
EEE Interview Tips। যারা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন বা এখনও পড়ছেন, চাকরি খুজছেন তাদের জন্য আমার এই টিউন। এখানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়ের উপর MCQ তৈরি করেছি, যা অনেক ব্যস্ততার মাঝেও প্রযুক্তিকে কাজে লাগিয়ে সময়ের সদ্ব্যবহার করে অনলাইনে চাকরির প্রস্তুতিটা কিছুটা হলেও বাড়িয়ে নিতে পারবেন। যাইহোক আজ শুধু EEE MCQ নিয়েই আলোচনা করছি, পরবর্তীতে EEE Short Question Answer (Bangla) নিয়ে আসবো, তারপরও দুইটা বিষয়ের উপর কিছু আলোচনা করলাম। EEE ছাড়াও অন্য ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হলেও প্লিজ দেখে আসুন। নিচে EEE MCQ এর লিংক গুলো দিলাম
| Electrical | Electronics |
|---|---|

ভুল খুজে পেলে, ভাল লাগলে টিউমেন্ট করুন আমাদের ফেসবুক পেজে। আপনার ভাল লাগলেই পরবর্তী টিপস গুলো আপনার জন্যই তৈরি করব।
Education Tips BD
etipsbd.com (Education Tips) প্রযুক্তিকে কাজে লাগিয়ে লেখাপড়া সহ জীবনে সফল হবার এক অনন্য ডিজিটাল মাধ্যম। বর্তমানে সময়ের পরিপূর্ণ সদ্ব্যবহার না করে চাকরি পাওয়া, ব্যবসা কিংবা প্রতিযোগিতায় টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সকল ব্যস্ততার মাঝে প্রযুক্তির সঠিক ব্যবহারে আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।
আমাদের সাইটের লিংক-- http://etipsbd.com/
আমাদের ফেসবুক পেজের লিংক-- https://www.facebook.com/etipsbd
আমি এম এ মাহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ato sundor akta site and ato important important topic sotte thanks na diya parche na .great job bro carry on keep its up wish you best to luck .