগা কয়েকটি প্রযুক্তির ছবি...। প্রযুক্তি ছবি নিয়ে প্রায় ৮/১০ টি পর্ব করেছি, ইনশাআল্লাহ আরো ভাল কিছু পেলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব।

১। আমি নিজেই একটি প্রযুক্তি নিয়ে কথা বানালাম, খারাপ হয়নি কিন্তু বাস্তবের সাথে মিলে গেল দেখি।

২। আমাদের নেট না থাকলে যা হয় আর কি!

৩। কিছু বুঝলেন।

৪। কি আর করা এখন যেখানে সেখানে সময় পাইলে সবাই ফেসবুক নিয়ে ব্যাস্ত।

৫। পুরাই লুল।

৬। প্রথমে খুশি পরে টুসি!!!

৭। আর নাই ঝামেলা এসে গেছে দারুন সুবিধা মোবাইলে চার্জ নিয়ে। আর ফুরাবে না আপনার Android সেটের চার্জ।

৮। Student ডিজিটাল।

৯। ডিজিটাল ঘড়ি...

১০। দারুন আইডিয়া

১১। এক সাথে দুই কাজ,

১২। সাবধান এই রকম করবেন না।

১৩। প্রবলেম সলভ

১৪। কি আর কমু জুতা দিয়ে কি-বোর্ড এর কাজ

১৫। পেয়াজ কাটলে যাদের চোখে পানি আসে। তাদের জন্য একটি দারুন আইডিয়া।

১৬। শুয়ে শুয়ে ল্যাপটপ দেখা, আইডিয়া দারুন কিন্তু এর মত করতে যাবেন না।

১৭। চারিদিকে যা সেলফির জোয়ার হচ্ছে- তাই গরীবরা কেন মিছ করবে সেলফি

১৮। কথা কপন।

১৯। পাসওয়ার্ড

২০। ছোট বাবু, ফেইসবুক ইউজার।

২১। উন্ডোজ এর প্রকারভেদ

২২। জেনে রাখুন কাজে আসবে।

২৩। গরীবের Whatsup, নিয়ে ভাবনা আর না আর না।

২৪। ঠিক এভাবে আমাদের বন্ধি করে রাখছে প্রযুক্তি।

২৫। রিমোর্ট নস্ট তাই,

২৬। ভাল আইডিয়া

২৭। যাদের ল্যাপটপ বেশি গরম হয়,

২৮। উনডোজ

২৯। যারা এক্সেল এর রো আর কলাম বুঝে না তাদের জন্য এই ছবিটি!

৩০। নানান ধরনের ব্লগার।

৩১। অবশেষে নিয়ে নিলাম আজ একটি বাদাম এর মত দেখতে USB পোর্ট। প্রযুক্তির জিনিস ভাল লাগল তাই না দেখিয়ে পারলাম না।

আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ
দেখা হবে আগামী টিউনে

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo, aponar sob lekha amar valo lage

সবই ভাল, কিন্তু ডিজিটাল ঘড়ি…অসাধারণ লাগল হোছাইন ভাই।

অনেক মজা পাইলাম। খুব সুন্দর।

সব সময়ের মত আজকেও দারুন লাগলো,ছবি গুলা zip ফাইল আকারে ডাউনলোড লিংক দিলে কালেকশন এ রাখতাম।

    এক এক করে সেভ করে রাখলে তো হয়! তারপর না হয় জিপ করে নিলেন @ ধন্যবাদ সাথে থাকুন।

অসাধারণ

nice 😛

মজাদার জিনিস।।।।

Level 0

দারুন হইছে ভাই। অনেক অকে ধন্যবাদ।

কিছু ‍দুর্লভ ছবি পেলাম । খুব ভাল হইছে

পাইছি রে ভাই আপনারে!কোথায় ছিলেন এতোদিন?টপটিউনাররা না থাকাতে টিটির যে হাল হয়েছে!যাই হোক বরাবরের মতই ভাল্লাগছে,প্রবলেম সলভড গুলো আরো বেশী ভালো।প্লিজ নিয়মিত থাকবেন।

হেছাইন ভাইয়ের পোষ্ট মানেই নতুন কিছু…..ধন্যবাদ ভাই

Level 2

আবারো অনেকদিন পর। দারুন। আগের মতোই মজা পেলাম। ধন্যবাদ। আরো চাইইইইইইইইইইইই…।

Level 0

ভাই আমি ছোটখাট আপনার একজন ফ্যান আপনার ডিজাইন গুলো আমি দেখি আর করার চেষ্টা করি। আমার graphics design course করা হয়নি কিন্তু আপনার টিউন গুলোর মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি তাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমার একটা ছোট সাইট ও আছে যদি কখনো সময় পান ঘুরে আসবেন ভাই। http://www.toneysoft09.com এইটা আমার সাইট।

ধন্যবাদ হোছাইন আহম্মদ খুব ভাল লাগল। হাসি থামাতে চেষ্টা করছি……………………